২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওমিক্রন থেকে সুরক্ষা দিতে কোহলিদের থাকতে আস্ত হোটেল দিল দক্ষিণ আফ্রিকা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 83

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতীয় দল ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরইমধ্যে সেখানে করোনা পরিস্থিতি দিনের পর দিন খারাপ হচ্ছে। শেষ পর্যন্ত করোনা পরিস্থিতির অবনতি হলে সীমান্ত বন্ধ করে দেবে দক্ষিণ আফ্রিকা সরকার। তবে এ ব্যাপারে কোহলিদের কোনও দুশ্চিন্তা নেই বলে জানিয়েছে তারা। পরিস্থিতি খারাপ হলে সীমান্ত খূলে সফরকারিদের দেশে পাঠানোর ব্যবস্থা করার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। পাশাপাশি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে কোহলিদের সুরক্ষা দিতে ক্রিকেটার ও কোচিং স্টাফদের জন্য ‘ইরেন কাউন্ট্রি লজ’ নামে একটি হোটেলের পুরোটা ভাড়া নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: চোকার্স তকমা মুছিয়ে টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। দক্ষিণ আফ্রিকাও করোনার এই নতুন ঢেউ নিয়ে শঙ্কিত। যার ফলে আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে চলা প্রথম টেস্ট ম্যাচটি ‌‘ক্লোজ ডোর’ বা দর্শকবিহীন গ্যালারি নিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সব ধরনের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এত সবের পরও যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে চাইলে ভারতীয় দল দ্রুত দেশে ফিরে আসতে পারবে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. শোয়েব মাজরা নিশ্চিত করেছেন এই তথ্য। একই সঙ্গে ভারতীয় দলের জন্য আস্ত একটি হোটেল ভাড়া নেওয়া হয়েছে।যেখানে বাইরের কোনো মানুষের প্রবেশাধিকার এমনকি খাবার আনারও অনুমতি নেই। হোটেলের ভিতরে থাকা খেলোয়াড়-স্টাফদের নিয়মিত করোনা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের

 

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা থেকে আরও ৮টি চিতা আনা হচ্ছে, ৪টি চিতা মে মাসে আসবে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওমিক্রন থেকে সুরক্ষা দিতে কোহলিদের থাকতে আস্ত হোটেল দিল দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতীয় দল ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরইমধ্যে সেখানে করোনা পরিস্থিতি দিনের পর দিন খারাপ হচ্ছে। শেষ পর্যন্ত করোনা পরিস্থিতির অবনতি হলে সীমান্ত বন্ধ করে দেবে দক্ষিণ আফ্রিকা সরকার। তবে এ ব্যাপারে কোহলিদের কোনও দুশ্চিন্তা নেই বলে জানিয়েছে তারা। পরিস্থিতি খারাপ হলে সীমান্ত খূলে সফরকারিদের দেশে পাঠানোর ব্যবস্থা করার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। পাশাপাশি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে কোহলিদের সুরক্ষা দিতে ক্রিকেটার ও কোচিং স্টাফদের জন্য ‘ইরেন কাউন্ট্রি লজ’ নামে একটি হোটেলের পুরোটা ভাড়া নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: চোকার্স তকমা মুছিয়ে টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। দক্ষিণ আফ্রিকাও করোনার এই নতুন ঢেউ নিয়ে শঙ্কিত। যার ফলে আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হতে চলা প্রথম টেস্ট ম্যাচটি ‌‘ক্লোজ ডোর’ বা দর্শকবিহীন গ্যালারি নিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সব ধরনের পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এত সবের পরও যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে চাইলে ভারতীয় দল দ্রুত দেশে ফিরে আসতে পারবে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. শোয়েব মাজরা নিশ্চিত করেছেন এই তথ্য। একই সঙ্গে ভারতীয় দলের জন্য আস্ত একটি হোটেল ভাড়া নেওয়া হয়েছে।যেখানে বাইরের কোনো মানুষের প্রবেশাধিকার এমনকি খাবার আনারও অনুমতি নেই। হোটেলের ভিতরে থাকা খেলোয়াড়-স্টাফদের নিয়মিত করোনা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের

 

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বতসোয়ানা থেকে আরও ৮টি চিতা আনা হচ্ছে, ৪টি চিতা মে মাসে আসবে