০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আমন্ত্রণ পেয়েও নেপাল সফরে যাওয়া হল না মমতার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, শুক্রবার
  • / 40

পুবের কলম, ওয়েবডেস্কঃ আমন্ত্রণ পাওয়ার পরেও নেপাল যাওয়া হল না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেপালি কংগ্রেস থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ছাড়পত্র না মেলায় যাওয়া হল না। এর আগেও রোম ও চিন যাওয়ার জন্য আমন্ত্রিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

এবারেও মুখ্যমন্ত্রীর নেপাল সফরে ছাড়পত্র দিল না বিদেশমন্ত্রক। নেপাল জাতীয় কংগ্রেসের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত নেপালে সফরে থাকার কথা ছিল তাঁর। নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই কনভেনশন হ‌চ্ছে। কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানেই আমন্ত্রণ জানান হয় তাঁকে। সেইমতো শুক্রবারই তাঁর কাঠমান্ডু যাওয়ার কথা ছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ পত্র পাঠান নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট তথা বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দুর্বা। নেপালি কংগ্রেসের ন্যাশনাল কনভেনশন রয়েছে ১১ ডিসেম্বর। নেপালে যেতে যেহেতু পাসপোর্ট লাগে না, ভিসাই যথেষ্ট।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

সূত্রের খবর, করোনা পরিস্থিতির কারণে সে অনুমতি দেয়নি বিদেশমন্ত্রক।  এর আগে এই বছর‌ই রোমের সান্তিয়াগোতে ওয়ার্ল্ড পিস সামিটে আমন্ত্রণ পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই এই আমন্ত্রণ জানানো হয়েছিল। বিদেশ মন্ত্রকের ছাড়পত্র না পাওয়ায় তখন রোম যেতে পারেননি তিনি। তার আগে চিন সফরে যাওয়ার ছাড়পত্র‌ও দেওয়া হয়নি কেন্দ্রের তরফে।

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমন্ত্রণ পেয়েও নেপাল সফরে যাওয়া হল না মমতার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আমন্ত্রণ পাওয়ার পরেও নেপাল যাওয়া হল না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেপালি কংগ্রেস থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বিদেশমন্ত্রকের পক্ষ থেকে ছাড়পত্র না মেলায় যাওয়া হল না। এর আগেও রোম ও চিন যাওয়ার জন্য আমন্ত্রিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

এবারেও মুখ্যমন্ত্রীর নেপাল সফরে ছাড়পত্র দিল না বিদেশমন্ত্রক। নেপাল জাতীয় কংগ্রেসের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত নেপালে সফরে থাকার কথা ছিল তাঁর। নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই কনভেনশন হ‌চ্ছে। কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানেই আমন্ত্রণ জানান হয় তাঁকে। সেইমতো শুক্রবারই তাঁর কাঠমান্ডু যাওয়ার কথা ছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ পত্র পাঠান নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট তথা বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দুর্বা। নেপালি কংগ্রেসের ন্যাশনাল কনভেনশন রয়েছে ১১ ডিসেম্বর। নেপালে যেতে যেহেতু পাসপোর্ট লাগে না, ভিসাই যথেষ্ট।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

সূত্রের খবর, করোনা পরিস্থিতির কারণে সে অনুমতি দেয়নি বিদেশমন্ত্রক।  এর আগে এই বছর‌ই রোমের সান্তিয়াগোতে ওয়ার্ল্ড পিস সামিটে আমন্ত্রণ পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই এই আমন্ত্রণ জানানো হয়েছিল। বিদেশ মন্ত্রকের ছাড়পত্র না পাওয়ায় তখন রোম যেতে পারেননি তিনি। তার আগে চিন সফরে যাওয়ার ছাড়পত্র‌ও দেওয়া হয়নি কেন্দ্রের তরফে।

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি