০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পর্যটকদের নৌকার উপর ভেঙে পড়ল পাহাড়! মৃত ৫, নিখোঁজ ২০, দেখুন শিউরে ওঠা ভিডিও

মাসুদ আলি
  • আপডেট : ৯ জানুয়ারী ২০২২, রবিবার
  • / 73

পুবের কলম ওয়েবডেস্ক : বিপদ ওঁৎ পেতে থাকে।কখন ঘনিয়ে আসে কেউ জানে না।পর্যটকদের নানা বিপদের মুখে পড়তে হয়। পাহাড়ি এলাকায় ধস একটা স্বাভাবিক ব্যাপার।তবে ব্রাজিলে যা হল,তা দেখলে সত্যিই শিউরে উঠতে হয়। পর্যটকরা দুচোখ ভরে দেখতে গিয়েছিলেন পাহাড়ের সৌন্দর্য।সেই পাহাড় যে যে তাদের মাথার উপর এমন করে ভেঙে পড়বে তা কে জানত ! যে পাহাড় তারা দেখতে গিয়েছিলেন, সেই পাহাড়ের একাংশ ভেঙে পড়ে হ্রদের জলে তলিয়ে মৃত্যু হল পাঁচ পর্যটকের। নিখোঁজ ২০ জন। আহত বহু। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলের ফুরনাস হ্রদে। শিউরে ওঠা সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

ফুরনাস হ্রদের কথা অনেকেই জানেন।এটি পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু।এখানে পাহাড় গা বেয়ে নেমে আসা ঝরনা। পাহাড়ের গায়ে রয়েছে গুহাও। তারাই টানে এই জায়গায় বহু পর্যটক ভিড় জামান। শনিবার ফুরনাস হ্রদে নৌকায় চেপে সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন বহু পর্যটক। পাহাড়ের গা ঘেঁষে হ্রদের জলে দাঁড়িয়েছিল পর্যটকদের বেশ কয়েকটি নৌকা।

আরও পড়ুন: তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ মৃত্যু ৫, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা

https://twitter.com/otempo/status/1479848764940640258?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1479848764940640258%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fworld%2Fcliff-breaks-over-the-boats-of-tourists-in-brazil-many-killed-dgtl%2Fcid%2F1322692

আরও পড়ুন: উত্তরপ্রদেশে গঙ্গায় নৌকাডুবি, মৃত ৪

হঠাৎই ছোট ছোট পাথরগুলিকে গড়িয়ে হ্রদে পড়তে দেখেন পর্যটকরা।কিন্তু প্রাথমিকভাবে তারা তেমন একটা আমল দেননি।তাঁরা ভেবেছিলেন এটাই স্বাভাবিক।কী মারাত্মক বিপদ তাদের জন্য অপেক্ষা করছিল সেটা আঁচ করতে পারেননি পর্যটকরা। টুকরো পাথরগুলি গড়িয়ে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আরও একটু বড় পাথর পাহাড়ের গা থেকে খসে পড়া শুরু হল।

আরও পড়ুন: ৩৯ ক্রু-সহ ভারত মহাসাগরে চিনা নৌকাডুবি  

পাহাড় থেকে বেশি কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা পর্যটক এবং নৌকা চালকরা বিপদের আঁচ পেয়েই পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা পর্যটকদের নৌকাগুলিকে সরে আসতে বলেন। এর পরই চোখের পলকে হুড়মুড়িয়ে পর্যটকদের সেই নৌকাগুলির উপর ভেঙে পড়ে পাহাড়ের একাংশ। তার নীচেই চাপা পড়ে জলে তলিয়ে মৃত্যু হয় পাঁচ পর্যটকের। নিখোঁজ বহু।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পর্যটকদের নৌকার উপর ভেঙে পড়ল পাহাড়! মৃত ৫, নিখোঁজ ২০, দেখুন শিউরে ওঠা ভিডিও

আপডেট : ৯ জানুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : বিপদ ওঁৎ পেতে থাকে।কখন ঘনিয়ে আসে কেউ জানে না।পর্যটকদের নানা বিপদের মুখে পড়তে হয়। পাহাড়ি এলাকায় ধস একটা স্বাভাবিক ব্যাপার।তবে ব্রাজিলে যা হল,তা দেখলে সত্যিই শিউরে উঠতে হয়। পর্যটকরা দুচোখ ভরে দেখতে গিয়েছিলেন পাহাড়ের সৌন্দর্য।সেই পাহাড় যে যে তাদের মাথার উপর এমন করে ভেঙে পড়বে তা কে জানত ! যে পাহাড় তারা দেখতে গিয়েছিলেন, সেই পাহাড়ের একাংশ ভেঙে পড়ে হ্রদের জলে তলিয়ে মৃত্যু হল পাঁচ পর্যটকের। নিখোঁজ ২০ জন। আহত বহু। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলের ফুরনাস হ্রদে। শিউরে ওঠা সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

ফুরনাস হ্রদের কথা অনেকেই জানেন।এটি পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু।এখানে পাহাড় গা বেয়ে নেমে আসা ঝরনা। পাহাড়ের গায়ে রয়েছে গুহাও। তারাই টানে এই জায়গায় বহু পর্যটক ভিড় জামান। শনিবার ফুরনাস হ্রদে নৌকায় চেপে সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন বহু পর্যটক। পাহাড়ের গা ঘেঁষে হ্রদের জলে দাঁড়িয়েছিল পর্যটকদের বেশ কয়েকটি নৌকা।

আরও পড়ুন: তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ মৃত্যু ৫, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা

https://twitter.com/otempo/status/1479848764940640258?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1479848764940640258%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fworld%2Fcliff-breaks-over-the-boats-of-tourists-in-brazil-many-killed-dgtl%2Fcid%2F1322692

আরও পড়ুন: উত্তরপ্রদেশে গঙ্গায় নৌকাডুবি, মৃত ৪

হঠাৎই ছোট ছোট পাথরগুলিকে গড়িয়ে হ্রদে পড়তে দেখেন পর্যটকরা।কিন্তু প্রাথমিকভাবে তারা তেমন একটা আমল দেননি।তাঁরা ভেবেছিলেন এটাই স্বাভাবিক।কী মারাত্মক বিপদ তাদের জন্য অপেক্ষা করছিল সেটা আঁচ করতে পারেননি পর্যটকরা। টুকরো পাথরগুলি গড়িয়ে পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আরও একটু বড় পাথর পাহাড়ের গা থেকে খসে পড়া শুরু হল।

আরও পড়ুন: ৩৯ ক্রু-সহ ভারত মহাসাগরে চিনা নৌকাডুবি  

পাহাড় থেকে বেশি কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা পর্যটক এবং নৌকা চালকরা বিপদের আঁচ পেয়েই পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা পর্যটকদের নৌকাগুলিকে সরে আসতে বলেন। এর পরই চোখের পলকে হুড়মুড়িয়ে পর্যটকদের সেই নৌকাগুলির উপর ভেঙে পড়ে পাহাড়ের একাংশ। তার নীচেই চাপা পড়ে জলে তলিয়ে মৃত্যু হয় পাঁচ পর্যটকের। নিখোঁজ বহু।