২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
গুরু গোবিন্দ শিখের জন্মজয়ন্তী উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, দেখুন ছবিতে
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ২ জানুয়ারী ২০২২, রবিবার
- / 54
পুবের কলম ওয়েবডেস্কঃ ২০২২ সালে ৯ জানুয়ারি পালিত হবে গুরু গোবিন্দ সিংয়ের জন্মতিথি, ২০২১ সালের ২০ জানুয়ারি পালিত হয় তাঁর জন্ম তিথি।গুরু গোবিন্দ সিংয়ের জন্মতারিখটি ঘোষণা করা হচ্ছে ১৬৬৬ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর। হিসেব কিছু ভুল নয়।
খ্রিস্টাব্দ ধরে যে বিচার হয়েছে শিখগুরুর জন্ম তারিখের, ওটা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসেব। কিন্তু আমাদের দেশে বরাবরই নানা উপলক্ষ্যে মেনে চলা হয় আলাদা আলাদা তিথিনির্ণয় পদ্ধতি। যদি নানকশাহি ক্যালেন্ডারের দিকে দৃষ্টিপাত করা যায় তাহলে পুরো বিষয়টি পরিষ্কার হবে।
আজ রবিবার হাজরা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন শিখ ধর্মাবল্বীরা। বর্ণময় সেই শোভাযাত্রা লেন্সবন্দি করলেন পুবের কলম ডিজিটালের চিত্রসাংবাদিক সন্দীপ সাহা ।