০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কাতার বিশ্বকাপের টিকিট পাবে ইতালি ও পর্তুগালের মধ্যে যে কোনো একটি দল

পুবের কলম
  • আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার
  • / 45

পুবের কলম ওয়েবডেস্কঃ কাতার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফ রাউন্ডের ড্র বিশ্বফুটবল প্রেমিদের হতাশ করলো। বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এর ফলে আগামী বছর মার্চে এই দল দুটিকে বিশ্বকাপের প্লে-অফ রাউন্ডে খেলতে হবে। এই ম্যাচে যারা জিতবে, তারাই কাতার ফুটবল বিশ্বকাপে খেলবে। নিয়ম অনুযায়ী, বাছাই পর্বে ইউরোপীয় অঞ্চলের লড়াইয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলি।

কিন্তু ইতালি ও পর্তুগাল গ্রুপ রানার্সআপ হওয়ায় তাদেরকে এখন প্লে-অফ খেলতে হবে। সেখানেও আছে যদি-কিন্তু। কারণ, প্লে-অফে খেলবে মোট ১২টি দল। যার মধ্য থেকে কাতারের টিকিট পাবে মাত্র ৩টি দেশ। প্লে-অফ রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে একই গ্রুপে দেশ দুটি। ফলে কাতারের টিকিট পাবে ইতালি ও পর্তুগালের মধ্যে যে কোনো একটি দল। প্লে-অফে ১২টি দলকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ভাগে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইউক্রেন এবং ওয়েলসের বিপক্ষে অস্ট্রিয়া। দ্বিতীয় ভাগে, রাশিয়া বনাম পোল্যান্ড এবং সুইডেন বনাম চেক প্রজাতন্ত্র।  তৃতীয় ভাগে, ইতালি বনাম মেসেডোনিয়া এবং পর্তুগাল বনাম তুরস্ক।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাতার বিশ্বকাপের টিকিট পাবে ইতালি ও পর্তুগালের মধ্যে যে কোনো একটি দল

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ কাতার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফ রাউন্ডের ড্র বিশ্বফুটবল প্রেমিদের হতাশ করলো। বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এর ফলে আগামী বছর মার্চে এই দল দুটিকে বিশ্বকাপের প্লে-অফ রাউন্ডে খেলতে হবে। এই ম্যাচে যারা জিতবে, তারাই কাতার ফুটবল বিশ্বকাপে খেলবে। নিয়ম অনুযায়ী, বাছাই পর্বে ইউরোপীয় অঞ্চলের লড়াইয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলি।

কিন্তু ইতালি ও পর্তুগাল গ্রুপ রানার্সআপ হওয়ায় তাদেরকে এখন প্লে-অফ খেলতে হবে। সেখানেও আছে যদি-কিন্তু। কারণ, প্লে-অফে খেলবে মোট ১২টি দল। যার মধ্য থেকে কাতারের টিকিট পাবে মাত্র ৩টি দেশ। প্লে-অফ রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে একই গ্রুপে দেশ দুটি। ফলে কাতারের টিকিট পাবে ইতালি ও পর্তুগালের মধ্যে যে কোনো একটি দল। প্লে-অফে ১২টি দলকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ভাগে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইউক্রেন এবং ওয়েলসের বিপক্ষে অস্ট্রিয়া। দ্বিতীয় ভাগে, রাশিয়া বনাম পোল্যান্ড এবং সুইডেন বনাম চেক প্রজাতন্ত্র।  তৃতীয় ভাগে, ইতালি বনাম মেসেডোনিয়া এবং পর্তুগাল বনাম তুরস্ক।