তালিবান ও শরিয়াহ আইনের বিরোধিতা, গ্রেফতার অধ্যাপক

- আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার
- / 94
পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রকাশ্যে আফগানিস্তানের বর্তমান শাসনব্যবস্থা ও শরিয়াহ আইনের বিরোধিতা করার অপরাধে আফগান অধ্যাপক ফৈজুল্লাহ জালালকে গ্রেফতার করেছে তালিবান। আফগানিস্তানে তালিবান আবার ক্ষমতাদখলের পর থেকেই এই অধ্যাপক সামাজিক মাধ্যমে তালিবান শাসনের সমালোচনা করছিলেন।
তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, জালাল মানুষকে তালিবানি ও শরিয়াহ ব্যবস্থার বিরুদ্ধে উসকাচ্ছিলেন এবং তিনি মানুষের মর্যাদাহানি করছিলেন। জালাল সামাজিক মাধ্যমে বিরূপ মন্তব্য করেছেন। অধ্যাপকের স্ত্রী ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, জালালকে তালিবান আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেছে। বলেন, তার স্বাস্থ্য কেমন আছে, তিনি কীরকম আছেন, কিছুই পরিবার জানে না। জালালের স্ত্রী অবশ্য দাবি করেন, জালাল কখনই তালিবানের বিরুদ্ধে গিয়ে কিছু পোস্ট করেননি।
এদিকে তালিবান মুখপাত্র বলেছেন, জালালকে দেখে অন্যরাও যাতে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন মন্তব্য না করেন, তা বোঝাতেই অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। একজন অধ্যাপক, শিক্ষক এরকম মন্তব্য করলে অন্যদের মর্যাদা ক্ষুন্ন হতে বাধ্য।