পুবের কলম, ওয়েবডেস্কঃ হাতে আর মাত্র পাঁচটা দিন। ক্রিসমাসের একটা দিন পরেই আই লিগ অভিযানে নেমে পড়বে মহামেডান স্পোর্টিং। প্রথম প্রতিপক্ষ দিল্লির সুদেভা এফসি। আর সেই ম্যাচে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত সাদাকালো ব্রিগেডের ফুটবলাররা। ৫ দিন টানা কোয়ারেন্টাইনে থাকার পর অবশেষে বুধবার অনুশীলনে নামলেন মহামেডান ফুটবলাররা।

কোয়ারেন্টাইন পর্বে হোটেলের মধ্যেই জিমে ব্যস্ত ছিলেন ফয়জল, মার্কাসরা। স্ট্রেচিং,জগিং, বল নিয়ে অনুশীলন সবই চলল। ফুটবলারদের বিশেষভাবে উৎসাহিত করলেন কোচ এবং বাকি সাপোর্ট স্টাফরা। মহামেডান কোচ এদিন প্রতিটি ফুটবলারের শারীরিক সক্ষমতা বিশেষভাবে দেখে নিলেন। পাশাপাশি বল নিয়ে অনুশীলনের সময়ও প্রতিটি ফুটবলারকে আলাদা করে নজর করলেন তিনি। উল্লেখ্য গত বার মহামেডান শেষ করেছিল ৬ নম্বরে । এবার তাই বিশেষ সতর্ক সাদাকালো ব্রিগেড। সুদেভা তুলনামূলক কমজোর প্রতিপক্ষ হলেও প্রতি ম্যাচকেই পাখির চোখ করছেন সাদাকালো কোচ এবং ফুটবলাররা।



































