২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকা রওয়ানা হল টিম ইন্ডিয়া

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 54

ঃপুবের কলম  একদিনের দলের অধিনায়কত্ব থেকে তাঁকে সরানো নিয়ে বুধবারই বোমা ফাটিয়েছেন বিরাট কোহলি। এই সব কান্ডের মধ্যে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরই যেন পিছনের সারিতে চলে গিয়েছে। বিরাট-বিসিসিআই ইস্যুতে দেশের ক্রিকেট মহল  সরগরম থাকা অবস্থাতেই বৃহস্পতিবার তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার  উদ্দেশ্যে রওয়ানা হল টিম ইন্ডিয়া। ২৬ ডিসেম্বর প্রথম টেস্টে মুখোমুখি  হবে দু’দল।

টিম ইন্ডিয়ার রওয়ানা হওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট  করে বিসিসিআই লিখেছে – ‘সবাই তৈরি– দক্ষিণ আফ্রিকার জন্য।’ প্রসঙ্গত– টেস্ট সিরিজে ভারত পাবে না দলের সহ -অধিনায়ক রোহিত শর্মাকে।

আরও পড়ুন: চোকার্স তকমা মুছিয়ে টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

চোটের জন্য দলে নেই ‘হিটম্যান’। বুধবারই সতীর্থকে মিস করবেন জানিয়ে অধিনায়ক কোহলি বলেন– ‘ টেস্ট সিরিজে রোহিতের অভাব অনুভুত হবে। ইংল্যান্ডে রোহিত নিজেকে টেস্ট ক্রিকেটার হিসেবে প্রমাণ করেছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের

 

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা থেকে আরও ৮টি চিতা আনা হচ্ছে, ৪টি চিতা মে মাসে আসবে

যে কোনও ম্যাচে ওপেনিং জুটি গুরুত্বপূর্ণ। রোহিতের ক্ষমতা সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহল। আশা করব– ও তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরবে।’  উল্লে্খ্য – রোহিতের জায়গায় দলে নেওয়া হয়েছে  প্রিয়ঙ্ক পাঞ্চালকে।

একইসঙ্গে টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন– ময়াঙ্ক আগরওয়াল এবং কে এল রাহুলের কাছে সুযোগ থাকবে এই সিরিজে। কোহলি বলেন– ‘ময়াঙ্ক ও রাহুলের কাছে এই সিরিজে বড় সুযোগ। ওরা দু’জনেই ভালো খেলছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওদের সেটাই করতে হবে।’

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ আফ্রিকা রওয়ানা হল টিম ইন্ডিয়া

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

ঃপুবের কলম  একদিনের দলের অধিনায়কত্ব থেকে তাঁকে সরানো নিয়ে বুধবারই বোমা ফাটিয়েছেন বিরাট কোহলি। এই সব কান্ডের মধ্যে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরই যেন পিছনের সারিতে চলে গিয়েছে। বিরাট-বিসিসিআই ইস্যুতে দেশের ক্রিকেট মহল  সরগরম থাকা অবস্থাতেই বৃহস্পতিবার তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার  উদ্দেশ্যে রওয়ানা হল টিম ইন্ডিয়া। ২৬ ডিসেম্বর প্রথম টেস্টে মুখোমুখি  হবে দু’দল।

টিম ইন্ডিয়ার রওয়ানা হওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট  করে বিসিসিআই লিখেছে – ‘সবাই তৈরি– দক্ষিণ আফ্রিকার জন্য।’ প্রসঙ্গত– টেস্ট সিরিজে ভারত পাবে না দলের সহ -অধিনায়ক রোহিত শর্মাকে।

আরও পড়ুন: চোকার্স তকমা মুছিয়ে টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

চোটের জন্য দলে নেই ‘হিটম্যান’। বুধবারই সতীর্থকে মিস করবেন জানিয়ে অধিনায়ক কোহলি বলেন– ‘ টেস্ট সিরিজে রোহিতের অভাব অনুভুত হবে। ইংল্যান্ডে রোহিত নিজেকে টেস্ট ক্রিকেটার হিসেবে প্রমাণ করেছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের

 

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা থেকে আরও ৮টি চিতা আনা হচ্ছে, ৪টি চিতা মে মাসে আসবে

যে কোনও ম্যাচে ওপেনিং জুটি গুরুত্বপূর্ণ। রোহিতের ক্ষমতা সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহল। আশা করব– ও তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরবে।’  উল্লে্খ্য – রোহিতের জায়গায় দলে নেওয়া হয়েছে  প্রিয়ঙ্ক পাঞ্চালকে।

একইসঙ্গে টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন– ময়াঙ্ক আগরওয়াল এবং কে এল রাহুলের কাছে সুযোগ থাকবে এই সিরিজে। কোহলি বলেন– ‘ময়াঙ্ক ও রাহুলের কাছে এই সিরিজে বড় সুযোগ। ওরা দু’জনেই ভালো খেলছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওদের সেটাই করতে হবে।’