১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পেগাসাস-কাণ্ডে রাহুল,অভিষেক, পিকে-কে বক্তব্য জানাতে ডাকল রাজ্য সরকারের কমিটি

মাসুদ আলি
  • আপডেট : ৩ ডিসেম্বর ২০২১, শুক্রবার
  • / 89

পুবের কলম ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্টে আগেই অস্বস্তি বেড়েছে কেন্দ্রের ।এবার পেগাসাস কাণ্ডে সক্রিয় হল রাজ্য সরকারের গঠিত কমিশনও । কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর-সহ মোট ২১ জনকে নিজেদেরফ বক্তব্য জানাতে ডাকা হয়েছে। প্রাক্তন সিবিআই কর্তা তথা বিএসএফের ডিজি রাকেশ আস্তানার মতো প্রথম সারির ব্যক্তিত্বকেও ডাকা হয়েছে বলে জানা হয়েছে।

২০১৯ -এর লোকসভা নির্বাচনের আগে ইসরাইলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে বিরোধীদের ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে বিজেপি এবং নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে । বিশ্বের ১৭ টি সংবাদমাধ্যম ১৮ জুলাই ৫০,০০০ জনের তালিকা প্রকাশ করে৷ যার মধ্যে ভারতের ৩০০ জন রাজনৈতিক নেতা, সমাজকর্মী এবং সাংবাদিক সহ একাধিক সংস্থার নাম আসে। এই তদন্ত প্রথম শুরু করে প্যারিসের একটি এনজিও ফরবিডেন স্টোরিজ। যার সঙ্গে যুক্ত ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আরও পড়ুন: দ্বিতীয় দফায় ৬৫ প্রার্থীর নাম ঘোষণা করল জন সুরজ, ‘ঐতিহাসিক’ বললেন পিকে

শুরু থেকেই পেগাসাস ইস্যুতে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন, ফোনে আড়ি পাতা কাণ্ডে আলাদা তদন্ত কমিটি গঠন করবে রাজ্য সরকার। গত ২৬ জুলাই এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর এবং কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ওই কমিটি বেশ কিছুদিন ধরেই তদন্তের কাজ চালাচ্ছে।

আরও পড়ুন: বিহার ভোটের আগে বড় ঘোষণা প্রশান্ত কিশোরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পেগাসাস-কাণ্ডে রাহুল,অভিষেক, পিকে-কে বক্তব্য জানাতে ডাকল রাজ্য সরকারের কমিটি

আপডেট : ৩ ডিসেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : সুপ্রিম কোর্টে আগেই অস্বস্তি বেড়েছে কেন্দ্রের ।এবার পেগাসাস কাণ্ডে সক্রিয় হল রাজ্য সরকারের গঠিত কমিশনও । কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর-সহ মোট ২১ জনকে নিজেদেরফ বক্তব্য জানাতে ডাকা হয়েছে। প্রাক্তন সিবিআই কর্তা তথা বিএসএফের ডিজি রাকেশ আস্তানার মতো প্রথম সারির ব্যক্তিত্বকেও ডাকা হয়েছে বলে জানা হয়েছে।

২০১৯ -এর লোকসভা নির্বাচনের আগে ইসরাইলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে বিরোধীদের ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে বিজেপি এবং নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে । বিশ্বের ১৭ টি সংবাদমাধ্যম ১৮ জুলাই ৫০,০০০ জনের তালিকা প্রকাশ করে৷ যার মধ্যে ভারতের ৩০০ জন রাজনৈতিক নেতা, সমাজকর্মী এবং সাংবাদিক সহ একাধিক সংস্থার নাম আসে। এই তদন্ত প্রথম শুরু করে প্যারিসের একটি এনজিও ফরবিডেন স্টোরিজ। যার সঙ্গে যুক্ত ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আরও পড়ুন: দ্বিতীয় দফায় ৬৫ প্রার্থীর নাম ঘোষণা করল জন সুরজ, ‘ঐতিহাসিক’ বললেন পিকে

শুরু থেকেই পেগাসাস ইস্যুতে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন, ফোনে আড়ি পাতা কাণ্ডে আলাদা তদন্ত কমিটি গঠন করবে রাজ্য সরকার। গত ২৬ জুলাই এ বিষয়ে তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর এবং কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ওই কমিটি বেশ কিছুদিন ধরেই তদন্তের কাজ চালাচ্ছে।

আরও পড়ুন: বিহার ভোটের আগে বড় ঘোষণা প্রশান্ত কিশোরের