২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কোহলি ইস্যুতে সৌরভকে নিজের সময়ের কথা মনে করালেন কীর্তি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 44

পুবের কলম প্রতিবেদক ঃ জাতীয় ক্রিকেট দলে ওয়ানডে ফরম্যাটে বিরাট কোহলিকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে বিতর্ক থামতেই চাইছে না। এদিকে ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ানে কোহলির নেতৃত্বে  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া।

এ দিকে– বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ  গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলি ইস্যু নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন তারকা  তথা প্রাক্তন জাতীয় নির্বাচক কীর্ত আজাদ। সৌরভের দিকে তাঁর তীর– ‘বোর্ড  প্রেসিডেন্টের নিজের পুরনো দিনের কথাগুলি মনে রাখা উচিৎ ছিল।’ প্রসঙ্গত– ভারতীয় ক্রিকেটে যখন  সৌরভ গঙ্গোপাধ্যায় এবং গ্রেগ চ্যাপেল বিতর্ক চলছে তখন  জাতীয় নির্বাচক ছিলেন কীর্তি আজাদ।

আরও পড়ুন: ৪৫ নম্বর সেঞ্চুরিতে বিরাট ভাঙলেন শচীনের রেকর্ড

বিরাট ইস্যুতে কীর্তি বলেন– ‘আমার মনে আছে কিভাবে বিষেণ সিং বেদীর ক্যাপ্টেন্সি চলে গিয়েছিল। কিভাবে সরানো হয়েছিল সুনীল গাভাসকরকে। সৌরভ অন্তত  নিজের অভিজ্ঞতার কথা মাথায় রেখে  কোহলির ব্যাপারটা উপলব্ধি করতে পারত।’ এরই  সঙ্গে কীর্তির সংযোজন– ‘চ্যাপেলের সময় যখন সৌরভকে ক্যাপ্টেন থেকে সরিয়ে  দেওয়া হয়– তখন  আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম। নিজে এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে বলেই ওর উচিৎ ছিল– অনেক আগেই কোহলির সঙ্গে কথা বলা। এতে কোনও সন্দেহ নেই যে– বিরাট একজন স্পেশ্যাল ক্রিকেটার। ও তরুণ  ক্রিকেটারের কাছে উদাহরণ স্বরুপ। ’

আরও পড়ুন: বিরাট  কৃতিত্ব:  বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে ছুঁলেন চার হাজার রানের মাইলস্টোন

 

আরও পড়ুন: মাত্র ২৭  সেকেন্ড! আতঙ্কিত বিরাট, তারপর কি হল দেখুন ভাইরাল ভিডিও

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোহলি ইস্যুতে সৌরভকে নিজের সময়ের কথা মনে করালেন কীর্তি

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম প্রতিবেদক ঃ জাতীয় ক্রিকেট দলে ওয়ানডে ফরম্যাটে বিরাট কোহলিকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে বিতর্ক থামতেই চাইছে না। এদিকে ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ানে কোহলির নেতৃত্বে  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া।

এ দিকে– বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ  গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলি ইস্যু নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন তারকা  তথা প্রাক্তন জাতীয় নির্বাচক কীর্ত আজাদ। সৌরভের দিকে তাঁর তীর– ‘বোর্ড  প্রেসিডেন্টের নিজের পুরনো দিনের কথাগুলি মনে রাখা উচিৎ ছিল।’ প্রসঙ্গত– ভারতীয় ক্রিকেটে যখন  সৌরভ গঙ্গোপাধ্যায় এবং গ্রেগ চ্যাপেল বিতর্ক চলছে তখন  জাতীয় নির্বাচক ছিলেন কীর্তি আজাদ।

আরও পড়ুন: ৪৫ নম্বর সেঞ্চুরিতে বিরাট ভাঙলেন শচীনের রেকর্ড

বিরাট ইস্যুতে কীর্তি বলেন– ‘আমার মনে আছে কিভাবে বিষেণ সিং বেদীর ক্যাপ্টেন্সি চলে গিয়েছিল। কিভাবে সরানো হয়েছিল সুনীল গাভাসকরকে। সৌরভ অন্তত  নিজের অভিজ্ঞতার কথা মাথায় রেখে  কোহলির ব্যাপারটা উপলব্ধি করতে পারত।’ এরই  সঙ্গে কীর্তির সংযোজন– ‘চ্যাপেলের সময় যখন সৌরভকে ক্যাপ্টেন থেকে সরিয়ে  দেওয়া হয়– তখন  আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম। নিজে এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে বলেই ওর উচিৎ ছিল– অনেক আগেই কোহলির সঙ্গে কথা বলা। এতে কোনও সন্দেহ নেই যে– বিরাট একজন স্পেশ্যাল ক্রিকেটার। ও তরুণ  ক্রিকেটারের কাছে উদাহরণ স্বরুপ। ’

আরও পড়ুন: বিরাট  কৃতিত্ব:  বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে ছুঁলেন চার হাজার রানের মাইলস্টোন

 

আরও পড়ুন: মাত্র ২৭  সেকেন্ড! আতঙ্কিত বিরাট, তারপর কি হল দেখুন ভাইরাল ভিডিও