০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টানা তিনটি ডার্বি জিতল সবুজ-মেরুন,শততম ডার্বিতে জয় এটিকে মোহনবাগানের

পুবের কলম
  • আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার
  • / 36

উর একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান, অনেকে এই স্থানটিকে ইব্রাহিম (আ ) জন্মস্থান বলে মনে করেন (ফাইল ছবি )

পুবের কলম ওয়েবডেস্ক : গোয়ায় ডার্বির শতবর্ষে এস সি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিল এটিকে মোহনবাগান। এই ডার্বির আগে এস সি ইস্টবেঙ্গলকে নিয়ে যতটা আলোচনা হলো তার ছিটেফোঁটাও দেখাতে পারলেন না লাল-হলুদ ফুটবলাররা।

ম্যাচের শুরুর দিকটা আক্রমণ বেশি শানালেও ইস্টবেঙ্গল রক্ষণ যে একেবারেই ভালো নয় তার চূড়ান্ত নিদর্শন পাওয়া গেল এই ম্যাচ। ম্যাচের ১২ মিনিটে প্রীতম কোটাল এর পাস থেকে দারুন গোল করে এটিকে মোহনবাগান কে এগিয়ে দেন রয় কৃষ্ণা।

ঠিক তার দু মিনিটের মধ্যেই কাউকর পাস থেকে মন বীর সিং ২-০ করেন। ২৩ মিনিটে হাভাস ব্রিগেডের হয়ে তৃতীয় গোলটি করলেন লিস্টন কলাসো। দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা করলেও ইস্টবেঙ্গল আর ম্যাচে ফিরতে পারেনি।

প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্স কে হারানোর পর মরসুমের প্রথম ডার্বিতে জয় এটিকে মোহনবাগান কে চলতি আইএসএলে অনেকটাই এগিয়ে রাখল। অন্যদিকে প্রথম ম্যাচে জামশেদপুর এর সঙ্গে ড্র করার পর ডার্বিতে এটিকে মোহনবাগানের কাছে হেরে বেশ ব্যাকফুটে এস সি ইস্টবেঙ্গল।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টানা তিনটি ডার্বি জিতল সবুজ-মেরুন,শততম ডার্বিতে জয় এটিকে মোহনবাগানের

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : গোয়ায় ডার্বির শতবর্ষে এস সি ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিল এটিকে মোহনবাগান। এই ডার্বির আগে এস সি ইস্টবেঙ্গলকে নিয়ে যতটা আলোচনা হলো তার ছিটেফোঁটাও দেখাতে পারলেন না লাল-হলুদ ফুটবলাররা।

ম্যাচের শুরুর দিকটা আক্রমণ বেশি শানালেও ইস্টবেঙ্গল রক্ষণ যে একেবারেই ভালো নয় তার চূড়ান্ত নিদর্শন পাওয়া গেল এই ম্যাচ। ম্যাচের ১২ মিনিটে প্রীতম কোটাল এর পাস থেকে দারুন গোল করে এটিকে মোহনবাগান কে এগিয়ে দেন রয় কৃষ্ণা।

ঠিক তার দু মিনিটের মধ্যেই কাউকর পাস থেকে মন বীর সিং ২-০ করেন। ২৩ মিনিটে হাভাস ব্রিগেডের হয়ে তৃতীয় গোলটি করলেন লিস্টন কলাসো। দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা করলেও ইস্টবেঙ্গল আর ম্যাচে ফিরতে পারেনি।

প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্স কে হারানোর পর মরসুমের প্রথম ডার্বিতে জয় এটিকে মোহনবাগান কে চলতি আইএসএলে অনেকটাই এগিয়ে রাখল। অন্যদিকে প্রথম ম্যাচে জামশেদপুর এর সঙ্গে ড্র করার পর ডার্বিতে এটিকে মোহনবাগানের কাছে হেরে বেশ ব্যাকফুটে এস সি ইস্টবেঙ্গল।