০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত এটিকে মোহনবাগানের দুই ফুটবলার, ম্যাচ স্থগিত

পুবের কলম ওয়েবডেস্ক : এবার করোনার থাবা আই এস এলেও। আই লিগের বেশ কয়েকটি টিমের ফুটবলার সাপোর্ট স্টাফ রা করণা আক্রান্ত হওয়ার পর ছয় সপ্তাহের জন্য পিছিয়ে দিতে বাধ্য হয়েছে এই লিগ। কিন্তু আইএসএলে এতদিন পর্যন্ত করোনার কোন ছায়া ছিল না। শনিবার এটিকে মোহনবাগানের দুই ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় স্থগিত হয়ে গেল শনিবারের এটিকে মোহনবাগান ও ওড়িশা এর সির মধ্যে ম্যাচ টি। দুই ফুটবলার রয় কৃষ্ণা ও সন্দেশ ঝিঙ্গালের রিপোর্ট পজিটিভ আসে শনিবার সকালে। তা এফ্ এস ডি এলকে জানানো হয়। শনিবারের এটিকে মোহনবাগান ওড়িশা এফসি ম্যাচ টি বাতিল করে দেওয়া হয়েছে। তবে বাকি ম্যাচগুলো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উল্লেখ্য করোনা আক্রমণ লাগামছাড়া হয়ে উঠেছে। তারই মধ্যে ফুটবলাররা ছিলেন বায়ো বলয়। কিন্তু সেখানেও রক্ষে নেই। আই এস এলেও এবার পরল করোনার থাবা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশের স্কুল অনুষ্ঠানে বোরখা পরে উদ্যম নাচ, বিতর্কে তদন্তের নির্দেশ পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা আক্রান্ত এটিকে মোহনবাগানের দুই ফুটবলার, ম্যাচ স্থগিত

আপডেট : ৮ জানুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : এবার করোনার থাবা আই এস এলেও। আই লিগের বেশ কয়েকটি টিমের ফুটবলার সাপোর্ট স্টাফ রা করণা আক্রান্ত হওয়ার পর ছয় সপ্তাহের জন্য পিছিয়ে দিতে বাধ্য হয়েছে এই লিগ। কিন্তু আইএসএলে এতদিন পর্যন্ত করোনার কোন ছায়া ছিল না। শনিবার এটিকে মোহনবাগানের দুই ফুটবলার করোনা আক্রান্ত হওয়ায় স্থগিত হয়ে গেল শনিবারের এটিকে মোহনবাগান ও ওড়িশা এর সির মধ্যে ম্যাচ টি। দুই ফুটবলার রয় কৃষ্ণা ও সন্দেশ ঝিঙ্গালের রিপোর্ট পজিটিভ আসে শনিবার সকালে। তা এফ্ এস ডি এলকে জানানো হয়। শনিবারের এটিকে মোহনবাগান ওড়িশা এফসি ম্যাচ টি বাতিল করে দেওয়া হয়েছে। তবে বাকি ম্যাচগুলো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উল্লেখ্য করোনা আক্রমণ লাগামছাড়া হয়ে উঠেছে। তারই মধ্যে ফুটবলাররা ছিলেন বায়ো বলয়। কিন্তু সেখানেও রক্ষে নেই। আই এস এলেও এবার পরল করোনার থাবা।