০৯ নভেম্বর ২০২৫, রবিবার, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সেঞ্চুরিয়নে শতরানের পর নিজের ‘শান্ত রুপ’ দেখে নিজেই অবাক রাহুল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার
  • / 25

পুবের কলম ওয়েবডেস্ক:  বক্সিং ডে টেস্টের প্রথম দিনে সারাদিন ধরে বল করেও ভারতীয় দলের ওপেনার কে এল রাহুলকে আউট করতে পারেনি দক্ষিণ আফ্রিকার বোলাররা। রবিবার খেলার শেষে ১২২ রান করে অপরাজিত থাকেন রাহুল। এর জন্য তিনি ২৪৮টি বল খেলেন এই শতরান করার পরে তিনি জানান যে– এই ইনিংসে তিনি যে এতটা শান্ত ছিলেন– তাতে নিজেই অবাক হয়ে গিয়েছেন।

বিসিসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল বলেন– ‘প্রতিটা সেঞ্চুরিই ব্যাটারকে আনন্দ দেয়। তবে এদিনেরটা আমার কাছে স্পেশ্যাল। ৬-৭ ঘন্টা ধরে একাগ্রতার সঙ্গে ব্যাট করে যাওয়ার পরে শতরান এসেছে। একবার ভালো ব্যাটিং শুরু করার পরে আমি নিজের ব্যাটিং উপভোগ করতে শুরু করি। নিজের স্বাভাবিক খেলার চেষ্টা করে  গিয়েছি– এর বাইরে বেশিকিছু চিন্তা করিনি।’

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

প্রোটিয়াদের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি নিয়ে রাহুলের বক্তব্য– ‘এই সিরিজের জন্য আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। সেঞ্চুরিয়ানে প্রথম দিনে  যে সব ব্যাটাররা ব্যাট করেছে– তাদের সবারই মনোযোগ ছিল ম্যাচে এবং ব্যাটিংয়ে। আমি যূনই ব্যাট করতে নামি– ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার  চেষ্টা করি। এদিন নিজেকে এতটা শান্ত দেখে  আমি অবাক হয়ে গিয়েছিলাম। ম্যাচে যে বলই আসে তার জবাব দেওয়ার চেষ্টা করি। খুব খুশি যে দিনের শুরু এবং শেষ দু’টোই খুব  ভালভাবে করতে পেরেছি।’

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

উল্লে্খ্য – বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ঝকঝকে শতরান হাঁকিয়ে টেস্ট কেরিয়ারে সপ্তম সেঞ্চুরিটি পূর্ণ করলেন কে এল  রাহুল। এরই সঙ্গে তিনি অনন্য ইতিহাস গড়লেন নেলসন ম্যান্ডেলার দেশে। ওয়াসিম জাফরের পরে রাহুল দ্বিতীয় ভারতীয় ওপেনার– যিনি দক্ষিণ আফ্রিকায় টেস্টে সেঞ্চুরি করলেন। ২০০৭ সালে জাফর কেপটাউনে শতরান করেছিলেন।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে একহাত নিলেন রাহুল গান্ধী

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেঞ্চুরিয়নে শতরানের পর নিজের ‘শান্ত রুপ’ দেখে নিজেই অবাক রাহুল

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক:  বক্সিং ডে টেস্টের প্রথম দিনে সারাদিন ধরে বল করেও ভারতীয় দলের ওপেনার কে এল রাহুলকে আউট করতে পারেনি দক্ষিণ আফ্রিকার বোলাররা। রবিবার খেলার শেষে ১২২ রান করে অপরাজিত থাকেন রাহুল। এর জন্য তিনি ২৪৮টি বল খেলেন এই শতরান করার পরে তিনি জানান যে– এই ইনিংসে তিনি যে এতটা শান্ত ছিলেন– তাতে নিজেই অবাক হয়ে গিয়েছেন।

বিসিসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল বলেন– ‘প্রতিটা সেঞ্চুরিই ব্যাটারকে আনন্দ দেয়। তবে এদিনেরটা আমার কাছে স্পেশ্যাল। ৬-৭ ঘন্টা ধরে একাগ্রতার সঙ্গে ব্যাট করে যাওয়ার পরে শতরান এসেছে। একবার ভালো ব্যাটিং শুরু করার পরে আমি নিজের ব্যাটিং উপভোগ করতে শুরু করি। নিজের স্বাভাবিক খেলার চেষ্টা করে  গিয়েছি– এর বাইরে বেশিকিছু চিন্তা করিনি।’

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

প্রোটিয়াদের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি নিয়ে রাহুলের বক্তব্য– ‘এই সিরিজের জন্য আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। সেঞ্চুরিয়ানে প্রথম দিনে  যে সব ব্যাটাররা ব্যাট করেছে– তাদের সবারই মনোযোগ ছিল ম্যাচে এবং ব্যাটিংয়ে। আমি যূনই ব্যাট করতে নামি– ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার  চেষ্টা করি। এদিন নিজেকে এতটা শান্ত দেখে  আমি অবাক হয়ে গিয়েছিলাম। ম্যাচে যে বলই আসে তার জবাব দেওয়ার চেষ্টা করি। খুব খুশি যে দিনের শুরু এবং শেষ দু’টোই খুব  ভালভাবে করতে পেরেছি।’

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

উল্লে্খ্য – বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ঝকঝকে শতরান হাঁকিয়ে টেস্ট কেরিয়ারে সপ্তম সেঞ্চুরিটি পূর্ণ করলেন কে এল  রাহুল। এরই সঙ্গে তিনি অনন্য ইতিহাস গড়লেন নেলসন ম্যান্ডেলার দেশে। ওয়াসিম জাফরের পরে রাহুল দ্বিতীয় ভারতীয় ওপেনার– যিনি দক্ষিণ আফ্রিকায় টেস্টে সেঞ্চুরি করলেন। ২০০৭ সালে জাফর কেপটাউনে শতরান করেছিলেন।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে একহাত নিলেন রাহুল গান্ধী