০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষবরণে আরও কড়া বাণিজ্যনগরী, সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, শুক্রবার
  • / 79

পুবের কলম, ওয়েবডেস্কঃ বর্ষবরণে আরও কড়াকড়ি করা হল বাণিজ্যনগরীতে। মুম্বইতে বিকেল ৫টার পর আর যাওয়া যাবে না সমুদ্র সৈকতে। ১৫ জানুয়ারি পর্যন্ত বিকেল ৫টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত শহরের কোনও সমুদ্র সৈকত, খোলা মাঠ, সমুদ্রের ধারে, পার্ক এবং অন্যান্য সমজাতীয় জায়গাগুলিতে সাধারণ মানুষের যাওয়ার ক্ষেত্রের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন এখানে বড় জমায়েতের অনুমতি নেই। শুক্রবার দুপুর ১টা থেকে এই নিয়ম কার্যকর হয়ে গিয়েছে। নতুন এই কড়াকড়ি জারি থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত। সংক্রমণ রুখতে এক নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Red Sea cable cut: লোহিত সাগরে কেবল কাটার জেরে দেশজুড়ে ইন্টারনেট বিভ্রাট

বৃহস্পতিবার মহারাষ্ট্রে করোনা বুলেটিন অনুযায়ী, করোনায় দৈনিক সংক্রমণ হয়েছে ৫ হাজার ৩৬৮। আক্রান্তদের মধ্যে ১৯৮ জনের শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছে। করোনায় মোট আক্রান্তদের মধ্যে মুম্বইতেই ৩ হাজার ৬৭১ জনের খোঁজ মিলেছে। যা এক দিনে আগের মুম্বইয়ে সংক্রমণের তুলনায় ৪৬ শতাংশের লম্বা লাফ দেখা গিয়েছে। তাঁদের মধ্যে ১৯০ জন ওমিক্রনে আক্রান্ত। মহারাষ্ট্রে ওমিক্রনে ৪৫০ জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। ভারতে নতুন ভ্যারিয়েন্টে এখনও পর্যন্ত ৯৬০ জনেরও বেশি মানুষ করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: BIG BREAKING: মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন

আরও পড়ুন: আত্ম-নির্ভরতার নজির! সমুদ্রের তলদেশে শত্রুকে চিনে সহজেই আঘাত হানতে সক্ষম টর্পেডো

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বর্ষবরণে আরও কড়া বাণিজ্যনগরী, সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বর্ষবরণে আরও কড়াকড়ি করা হল বাণিজ্যনগরীতে। মুম্বইতে বিকেল ৫টার পর আর যাওয়া যাবে না সমুদ্র সৈকতে। ১৫ জানুয়ারি পর্যন্ত বিকেল ৫টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত শহরের কোনও সমুদ্র সৈকত, খোলা মাঠ, সমুদ্রের ধারে, পার্ক এবং অন্যান্য সমজাতীয় জায়গাগুলিতে সাধারণ মানুষের যাওয়ার ক্ষেত্রের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন এখানে বড় জমায়েতের অনুমতি নেই। শুক্রবার দুপুর ১টা থেকে এই নিয়ম কার্যকর হয়ে গিয়েছে। নতুন এই কড়াকড়ি জারি থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত। সংক্রমণ রুখতে এক নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Red Sea cable cut: লোহিত সাগরে কেবল কাটার জেরে দেশজুড়ে ইন্টারনেট বিভ্রাট

বৃহস্পতিবার মহারাষ্ট্রে করোনা বুলেটিন অনুযায়ী, করোনায় দৈনিক সংক্রমণ হয়েছে ৫ হাজার ৩৬৮। আক্রান্তদের মধ্যে ১৯৮ জনের শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছে। করোনায় মোট আক্রান্তদের মধ্যে মুম্বইতেই ৩ হাজার ৬৭১ জনের খোঁজ মিলেছে। যা এক দিনে আগের মুম্বইয়ে সংক্রমণের তুলনায় ৪৬ শতাংশের লম্বা লাফ দেখা গিয়েছে। তাঁদের মধ্যে ১৯০ জন ওমিক্রনে আক্রান্ত। মহারাষ্ট্রে ওমিক্রনে ৪৫০ জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। ভারতে নতুন ভ্যারিয়েন্টে এখনও পর্যন্ত ৯৬০ জনেরও বেশি মানুষ করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: BIG BREAKING: মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন

আরও পড়ুন: আত্ম-নির্ভরতার নজির! সমুদ্রের তলদেশে শত্রুকে চিনে সহজেই আঘাত হানতে সক্ষম টর্পেডো