২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিরাট বিস্ফোরণঃঅধিনায়কত্ব খোয়ানো নিয়ে কি বললেন কোহলি?

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 30

পুবের কলম ওয়েবডেস্ক:  ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁকে সরিয়ে দেওয়ার পরে সবার আগ্রহ ছিল স্বয়ং বিরাট কোহলি কি বলেন তা শোনার। কয়েকদিন চুপচাপ থাকার পরে অবশেষে এই নিয়ে মুখ খুললেন কোহলি– এবং তিনি জানিয়ে দিলেন– দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা করার ঘন্টা খানেক আগে তাঁকে ফোন করে নির্বাচকেরা জানান– তিনি আর একদিনের দলের অধিনায়ক থাকছেন না। তবে এই ভাবে তাঁকে সরানোটা যে তিনি ভালোভাবে নেননি  সেটাও জানিয়ে দেন কোহলি।

বুধবার সাংবাদিক  সম্মেলনে কোহলি বলেন– ‘আমি বুঝতে পারছি– কেন আমাকে সরানো য়েছে। বিসিসিআই ঠিক সিদ্ধান্তই গ্রহণ করেছে। তবে এই বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে আমার কোনও  কথা হয়নি। টেস্ট দল নির্বাচনের ঘন্টাখানেক আগে আমাকে ফোন করে  নির্বাচকের জানান– আমি আর এক দিনের দলের অধিনায়ক থাকছি না। উত্তরে আমি বলি– ঠিক আছে। ’ কোহলির বক্তব্যে পরিস্কার– কোনও  আলোচনা না করেই ওয়ানডে দলের অধিনায়ক পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়া

এদিকে শোনা যাচ্ছিল– দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলবেন না  কোহলি। মেয়ের জন্মদিন উপলক্ষ্যে তিনি নাকি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। পরে জানা যায়– কোহলি বোর্ডের কাছে এই ধরণের  কোনও অনুরোধ করেননি। এদিন অবশ্য সেই জল্পনায় জল ঢেলে দিয়ে ভারতীয় টেস্ট  দলের অধিনায়ক জানিয়ে দেন–  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তিনি  খেলবেন।

আরও পড়ুন: চাঁদের মাটিতে ভারত, ‘বিক্রম’ এর সফল অবতরণে হাততালি বুমরাহ ব্রিগেডের

আরও পড়ুন: ৪৫ নম্বর সেঞ্চুরিতে বিরাট ভাঙলেন শচীনের রেকর্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরাট বিস্ফোরণঃঅধিনায়কত্ব খোয়ানো নিয়ে কি বললেন কোহলি?

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক:  ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁকে সরিয়ে দেওয়ার পরে সবার আগ্রহ ছিল স্বয়ং বিরাট কোহলি কি বলেন তা শোনার। কয়েকদিন চুপচাপ থাকার পরে অবশেষে এই নিয়ে মুখ খুললেন কোহলি– এবং তিনি জানিয়ে দিলেন– দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা করার ঘন্টা খানেক আগে তাঁকে ফোন করে নির্বাচকেরা জানান– তিনি আর একদিনের দলের অধিনায়ক থাকছেন না। তবে এই ভাবে তাঁকে সরানোটা যে তিনি ভালোভাবে নেননি  সেটাও জানিয়ে দেন কোহলি।

বুধবার সাংবাদিক  সম্মেলনে কোহলি বলেন– ‘আমি বুঝতে পারছি– কেন আমাকে সরানো য়েছে। বিসিসিআই ঠিক সিদ্ধান্তই গ্রহণ করেছে। তবে এই বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে আমার কোনও  কথা হয়নি। টেস্ট দল নির্বাচনের ঘন্টাখানেক আগে আমাকে ফোন করে  নির্বাচকের জানান– আমি আর এক দিনের দলের অধিনায়ক থাকছি না। উত্তরে আমি বলি– ঠিক আছে। ’ কোহলির বক্তব্যে পরিস্কার– কোনও  আলোচনা না করেই ওয়ানডে দলের অধিনায়ক পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ সফরে টিম ইন্ডিয়া

এদিকে শোনা যাচ্ছিল– দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলবেন না  কোহলি। মেয়ের জন্মদিন উপলক্ষ্যে তিনি নাকি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। পরে জানা যায়– কোহলি বোর্ডের কাছে এই ধরণের  কোনও অনুরোধ করেননি। এদিন অবশ্য সেই জল্পনায় জল ঢেলে দিয়ে ভারতীয় টেস্ট  দলের অধিনায়ক জানিয়ে দেন–  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তিনি  খেলবেন।

আরও পড়ুন: চাঁদের মাটিতে ভারত, ‘বিক্রম’ এর সফল অবতরণে হাততালি বুমরাহ ব্রিগেডের

আরও পড়ুন: ৪৫ নম্বর সেঞ্চুরিতে বিরাট ভাঙলেন শচীনের রেকর্ড