১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টানা দু’দিন ধরে হবে আইপিএলের নিলাম

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 61

পুবের কলম ওয়েবডস্কঃ আর আট দলে নয়, সামনের আইপিএল হবে ১০ দল নিয়ে। দুটি দল বাড়ার পাশাপাশি এবারের আইপিএলে হবে বড় নিলাম। প্রতি তিন বছর পর পর মেগা নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে  নতুন নতুন খেলোয়াড়দের নিয়ে ভালো করে দল সাজানোর সুযোগ পায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।এক একটা দল সর্বোচ্চ ৩ জন ক্রিকেটার ধরে রাখতে পারে। বাকীদের তুলতে হয় নিলামে। এবারের নিলাম তুলনামূলক বড় হওয়ায় নামীদামী অনেক ক্রিকেটার তালিকায় থাকবেন। এরই মধ্যে প্রায় চূড়ান্ত হয়েছে এই নিলামের দিনক্ষণ। নতুন বছরের ফেব্রুয়ারি মাসের ৭ ও ৮ তারিখে হবে নিলাম।টানা দু’দিন ধরে হবে আইপিএলের এবারের আসরের মেগা নিলাম।

এবারের আইপিএলের নিলাম অনুষ্ঠান হবে বেঙ্গালুরুতে।কোভিড পরিস্থিতি খারাপ না হলে ভারতে এই নিলামের আয়োজন হওয়া একেবারে নিশ্চিত। সেই অনুযায়ী প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে কোভিড নিয়ে পরিস্থিতি খারাপ হলে এই নিলাম অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরশাহীতেও চলে যেতে পারে। দুবাইয়ে এবারের নিলাম অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, ওমিক্রনের কারণে যাতায়াতে বিধিনিষেধ চালু হলে তখন সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে ভারতেই এই নিলাম আয়োজন করা অনেক সুবিধার বলে জানিয়েছিলেন বিসিসিাআই কর্তারা। এবারই সম্ভবত শেষ বার আইপিএল নিলাম হতে চলেছে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এই নিলাম প্রথার বিরোধিতা করছে। তাদের দাবি, দল বানাতে তাদের অনেক পরিশ্রম করতে হয়। সেখানে একটি দল তৈরির তিন বছরে যদি তা ভেঙে যায়, তাহলে কোনো উদ্দেশ্য সাধন হয় না। তারা বরং ইউরোপের ফুটবলের মতো ট্র্যান্সফার উইন্ডোর মাধ্যমে ক্রিকেটার কেনা বেচার প্রস্তাব দিয়েছে বিসিসিআইকে।

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

 

আরও পড়ুন: আইপিএল জয়ের পর চ্যাম্পিয়ন দলের উদযাপনে নির্দেশিকা তৈরি করছে বোর্ড

 

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টানা দু’দিন ধরে হবে আইপিএলের নিলাম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডস্কঃ আর আট দলে নয়, সামনের আইপিএল হবে ১০ দল নিয়ে। দুটি দল বাড়ার পাশাপাশি এবারের আইপিএলে হবে বড় নিলাম। প্রতি তিন বছর পর পর মেগা নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে  নতুন নতুন খেলোয়াড়দের নিয়ে ভালো করে দল সাজানোর সুযোগ পায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।এক একটা দল সর্বোচ্চ ৩ জন ক্রিকেটার ধরে রাখতে পারে। বাকীদের তুলতে হয় নিলামে। এবারের নিলাম তুলনামূলক বড় হওয়ায় নামীদামী অনেক ক্রিকেটার তালিকায় থাকবেন। এরই মধ্যে প্রায় চূড়ান্ত হয়েছে এই নিলামের দিনক্ষণ। নতুন বছরের ফেব্রুয়ারি মাসের ৭ ও ৮ তারিখে হবে নিলাম।টানা দু’দিন ধরে হবে আইপিএলের এবারের আসরের মেগা নিলাম।

এবারের আইপিএলের নিলাম অনুষ্ঠান হবে বেঙ্গালুরুতে।কোভিড পরিস্থিতি খারাপ না হলে ভারতে এই নিলামের আয়োজন হওয়া একেবারে নিশ্চিত। সেই অনুযায়ী প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে কোভিড নিয়ে পরিস্থিতি খারাপ হলে এই নিলাম অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরশাহীতেও চলে যেতে পারে। দুবাইয়ে এবারের নিলাম অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, ওমিক্রনের কারণে যাতায়াতে বিধিনিষেধ চালু হলে তখন সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে ভারতেই এই নিলাম আয়োজন করা অনেক সুবিধার বলে জানিয়েছিলেন বিসিসিাআই কর্তারা। এবারই সম্ভবত শেষ বার আইপিএল নিলাম হতে চলেছে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এই নিলাম প্রথার বিরোধিতা করছে। তাদের দাবি, দল বানাতে তাদের অনেক পরিশ্রম করতে হয়। সেখানে একটি দল তৈরির তিন বছরে যদি তা ভেঙে যায়, তাহলে কোনো উদ্দেশ্য সাধন হয় না। তারা বরং ইউরোপের ফুটবলের মতো ট্র্যান্সফার উইন্ডোর মাধ্যমে ক্রিকেটার কেনা বেচার প্রস্তাব দিয়েছে বিসিসিআইকে।

আরও পড়ুন: IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

 

আরও পড়ুন: আইপিএল জয়ের পর চ্যাম্পিয়ন দলের উদযাপনে নির্দেশিকা তৈরি করছে বোর্ড

 

আরও পড়ুন: শাপমোচন, প্রথমবার আইপিএল ট্রফি জয় বিরাট ও আরসিবির