১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শামিকে বারবার সতর্কীকরণ, আম্পায়ারের বিরুদ্ধে গর্জে উঠলেন বিরাট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার
  • / 46

পুবের কলম, ওয়েবডেস্কঃ অ্যাম্পায়ারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের দ্বিতীয় দিনের শুরু থেকেই ভারতীয় বোলাররা প্রোটিয়া ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করেছিলেন। উইকেট না পেলেও মুহাম্মদ শামির বল খেলতে গিয়ে প্রায় নাকের জলে, চোখের জলে হয়ে যাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। তারই মধ্যে মাঠের আম্পায়ার মারাইস ইরাসমাস বারবার মুহাম্মদ শামিকে সতর্ক করেছিলেন। ইরাসমাস বারবার তাকে বলছিলেন বিপদজনকভাবে শামি যেন স্টেপ না ফেলে। শামিকে এভাবে বারবার সতর্ক করা য় স্লিপে ফিল্ডিং করতে থাকা ভারত অধিনায়ক বিরাট কোহলি ভীষণ রেগে যান। ছুটে যান আম্পায়ার  ইরাসমাসের কাছে।

অ্যাম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিরাট। ইরাসমাসকে বলেন,’ শামি তো কোনো অন্যায় করেনি। ওর স্টেপিংয়েও কোনও ভুল নেই। তাহলে আপনি ওকে বারবার সাবধান করছেন কেন? এতে আমাদের খেলার প্রতি মনোযোগ নষ্ট হচ্ছে।’ টিভি রিপ্লেতেও দেখা যায় শামির অ্যাকশনে কোনও ভুল ছিল না। প্রসঙ্গত জোহানেসবার্গে বিরাট ছিলেন না। কেপ টাউনে ফিরে এসেই বিরাট ভঙ্গিতেই অধিনায়কত্ব করে যাচ্ছেন কোহলি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শামিকে বারবার সতর্কীকরণ, আম্পায়ারের বিরুদ্ধে গর্জে উঠলেন বিরাট

আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ অ্যাম্পায়ারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের দ্বিতীয় দিনের শুরু থেকেই ভারতীয় বোলাররা প্রোটিয়া ব্যাটসম্যানদের উপর চাপ সৃষ্টি করেছিলেন। উইকেট না পেলেও মুহাম্মদ শামির বল খেলতে গিয়ে প্রায় নাকের জলে, চোখের জলে হয়ে যাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। তারই মধ্যে মাঠের আম্পায়ার মারাইস ইরাসমাস বারবার মুহাম্মদ শামিকে সতর্ক করেছিলেন। ইরাসমাস বারবার তাকে বলছিলেন বিপদজনকভাবে শামি যেন স্টেপ না ফেলে। শামিকে এভাবে বারবার সতর্ক করা য় স্লিপে ফিল্ডিং করতে থাকা ভারত অধিনায়ক বিরাট কোহলি ভীষণ রেগে যান। ছুটে যান আম্পায়ার  ইরাসমাসের কাছে।

অ্যাম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিরাট। ইরাসমাসকে বলেন,’ শামি তো কোনো অন্যায় করেনি। ওর স্টেপিংয়েও কোনও ভুল নেই। তাহলে আপনি ওকে বারবার সাবধান করছেন কেন? এতে আমাদের খেলার প্রতি মনোযোগ নষ্ট হচ্ছে।’ টিভি রিপ্লেতেও দেখা যায় শামির অ্যাকশনে কোনও ভুল ছিল না। প্রসঙ্গত জোহানেসবার্গে বিরাট ছিলেন না। কেপ টাউনে ফিরে এসেই বিরাট ভঙ্গিতেই অধিনায়কত্ব করে যাচ্ছেন কোহলি।