১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শামিকে ‘বাংলার সুলতান’ আখ্যা শাস্ত্রীর

মাসুদ আলি
  • আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার
  • / 28

পুবের কলম ওয়েবডেস্ক : দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে মুহাম্মদ শামির গতিতে বেসামাল প্রোটিয়ারা প্রথম ইনিংসে ১৯৭ রানে গুটিয়ে যায়। এই ইনিংসে ৪৪ রানের বিনিময়ে ৫ উইকেট দূলের পাশাপাশি টেস্টে ২০০ উইকেটের মালিকও হয়ে গেলেন শামি। তাঁর এই মাইলস্টোন ছোঁয়ার পরে উচ্ছ্বসিত ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

টুইট করে বাংলার এই পেসারকে অভিনন্দন জানিয়ে শাস্ত্রী লিখেছেন – ‘শাবাশ বাংলার সুলতান। তোমার বোলিং দেখে খুব আনন্দ পেলাম। দু’দিন পরেই বিরিয়ানি খাওয়া হবে। অনেক পরিশ্রমের ফসল। ঈশ্বর তোমাকে আর্শিবাদ করুন।’ প্রসঙ্গত– চলতি বছরে টি-২০ বিশ্বকােপর পরেই টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে মেয়াদ শেষ হয়েছে শাস্ত্রীর।

আরও পড়ুন: সফল গোড়ালির অস্ত্রোপচার, শামির দ্রুত আরোগ্য কামনা করলেন মোদি

কোহলি ব্রিগডের কোচ থাকার সময় একাধিকবার শামির প্রশংসায় মুূ ূুলেছেন শাস্ত্রী। তিনি বলতেন– ভারতীয় দলের অন্যতম সেরা অস্ত্র শামি। তাঁর গতি ও সঠিক জায়গায় বল রাূার দক্ষতা প্রশংসা করতেন শাস্ত্রী। উল্লেখ্য, কপিল দেব– শ্রীনাথ– জাহির খান এবং ইশান্ত শর্মার পরে ভারতের পঞ্চম পেস বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মালিক হয়েছেন শামি।
শাস্ত্রীর পাশাপাশি শামির প্রশংসা করে টুইট করেছেন ভারতের আর এক প্রাক্তন তারকা ব্যাটার ভিভিএস লক্ষণ । তিনি লিখেছেন, – ‘সিমটাকে দারুণভাবে কাজে লাগাল শামি। পাঁচ উইকেটের সঙ্গে দারুন ভাবে ২০০ উইকেটের মাইলফলকও ছুঁয়ে ফেলল। শামিকে অনেক অভিনন্দন।’

আরও পড়ুন: বিরাটকে বিশ্রাম নিতে বললেন রবি শাস্ত্রী

এ দিন শামির পাশাপাশি উইকেটকিপার ঋষভ পন্থও একটা রেকর্ড গড়ে ফেললেন। ভারতীয় কিপারদের মধ্যে টেস্টে দ্রুততম ১০০ শিকার হয়ে গেল তাঁর। এদিন বাভুমার ক্যাচ ধরে ২৬টি টেস্টে একশোর মাইলফলক ছুঁলেন পন্থ।

আরও পড়ুন: আইপিএলে আহমদাবাদের কোচ হতে পারেন শাস্ত্রী!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শামিকে ‘বাংলার সুলতান’ আখ্যা শাস্ত্রীর

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে মুহাম্মদ শামির গতিতে বেসামাল প্রোটিয়ারা প্রথম ইনিংসে ১৯৭ রানে গুটিয়ে যায়। এই ইনিংসে ৪৪ রানের বিনিময়ে ৫ উইকেট দূলের পাশাপাশি টেস্টে ২০০ উইকেটের মালিকও হয়ে গেলেন শামি। তাঁর এই মাইলস্টোন ছোঁয়ার পরে উচ্ছ্বসিত ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

টুইট করে বাংলার এই পেসারকে অভিনন্দন জানিয়ে শাস্ত্রী লিখেছেন – ‘শাবাশ বাংলার সুলতান। তোমার বোলিং দেখে খুব আনন্দ পেলাম। দু’দিন পরেই বিরিয়ানি খাওয়া হবে। অনেক পরিশ্রমের ফসল। ঈশ্বর তোমাকে আর্শিবাদ করুন।’ প্রসঙ্গত– চলতি বছরে টি-২০ বিশ্বকােপর পরেই টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে মেয়াদ শেষ হয়েছে শাস্ত্রীর।

আরও পড়ুন: সফল গোড়ালির অস্ত্রোপচার, শামির দ্রুত আরোগ্য কামনা করলেন মোদি

কোহলি ব্রিগডের কোচ থাকার সময় একাধিকবার শামির প্রশংসায় মুূ ূুলেছেন শাস্ত্রী। তিনি বলতেন– ভারতীয় দলের অন্যতম সেরা অস্ত্র শামি। তাঁর গতি ও সঠিক জায়গায় বল রাূার দক্ষতা প্রশংসা করতেন শাস্ত্রী। উল্লেখ্য, কপিল দেব– শ্রীনাথ– জাহির খান এবং ইশান্ত শর্মার পরে ভারতের পঞ্চম পেস বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেটের মালিক হয়েছেন শামি।
শাস্ত্রীর পাশাপাশি শামির প্রশংসা করে টুইট করেছেন ভারতের আর এক প্রাক্তন তারকা ব্যাটার ভিভিএস লক্ষণ । তিনি লিখেছেন, – ‘সিমটাকে দারুণভাবে কাজে লাগাল শামি। পাঁচ উইকেটের সঙ্গে দারুন ভাবে ২০০ উইকেটের মাইলফলকও ছুঁয়ে ফেলল। শামিকে অনেক অভিনন্দন।’

আরও পড়ুন: বিরাটকে বিশ্রাম নিতে বললেন রবি শাস্ত্রী

এ দিন শামির পাশাপাশি উইকেটকিপার ঋষভ পন্থও একটা রেকর্ড গড়ে ফেললেন। ভারতীয় কিপারদের মধ্যে টেস্টে দ্রুততম ১০০ শিকার হয়ে গেল তাঁর। এদিন বাভুমার ক্যাচ ধরে ২৬টি টেস্টে একশোর মাইলফলক ছুঁলেন পন্থ।

আরও পড়ুন: আইপিএলে আহমদাবাদের কোচ হতে পারেন শাস্ত্রী!