০৩ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মেসি গোল করলেও ধাক্কা খেল পিএসজি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ ডিসেম্বর ২০২১, রবিবার
  • / 190

পুবের কলম ওয়েবডেস্কঃ লিগ ওয়ানের ম্যাচে আবারও হতাশা নিয়ে মাঠ ছাড়ল প্যারিস সেইন্ট জার্মেইন। শনিবার রাতে লেঁস-এর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। অবশ্য এখনো তাদের দখলেই রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। চোটের কারণে এ ম্যাচে ছিলেন না নেইমার। কিলিয়ান এমবাপ্পেকে বেঞ্চে রেখে তিন আর্জেন্টাইন লিওনেল মেসি, মাউরো ইকার্দি ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়ে আক্রমণভাগ সাজান কোচ পচেত্তিনো।অষ্টম মিনিটে প্রথম ভালো সুযোগটা পায় লেঁস। তবে বক্সের ভেতর থেকে উড়িয়ে মেরে হতাশ করেন ফরাসি ডিফেন্ডার জোনাথন। ১৬ মিনিটে বক্সে ঢুকে ডি মারিয়ার উদ্দেশে ক্রস বাড়ান মেসি। হেডে ক্লিয়ার করেন প্রতিপক্ষের ডিফেন্ডার।২৪ থেকে ৩০ মিনিটের মধ্যে অন্তত তিনটি সেভ করে জাল অক্ষত রাখেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস।

বিরতির আগে গোলের দুটি ভালো সুযোগ পায় সফরকারীরা। মেসির ক্রসে কাছ থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি ইকার্দি। দ্বিতীয়ার্ধে পরিষ্কার সুযোগ তৈরি করতে ভুগছিল পিএসজি। ৬২তম মিনিটে গোল হজম করে তারা। বক্সের বাইরে থেকে সিকো ফোফানার শট ঠেকানোর মতোই ছিল। কিন্তু নাভাসের হাত ফসকে বল জালে জড়ায়।আক্রমণের শুরুতে প্রতিপক্ষ খেলোয়াড়ের চ্যালেঞ্জে মেসি পড়ে গিয়েছিলেন। অসন্তুষ্ট দেখা যায় তাকে। গোলের প্রতিবাদ জানিয়ে হলুদ কার্ড দেখেন মার্কো ভেরাত্তি। ৭০তম মিনিটে ইকার্দিকে তুলে এমবাপ্পেকে ও লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় জর্জিনিয়ো উইজনালডুমকে নামান পিএসজি কোচ। এই দুজনের নৈপুণ্যেই যোগ করা সময়ে সমতা টানে পিএসজি। ফরাসি ফরোয়ার্ডের ক্রসে কাছ থেকে হেডে গোলটি করেন ডাচ মিডফিল্ডার উইজনালডুম।এতে ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।

আরও পড়ুন: উত্তরবঙ্গের জন্য ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দেবেন মেসি

 

আরও পড়ুন: আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি

আরও পড়ুন: মারাকানায় ওতামেন্দির গোলে শেষ হাসি মেসিদের
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেসি গোল করলেও ধাক্কা খেল পিএসজি

আপডেট : ৫ ডিসেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ লিগ ওয়ানের ম্যাচে আবারও হতাশা নিয়ে মাঠ ছাড়ল প্যারিস সেইন্ট জার্মেইন। শনিবার রাতে লেঁস-এর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। অবশ্য এখনো তাদের দখলেই রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। চোটের কারণে এ ম্যাচে ছিলেন না নেইমার। কিলিয়ান এমবাপ্পেকে বেঞ্চে রেখে তিন আর্জেন্টাইন লিওনেল মেসি, মাউরো ইকার্দি ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়ে আক্রমণভাগ সাজান কোচ পচেত্তিনো।অষ্টম মিনিটে প্রথম ভালো সুযোগটা পায় লেঁস। তবে বক্সের ভেতর থেকে উড়িয়ে মেরে হতাশ করেন ফরাসি ডিফেন্ডার জোনাথন। ১৬ মিনিটে বক্সে ঢুকে ডি মারিয়ার উদ্দেশে ক্রস বাড়ান মেসি। হেডে ক্লিয়ার করেন প্রতিপক্ষের ডিফেন্ডার।২৪ থেকে ৩০ মিনিটের মধ্যে অন্তত তিনটি সেভ করে জাল অক্ষত রাখেন পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস।

বিরতির আগে গোলের দুটি ভালো সুযোগ পায় সফরকারীরা। মেসির ক্রসে কাছ থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি ইকার্দি। দ্বিতীয়ার্ধে পরিষ্কার সুযোগ তৈরি করতে ভুগছিল পিএসজি। ৬২তম মিনিটে গোল হজম করে তারা। বক্সের বাইরে থেকে সিকো ফোফানার শট ঠেকানোর মতোই ছিল। কিন্তু নাভাসের হাত ফসকে বল জালে জড়ায়।আক্রমণের শুরুতে প্রতিপক্ষ খেলোয়াড়ের চ্যালেঞ্জে মেসি পড়ে গিয়েছিলেন। অসন্তুষ্ট দেখা যায় তাকে। গোলের প্রতিবাদ জানিয়ে হলুদ কার্ড দেখেন মার্কো ভেরাত্তি। ৭০তম মিনিটে ইকার্দিকে তুলে এমবাপ্পেকে ও লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় জর্জিনিয়ো উইজনালডুমকে নামান পিএসজি কোচ। এই দুজনের নৈপুণ্যেই যোগ করা সময়ে সমতা টানে পিএসজি। ফরাসি ফরোয়ার্ডের ক্রসে কাছ থেকে হেডে গোলটি করেন ডাচ মিডফিল্ডার উইজনালডুম।এতে ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।

আরও পড়ুন: উত্তরবঙ্গের জন্য ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দেবেন মেসি

 

আরও পড়ুন: আমি শারীরিকভাবে প্রস্তুত থাকলেই বিশ্বকাপে খেলব : মেসি

আরও পড়ুন: মারাকানায় ওতামেন্দির গোলে শেষ হাসি মেসিদের