২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শীঘ্রই শুরু হতে চলেছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 32

পুবের কলম, ওয়েবডেস্কঃ গতকালই ভারতে টিকাকরণের এক বছর পূর্ণ হয়েছে। ইতিমধ্যেই দেশে ১৫৬ কোটি টিকা দেওয়া হয়েছে। ট্যুইটে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সহ স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এবার ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হতে চলেছে। মার্চের মাঝামাঝি সময় থেকে শুরু হতে পারে এই টিকাকরণ। সূত্রের খবর, ইতিমধ্যেই দেশের নিয়ন্ত্রক সংস্থার তরফে অনুমোদন  মিলেছে।

এদিকে ইতিমধ্যেই শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। এখনও পর্যন্ত ৩ কোটি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। এখনও চার কোটির টিকাকরণ হওয়া বাকি। সেটি সম্পূর্ণ হলেই ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকা দেওয়া শুরু হবে।

করোনার সঙ্গে লড়াইতে ভ্যাকসিনেশন একটি বড়সড় পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার পর থেকে এই সংক্রমণ আটকাতে শুরু হয় ভ্যাকসিনেশন। বিশেষজ্ঞদের মতে শিশুদের অনেক ধরনের ভ্যাকসিন চলতে থাকে বলে, তাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার বেশি বলে মনে করা হয়। তবে তাদেরও ভ্যাকসিন জরুরি। সেই কথা মাথায় রেখেই চলতি মাস থেকে শুরু হয় ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশন। এবার ভ্যাকসিনেশন শুরু হবে এবার ১২ থেকে ১৪ বছর বয়সীদের।

করোনার (COVID Pandemic) বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই শিশুদের টিকাকরণ শুরু হয়েছে। ধাপে ধাপে ভারতও সেই পথেই এগোবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শীঘ্রই শুরু হতে চলেছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ

আপডেট : ১৭ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ গতকালই ভারতে টিকাকরণের এক বছর পূর্ণ হয়েছে। ইতিমধ্যেই দেশে ১৫৬ কোটি টিকা দেওয়া হয়েছে। ট্যুইটে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সহ স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এবার ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হতে চলেছে। মার্চের মাঝামাঝি সময় থেকে শুরু হতে পারে এই টিকাকরণ। সূত্রের খবর, ইতিমধ্যেই দেশের নিয়ন্ত্রক সংস্থার তরফে অনুমোদন  মিলেছে।

এদিকে ইতিমধ্যেই শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। এখনও পর্যন্ত ৩ কোটি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। এখনও চার কোটির টিকাকরণ হওয়া বাকি। সেটি সম্পূর্ণ হলেই ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকা দেওয়া শুরু হবে।

করোনার সঙ্গে লড়াইতে ভ্যাকসিনেশন একটি বড়সড় পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার পর থেকে এই সংক্রমণ আটকাতে শুরু হয় ভ্যাকসিনেশন। বিশেষজ্ঞদের মতে শিশুদের অনেক ধরনের ভ্যাকসিন চলতে থাকে বলে, তাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার বেশি বলে মনে করা হয়। তবে তাদেরও ভ্যাকসিন জরুরি। সেই কথা মাথায় রেখেই চলতি মাস থেকে শুরু হয় ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশন। এবার ভ্যাকসিনেশন শুরু হবে এবার ১২ থেকে ১৪ বছর বয়সীদের।

করোনার (COVID Pandemic) বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই শিশুদের টিকাকরণ শুরু হয়েছে। ধাপে ধাপে ভারতও সেই পথেই এগোবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।