২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জেল থেকে মুক্তি পেলেন সউদি রাজকুমারী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 102

পুবের কলম, ওয়েবডেস্কঃ সউদি রাজকুমারী বাসমা বিনতে সউদ এবং তাঁর মেয়েকে প্রায় তিন বছর বিনা অভিযোগে জেলে বন্দি রাখার পর মুক্তি দিয়েছে সউদি আরব। চিকিৎসার জন্য সুইৎজারল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ২০১৯ সালের মার্চ মাসে আটক হন তিনি। তবে কেন তাকে আটক করা হয়েছিল তা জানা যায়নি এবং রাজকুমারী বা তাঁর মেয়ে সুহৌদের বিরুদ্ধে কোনও অভিযোগও আনা হয়নি। রাজকুমারীর পরিবার ২০২০ সালে রাষ্ট্রসংঘকে একটি লিখিত বিবৃতিতে বলেছিল, বাসমা একজন স্পষ্টবাদী সমালোচক। তিনি সউদি সরকারের নানা কার্যক্রমের সমালোচনা করতেন।

বিশেষজ্ঞরা বলেন, এ কারণে হয়তো তাকে গ্রেফতার করা হয়েছিল। অন্য সূত্রে জানা যায়, প্রাক্তন ক্রাউন প্রিন্স বিন নায়েফের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল রাজকুমারীর, এটিও গ্রেফতারির একটি কারণ হতে পারে। বিন নায়েফ এখন বিন সালমানের নির্দেশে গৃহবন্দি। রাজকুমারী বাসমা রাজা সউদের কনিষ্ঠ কন্যা, যিনি ১৯৫৩ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সউদি আরব শাসন করেছিলেন। ৫৭ বছর বয়সী রাজকুমারী বাসমা সউদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স বিন সালমানের কাছে গত এপ্রিলে মুক্তির আবেদন করেছিলেন। আবেদনে তিনি বলেন, তিনি কোনও ভুল করেননি এবং তার স্বাস্থ্য খারাপ ছিল। সউদির এক মানবাধিকার গ্রুপ জানিয়েছে, রাজধানীর উপকণ্ঠে আল-হাইর কারাগারে রাখা হয়েছিল বাসমাকে।

আরও পড়ুন: ১১ বছরের নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগে ৮০ বছরের কারাদণ্ড যুবকের

 

আরও পড়ুন: কারাগারে কুরআন হিফজ করল ৭৭ ফিলিস্তিনি বন্দি

আরও পড়ুন: মার্কিন কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের খুনির ২১ বছরের জেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেল থেকে মুক্তি পেলেন সউদি রাজকুমারী

আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ সউদি রাজকুমারী বাসমা বিনতে সউদ এবং তাঁর মেয়েকে প্রায় তিন বছর বিনা অভিযোগে জেলে বন্দি রাখার পর মুক্তি দিয়েছে সউদি আরব। চিকিৎসার জন্য সুইৎজারল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় ২০১৯ সালের মার্চ মাসে আটক হন তিনি। তবে কেন তাকে আটক করা হয়েছিল তা জানা যায়নি এবং রাজকুমারী বা তাঁর মেয়ে সুহৌদের বিরুদ্ধে কোনও অভিযোগও আনা হয়নি। রাজকুমারীর পরিবার ২০২০ সালে রাষ্ট্রসংঘকে একটি লিখিত বিবৃতিতে বলেছিল, বাসমা একজন স্পষ্টবাদী সমালোচক। তিনি সউদি সরকারের নানা কার্যক্রমের সমালোচনা করতেন।

বিশেষজ্ঞরা বলেন, এ কারণে হয়তো তাকে গ্রেফতার করা হয়েছিল। অন্য সূত্রে জানা যায়, প্রাক্তন ক্রাউন প্রিন্স বিন নায়েফের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল রাজকুমারীর, এটিও গ্রেফতারির একটি কারণ হতে পারে। বিন নায়েফ এখন বিন সালমানের নির্দেশে গৃহবন্দি। রাজকুমারী বাসমা রাজা সউদের কনিষ্ঠ কন্যা, যিনি ১৯৫৩ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সউদি আরব শাসন করেছিলেন। ৫৭ বছর বয়সী রাজকুমারী বাসমা সউদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স বিন সালমানের কাছে গত এপ্রিলে মুক্তির আবেদন করেছিলেন। আবেদনে তিনি বলেন, তিনি কোনও ভুল করেননি এবং তার স্বাস্থ্য খারাপ ছিল। সউদির এক মানবাধিকার গ্রুপ জানিয়েছে, রাজধানীর উপকণ্ঠে আল-হাইর কারাগারে রাখা হয়েছিল বাসমাকে।

আরও পড়ুন: ১১ বছরের নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগে ৮০ বছরের কারাদণ্ড যুবকের

 

আরও পড়ুন: কারাগারে কুরআন হিফজ করল ৭৭ ফিলিস্তিনি বন্দি

আরও পড়ুন: মার্কিন কৃষ্ণাঙ্গ ফ্লয়েডের খুনির ২১ বছরের জেল