০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মালিতে বন্দুক হামলায় নিহত ৩১

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 47

পুবের কলম ওয়েবডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ফের বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে একটি বাসের অন্তত ৩১ যাত্রী মারা গেছেন– আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার দেশটির মধ্যাঞ্চলীয় মোপতি প্রদেশে এই  ঘটনা ঘটে। বাঙ্কাসের মেয়র মৌলায়ে  গুইনদো বলেন– সপ্তাহে দুইবার সাঙ্গো  গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরের বান্দিয়াগারায় যাতায়াত করা বাসটি গ্রামবাসীদের নিয়ে স্থানীয় একটি বাজারে যাচ্ছিল। অস্ত্রধারীরা গাড়িতে গুলি চালিয়ে টায়ার অকার্যকর করে দেয় এবং মানুষজনের ওপর গুলি চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক স্থানীয় কর্মকর্তা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন। জানা যায়– বন্দুকধারীরা প্রথমে গুলি চালিয়ে বাসটির চালককে হত্যা করে– এরপর যাত্রীবোঝাই বাসে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে প্রথম পৌছানো জরুরি বিভাগের কর্মীরা অন্তত ২৫টি পোড়া দেহ উদ্ধার করে  বলে জানা যায়। সোঙ্গো ও  বান্দিয়াগারা মালির মোপতি  অঞ্চলের  কেন্দ্রস্থলে অবস্থিত। উগ্রবাদী সংগঠন আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কারণে  এলাকাটিতে এখন নিয়মিতই সহিংসতা ও প্রাণহানির খবর পাওয়া যায়।

 

আরও পড়ুন: সুদানের বাজারে সেনার হামলায় নিহত অন্তত ৩০

আরও পড়ুন: ভয়াবহ পথ দুর্ঘটনা পাকিস্তানে, নিহত ৩০, আহত কমপক্ষে ১৫

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মালিতে বন্দুক হামলায় নিহত ৩১

আপডেট : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ফের বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে একটি বাসের অন্তত ৩১ যাত্রী মারা গেছেন– আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার দেশটির মধ্যাঞ্চলীয় মোপতি প্রদেশে এই  ঘটনা ঘটে। বাঙ্কাসের মেয়র মৌলায়ে  গুইনদো বলেন– সপ্তাহে দুইবার সাঙ্গো  গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরের বান্দিয়াগারায় যাতায়াত করা বাসটি গ্রামবাসীদের নিয়ে স্থানীয় একটি বাজারে যাচ্ছিল। অস্ত্রধারীরা গাড়িতে গুলি চালিয়ে টায়ার অকার্যকর করে দেয় এবং মানুষজনের ওপর গুলি চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক স্থানীয় কর্মকর্তা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন। জানা যায়– বন্দুকধারীরা প্রথমে গুলি চালিয়ে বাসটির চালককে হত্যা করে– এরপর যাত্রীবোঝাই বাসে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে প্রথম পৌছানো জরুরি বিভাগের কর্মীরা অন্তত ২৫টি পোড়া দেহ উদ্ধার করে  বলে জানা যায়। সোঙ্গো ও  বান্দিয়াগারা মালির মোপতি  অঞ্চলের  কেন্দ্রস্থলে অবস্থিত। উগ্রবাদী সংগঠন আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কারণে  এলাকাটিতে এখন নিয়মিতই সহিংসতা ও প্রাণহানির খবর পাওয়া যায়।

 

আরও পড়ুন: সুদানের বাজারে সেনার হামলায় নিহত অন্তত ৩০

আরও পড়ুন: ভয়াবহ পথ দুর্ঘটনা পাকিস্তানে, নিহত ৩০, আহত কমপক্ষে ১৫