০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘কাজ না করলে সরে যেতে হবে ‘ প্রচার থেকেই দলীয় প্রার্থীদের কড়া বার্তা মমতার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 33

পুবের কলম, ওয়েবডেস্কঃ গোয়া থেকে কলকাতায় ফিরেই কলকাতায় ফুলবাগানে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রথম প্রচার থেকে দলীয় প্রার্থীদের কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী। এদিন তিনি বলেন, সাংসদ, বিধায়করা সব কাজ করতে পারেন না, যেখানে কাউন্সিলরের কাজ সেখানে তাদের প্রথমে যেতে হবে।

বাড়ি তৈরির সামগ্রী কে কোথা থেকে কিনবেন, কে কোন এলাকায় বাড়ি করবে, তা তা কাউন্সিলর ঠিক করে দেবে না। কাজ করে দেওয়ার জন্য মুখ দেখতে হবে কেন? আমার কাজে কোনও আবেদন এলে আমি খতিয়ে দেখে কাজ করি। আপনারাও কাজ খতিয়ে দেখে করে দেবেন। আমি চাই আগামীদিনে অনলাইনে আবেদন করুক সবাই। সাতদিনের মধ্যেই কাজ করে দিতে চাই।  এদিন মমতা কাউন্সিলরদের উদ্দেশে বলেন, কাজ না করলে সরে যেতে হবে। মমতা এদিন জোরালো কন্ঠে বলেন, আমি ১৪৪ ওয়ার্ডের সব কাউন্সিলরদের উদ্দেশ্যেই এই কথা বলছি।

আরও পড়ুন: ২০৩৪-এর আগে ‘এক দেশ এক ভোট’ সম্ভব নয়, জানালেন সংসদীয় কমিটির প্রধান

 

আরও পড়ুন: বিজেপি ঘাঁটির ১০ সমবায় সমিতির দখল নিল তৃণমূল

'কাজ না করলে সরে যেতে হবে ' প্রচার থেকেই দলীয় প্রার্থীদের কড়া বার্তা মমতার

আরও পড়ুন: রামনবমীর শুভেচ্ছা মোদি-মমতা-রাহুলের, শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

 

ফের একবার রাজ্যে উন্নয়ন তুলে ধরে তৃণমূল নেত্রী বলেন, কলকাতা দুঃস্বপ্নের নয়, কলকাতা এখন স্বপ্নের শহর। পানীয় জলের উন্নয়ন করা হচ্ছে। কলকাতায় পানীয় জলের কোনও অভাব থাকবে না। ৬০০ কোটি টাকা দিয়ে টাকা ট্যাঙ্ককে ঢেলে সাজানো হচ্ছে। কলকাতায় আরও পাম্পিং স্টেশনে বাড়ানো হবে।

এদিন মমতা ওমিক্রন নিয়ে রাজ্যবাসীকে সাবধান করে বলেন, টিকাকরণে বাংলা শীর্ষে। যারা এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি তারা তাড়াতাড়ি গিয়ে টিকা নিয়ে নেবেন। কারণ ওমিক্রন মারাত্মক না হলেও ছোঁয়াচে।

এদিন মঞ্চ থেকে সকল রাজ্যবাসীর উদ্দেশে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘কাজ না করলে সরে যেতে হবে ‘ প্রচার থেকেই দলীয় প্রার্থীদের কড়া বার্তা মমতার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ গোয়া থেকে কলকাতায় ফিরেই কলকাতায় ফুলবাগানে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রথম প্রচার থেকে দলীয় প্রার্থীদের কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী। এদিন তিনি বলেন, সাংসদ, বিধায়করা সব কাজ করতে পারেন না, যেখানে কাউন্সিলরের কাজ সেখানে তাদের প্রথমে যেতে হবে।

বাড়ি তৈরির সামগ্রী কে কোথা থেকে কিনবেন, কে কোন এলাকায় বাড়ি করবে, তা তা কাউন্সিলর ঠিক করে দেবে না। কাজ করে দেওয়ার জন্য মুখ দেখতে হবে কেন? আমার কাজে কোনও আবেদন এলে আমি খতিয়ে দেখে কাজ করি। আপনারাও কাজ খতিয়ে দেখে করে দেবেন। আমি চাই আগামীদিনে অনলাইনে আবেদন করুক সবাই। সাতদিনের মধ্যেই কাজ করে দিতে চাই।  এদিন মমতা কাউন্সিলরদের উদ্দেশে বলেন, কাজ না করলে সরে যেতে হবে। মমতা এদিন জোরালো কন্ঠে বলেন, আমি ১৪৪ ওয়ার্ডের সব কাউন্সিলরদের উদ্দেশ্যেই এই কথা বলছি।

আরও পড়ুন: ২০৩৪-এর আগে ‘এক দেশ এক ভোট’ সম্ভব নয়, জানালেন সংসদীয় কমিটির প্রধান

 

আরও পড়ুন: বিজেপি ঘাঁটির ১০ সমবায় সমিতির দখল নিল তৃণমূল

'কাজ না করলে সরে যেতে হবে ' প্রচার থেকেই দলীয় প্রার্থীদের কড়া বার্তা মমতার

আরও পড়ুন: রামনবমীর শুভেচ্ছা মোদি-মমতা-রাহুলের, শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

 

ফের একবার রাজ্যে উন্নয়ন তুলে ধরে তৃণমূল নেত্রী বলেন, কলকাতা দুঃস্বপ্নের নয়, কলকাতা এখন স্বপ্নের শহর। পানীয় জলের উন্নয়ন করা হচ্ছে। কলকাতায় পানীয় জলের কোনও অভাব থাকবে না। ৬০০ কোটি টাকা দিয়ে টাকা ট্যাঙ্ককে ঢেলে সাজানো হচ্ছে। কলকাতায় আরও পাম্পিং স্টেশনে বাড়ানো হবে।

এদিন মমতা ওমিক্রন নিয়ে রাজ্যবাসীকে সাবধান করে বলেন, টিকাকরণে বাংলা শীর্ষে। যারা এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি তারা তাড়াতাড়ি গিয়ে টিকা নিয়ে নেবেন। কারণ ওমিক্রন মারাত্মক না হলেও ছোঁয়াচে।

এদিন মঞ্চ থেকে সকল রাজ্যবাসীর উদ্দেশে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।