০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউপিতে ধাক্কা বিজেপির, দলিতদের অবহেলার অভিযোগে দল ছাড়লেন যোগীর মন্ত্রী

মাসুদ আলি
  • আপডেট : ১১ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 40

পুবের কলম ওয়েবডেস্ক : ভোটের আগে উত্তরপ্রদেশে বড় ধাক্কা খেল বিজেপি।দলিতদের অবহেলার অভিযোগে দল ছাড়লেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য স্বামীপ্রসাদ মৌর্য। বিজেপি ছেড়ে মঙ্গলবারই তিনি যোগ দেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে। সূত্রের খবর, স্বামীপ্রসাদের সঙ্গে আরও কয়েকজন বিজেপি বিধায়কও দল ছাড়বেন। স্বাভাবিকভাবে ভোটের আগে এহেন হাই প্রোফাইল মন্ত্রীর দল ছাড়ায় অস্বস্তিতে বিজেপি।

পদত্যাগপত্রে পূর্ব উত্তরপ্রদেশের পাদরউনার বিধায়ক তথা মন্ত্রী স্বামীপ্রসাদ জানিয়েছেন, বিজেপির সঙ্গে আমার আদর্শ মিলত না। ভিন্নধর্মী আদর্শ হওয়া সত্ত্বেও যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় কাজ করেছি। কিন্তু দলিত, পিছিয়ে পড়া সম্প্রদায়, কৃষক, বেকার যুবক-যুবতী এবং ছোট ব্যবসায়ীদের প্রতি বিজেপির অবহেলা এবং নিপীড়নের প্রতিবাদে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।” তবে এই ইস্তফাপত্র সামনে আসার আগেই অখিলেশ যাদবের সঙ্গে তাঁর ছবি প্রকাশ্যে আসে। জানা যায়, ভোটের আবহে দলবদল করছেন তিনি।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

স্বামীকে নিজের দলে পেয়ে সপা নেতা অখিলেশ টুইটারে লেখেন, “সমাজকর্মী এবং জনপ্রিয় নেতা স্বামীপ্রসাদ মৌর্য এবং অন্যান্য নেতাদের দলে স্বাগত জানাচ্ছি। আপনারা সমাজের বিভেদের বিরুদ্ধে, সম অধিকারের জন্য নিরন্তর লড়াই করেছেন। এবার সেই লড়াই সাফল্য পাবে। বড় বদল আসবে।” উল্লেখ্য, এদিন কংগ্রেস, বসপা (বহুজন সমাজ পার্টি) থেকেও একাধিক নেতা-কর্মী অখিলেশের দলে যোগ দেবেন।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

স্বামী প্রসাদ মৌর্য পদত্যাগ করার পরপরই, উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য তাকে আলোচনায় বসার এবং তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।কেশব প্রসাদ মৌর্য বলেন, “আমি জানি না কেন স্বামী প্রসাদ মৌর্য পদত্যাগ করেছেন, তবে আমি তাকে  কথা বলার জন্য অনুরোধ করছি … তাড়াহুড়ো করা সিদ্ধান্তগুলি প্রায়শই ভুল হয় ।”

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউপিতে ধাক্কা বিজেপির, দলিতদের অবহেলার অভিযোগে দল ছাড়লেন যোগীর মন্ত্রী

আপডেট : ১১ জানুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : ভোটের আগে উত্তরপ্রদেশে বড় ধাক্কা খেল বিজেপি।দলিতদের অবহেলার অভিযোগে দল ছাড়লেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য স্বামীপ্রসাদ মৌর্য। বিজেপি ছেড়ে মঙ্গলবারই তিনি যোগ দেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে। সূত্রের খবর, স্বামীপ্রসাদের সঙ্গে আরও কয়েকজন বিজেপি বিধায়কও দল ছাড়বেন। স্বাভাবিকভাবে ভোটের আগে এহেন হাই প্রোফাইল মন্ত্রীর দল ছাড়ায় অস্বস্তিতে বিজেপি।

পদত্যাগপত্রে পূর্ব উত্তরপ্রদেশের পাদরউনার বিধায়ক তথা মন্ত্রী স্বামীপ্রসাদ জানিয়েছেন, বিজেপির সঙ্গে আমার আদর্শ মিলত না। ভিন্নধর্মী আদর্শ হওয়া সত্ত্বেও যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় কাজ করেছি। কিন্তু দলিত, পিছিয়ে পড়া সম্প্রদায়, কৃষক, বেকার যুবক-যুবতী এবং ছোট ব্যবসায়ীদের প্রতি বিজেপির অবহেলা এবং নিপীড়নের প্রতিবাদে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।” তবে এই ইস্তফাপত্র সামনে আসার আগেই অখিলেশ যাদবের সঙ্গে তাঁর ছবি প্রকাশ্যে আসে। জানা যায়, ভোটের আবহে দলবদল করছেন তিনি।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

স্বামীকে নিজের দলে পেয়ে সপা নেতা অখিলেশ টুইটারে লেখেন, “সমাজকর্মী এবং জনপ্রিয় নেতা স্বামীপ্রসাদ মৌর্য এবং অন্যান্য নেতাদের দলে স্বাগত জানাচ্ছি। আপনারা সমাজের বিভেদের বিরুদ্ধে, সম অধিকারের জন্য নিরন্তর লড়াই করেছেন। এবার সেই লড়াই সাফল্য পাবে। বড় বদল আসবে।” উল্লেখ্য, এদিন কংগ্রেস, বসপা (বহুজন সমাজ পার্টি) থেকেও একাধিক নেতা-কর্মী অখিলেশের দলে যোগ দেবেন।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

স্বামী প্রসাদ মৌর্য পদত্যাগ করার পরপরই, উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য তাকে আলোচনায় বসার এবং তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।কেশব প্রসাদ মৌর্য বলেন, “আমি জানি না কেন স্বামী প্রসাদ মৌর্য পদত্যাগ করেছেন, তবে আমি তাকে  কথা বলার জন্য অনুরোধ করছি … তাড়াহুড়ো করা সিদ্ধান্তগুলি প্রায়শই ভুল হয় ।”

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা