০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অপ্রতিরোধ্য মুহাম্মদ সালাহর লিভারপুল

পুবের কলম
  • আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 34

পুবের কলম ওয়েবডেস্কঃ চ্যাম্পিয়নস লিগে একরকম উড়ছে লিভারপুল। ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। শেষ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলেন অলরেডরা। অ্যানফিল্ডে  পোর্তোকে অনায়াসেই ২-০ গোলে হারাল তারা। দলের হয়ে একটি করে গোল করেছেন থিয়াগো আলকানতারা ও মুহাম্মদ সালাহ। এ জয়ের পর লিগে টানা পাঁচ জয়ে ‘বি’ গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে জুরগেন ক্লপের শিষ্যরা। লিভারপুলের মাঠে হারলেও ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পোর্তো।

ম্যাচের ৩৮তম মিনিটে লিভারপুলের সাদিও মানে কোনাকুনি শটে বল জালে  জড়ান। কিন্তু ভিএআরে ধরা পড়ে সেনেগালের এই ফরোয়ার্ড ছিলেন অফসাইডে। দ্বিতীয়ার্ধে নেমে ৫২তম মিনিটে গোল পেয়ে যায় লিভারপুল। অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনের ফ্রি কিক এক ডিফেন্ডার হেডে ফেরানোর পর বক্সের ওপরে পেয়ে যান আলকানতারা। ২৫ গজ দূর থেকে এই স্প্যানিশ মিডফিল্ডারের ভলি চোখের পলকে জালে জড়ায়। ৭০তম মিনিটে গোলের ব্যবধান বাড়ান মুহাম্মদ সালাহ। নিখুঁত ব্যাক হিলে জর্ডান হেন্ডারসনকে বল বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন সালাহ। সতীর্থের ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন মিশরের এ ফরোয়ার্ড।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অপ্রতিরোধ্য মুহাম্মদ সালাহর লিভারপুল

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ চ্যাম্পিয়নস লিগে একরকম উড়ছে লিভারপুল। ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। শেষ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলেন অলরেডরা। অ্যানফিল্ডে  পোর্তোকে অনায়াসেই ২-০ গোলে হারাল তারা। দলের হয়ে একটি করে গোল করেছেন থিয়াগো আলকানতারা ও মুহাম্মদ সালাহ। এ জয়ের পর লিগে টানা পাঁচ জয়ে ‘বি’ গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে জুরগেন ক্লপের শিষ্যরা। লিভারপুলের মাঠে হারলেও ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পোর্তো।

ম্যাচের ৩৮তম মিনিটে লিভারপুলের সাদিও মানে কোনাকুনি শটে বল জালে  জড়ান। কিন্তু ভিএআরে ধরা পড়ে সেনেগালের এই ফরোয়ার্ড ছিলেন অফসাইডে। দ্বিতীয়ার্ধে নেমে ৫২তম মিনিটে গোল পেয়ে যায় লিভারপুল। অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনের ফ্রি কিক এক ডিফেন্ডার হেডে ফেরানোর পর বক্সের ওপরে পেয়ে যান আলকানতারা। ২৫ গজ দূর থেকে এই স্প্যানিশ মিডফিল্ডারের ভলি চোখের পলকে জালে জড়ায়। ৭০তম মিনিটে গোলের ব্যবধান বাড়ান মুহাম্মদ সালাহ। নিখুঁত ব্যাক হিলে জর্ডান হেন্ডারসনকে বল বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন সালাহ। সতীর্থের ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন মিশরের এ ফরোয়ার্ড।