০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইডেন ম্যাচে টিকিটের কালোবাজারি– গ্রেফতার ১১

পুবের কলম
  • আপডেট : ২১ নভেম্বর ২০২১, রবিবার
  • / 37

পুবের কলম প্রতিবেদক:২ বছর পরে ইডেন  গার্ডেন্সে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। রবিবার ভারত-নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের তৃতীয় টি—২০ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। তার সঙ্গে বেড়েছে টিকিটের চাহিদাও। আজ  রবিবার টিকিট বিক্রিকে কেন্দ্র করে চলল কালোবাজারি। ৬৫০ টাকার টিকিট বিক্রি করা হচ্ছিল ২৫০০ টাকায়। পাশাপাশি ১৫০০ টাকার টিকিট ৪০০০ টাকায় বিক্রি করছিল কালোবাজারিরা। এই অভিযোগ পাওয়ার পরে  ১১ জন কালোবাজারিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন তাদের আদালতে পেশ করা হয়।  বাজেয়াপ্ত করা হল ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ৬০টি টিকিটও।

টিকিটের কালোবাজারি রুখতে রবিবার সকাল  থেকেই প্রস্তুত ছিল পুলিশ ও গোয়েন্দারা। সাদা পোষাকে ইডেন গার্ডেন্স সহ ধর্মতলা চত্বরে টহলদারী চালায় ময়দান থানার পুলিশ এবং লালবাজারের গোয়েন্দারা। পুলিশ সূত্রের খবর–  ইডেনের ক্লাব হাউসের পাশেই চলছিল টিকিট বিক্রির চক্র। ৬৫০ এবং  ১৫০০ টাকার টিকিট বিক্রি হচ্ছিল আড়াই গুণ  দামে। তারপরেই অভিযানে নামে পুলিশ। উল্লে্খ্য  ইডেনে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৯ সালে– ভারত-বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচ। তারপরে এদিনই ইডেনে আয়োজিত হচ্ছে কোনও আন্তর্জাতিক ম্যাচ।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইডেন ম্যাচে টিকিটের কালোবাজারি– গ্রেফতার ১১

আপডেট : ২১ নভেম্বর ২০২১, রবিবার

পুবের কলম প্রতিবেদক:২ বছর পরে ইডেন  গার্ডেন্সে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। রবিবার ভারত-নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের তৃতীয় টি—২০ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। তার সঙ্গে বেড়েছে টিকিটের চাহিদাও। আজ  রবিবার টিকিট বিক্রিকে কেন্দ্র করে চলল কালোবাজারি। ৬৫০ টাকার টিকিট বিক্রি করা হচ্ছিল ২৫০০ টাকায়। পাশাপাশি ১৫০০ টাকার টিকিট ৪০০০ টাকায় বিক্রি করছিল কালোবাজারিরা। এই অভিযোগ পাওয়ার পরে  ১১ জন কালোবাজারিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন তাদের আদালতে পেশ করা হয়।  বাজেয়াপ্ত করা হল ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ৬০টি টিকিটও।

টিকিটের কালোবাজারি রুখতে রবিবার সকাল  থেকেই প্রস্তুত ছিল পুলিশ ও গোয়েন্দারা। সাদা পোষাকে ইডেন গার্ডেন্স সহ ধর্মতলা চত্বরে টহলদারী চালায় ময়দান থানার পুলিশ এবং লালবাজারের গোয়েন্দারা। পুলিশ সূত্রের খবর–  ইডেনের ক্লাব হাউসের পাশেই চলছিল টিকিট বিক্রির চক্র। ৬৫০ এবং  ১৫০০ টাকার টিকিট বিক্রি হচ্ছিল আড়াই গুণ  দামে। তারপরেই অভিযানে নামে পুলিশ। উল্লে্খ্য  ইডেনে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৯ সালে– ভারত-বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচ। তারপরে এদিনই ইডেনে আয়োজিত হচ্ছে কোনও আন্তর্জাতিক ম্যাচ।