১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরিতে নতুন রেকর্ড উসমান খোয়াজার

সুস্মিতা
  • আপডেট : ৮ জানুয়ারী ২০২২, শনিবার
  • / 62

পুবের কলম ওয়েবডেস্ক: ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন অস্ট্রেলিয়ায় প্রত্যাবর্তনকারী ক্রিকেটার উসমান খোয়াজা। প্রথম ইনিংসে তার সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়া পাহাড়প্রমাণ রান তুলেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনের বড় রানের লক্ষ্যমাত্রা খাড়া করে দিলেন উসমান খোয়াজা। বিশ্বের ৮৭ নম্বর টেস্ট ক্রিকেটার হিসেবে এবং অস্ট্রেলিয়ার ২৩ নম্বর টেস্ট ক্রিকেটার হিসেবে একটি টেস্টের দুটি ইনিংসে সেঞ্চুরি করার দুর্দান্ত রেকর্ড গড়লেন উসমান খোয়াজা। টেস্ট ক্রিকেটে এটি তার দশম সেঞ্চুরি। সিডনি এবং খোয়াজা একসূত্রে বাধা পড়ে গেছে। ১৩৮ বলে তার ১০১ রানের ইনিংস ক্যামেরন গ্রিনের ৭৪ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৬৫ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। ৩৮৮ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে খেলতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৩০ তুলেছে। রবিবার ম্যাচের শেষ দিন। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরিতে নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন খোয়াজা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরিতে নতুন রেকর্ড উসমান খোয়াজার

আপডেট : ৮ জানুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন অস্ট্রেলিয়ায় প্রত্যাবর্তনকারী ক্রিকেটার উসমান খোয়াজা। প্রথম ইনিংসে তার সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়া পাহাড়প্রমাণ রান তুলেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের সামনের বড় রানের লক্ষ্যমাত্রা খাড়া করে দিলেন উসমান খোয়াজা। বিশ্বের ৮৭ নম্বর টেস্ট ক্রিকেটার হিসেবে এবং অস্ট্রেলিয়ার ২৩ নম্বর টেস্ট ক্রিকেটার হিসেবে একটি টেস্টের দুটি ইনিংসে সেঞ্চুরি করার দুর্দান্ত রেকর্ড গড়লেন উসমান খোয়াজা। টেস্ট ক্রিকেটে এটি তার দশম সেঞ্চুরি। সিডনি এবং খোয়াজা একসূত্রে বাধা পড়ে গেছে। ১৩৮ বলে তার ১০১ রানের ইনিংস ক্যামেরন গ্রিনের ৭৪ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৬৫ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। ৩৮৮ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে খেলতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৩০ তুলেছে। রবিবার ম্যাচের শেষ দিন। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরিতে নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন খোয়াজা।