১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মরশুমের প্রথম শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 23

পুবের কলম, ওয়েবডেস্কঃ স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে চলতি মরশুমের প্রথম ট্রফি জিতল লস ব্ল্যাঙ্কোসরা। রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ফাইনাল ম্যাচে রিয়ালের হয়ে গোল দুটি করেন লুকা মডরিচ এবং করিম বেঞ্জেমা। করোনা নিয়ে দুশ্চিন্তা থাকলেও সউদি আরব জয় করেই স্পেনে ফিরতে মরিয়া ছিল রিয়াল। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে তারা। আর তার ফল হাতে নাতে পেল অ্যানসেলত্তির শিষ্যরা।

একের পর এক আক্রমণের জেরে ৩৮ মিনিটে সাফল্যের মুখ দেখে রিয়াল। রডরিগো দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে মডরিচের কাছে পাস দেন। মডরিচ বল জালে জড়িয়ে দিলে এগিয়ে যায় রিয়াল। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া রিয়াল বিরতির পর ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। করিম বেঞ্জেমার নেওয়া শট বক্সের ভেতর ইয়েরে আলভারেজের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে ফরাসি স্ট্রাইকার ফরাসি স্ট্রাইকার বেঞ্জেমা গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচের শেষ সময় যত ঘনিয়ে আসছিল, ততই আক্রমণে ধার বাড়িয়েছে রিয়াল। কিন্তু কাঙ্ক্ষিত সেই মুহূর্ত ধরা দিচ্ছিল না। নির্ধারিত সময়ের শেষ দিকে রাউল গার্সিয়ার হেড বক্সের ভেতর এডের মিলিতাওয়ের হাতে লাগার পর রেফারি বিলবাওয়ের পেনাল্টির সংকেত দেন। ভিএআরের শরণাপন্ন হওয়ার পর মিলিতাওকে লাল কার্ড দেখানো হলে রিয়াল দশ জনের দলে পরিণত হয়। গার্সিয়ার নেওয়া স্পট কিক দারুণ দক্ষতায় থিবো কুর্তোয়া প্রতিহত করলে বিলবাও গোলের ভালো সুযোগ হাতছাড়া করলে একজনের কম দল নিয়েও শিরোপা জয়ের আনন্দে ভাসে রিয়াল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মরশুমের প্রথম শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

আপডেট : ১৭ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে চলতি মরশুমের প্রথম ট্রফি জিতল লস ব্ল্যাঙ্কোসরা। রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ফাইনাল ম্যাচে রিয়ালের হয়ে গোল দুটি করেন লুকা মডরিচ এবং করিম বেঞ্জেমা। করোনা নিয়ে দুশ্চিন্তা থাকলেও সউদি আরব জয় করেই স্পেনে ফিরতে মরিয়া ছিল রিয়াল। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে তারা। আর তার ফল হাতে নাতে পেল অ্যানসেলত্তির শিষ্যরা।

একের পর এক আক্রমণের জেরে ৩৮ মিনিটে সাফল্যের মুখ দেখে রিয়াল। রডরিগো দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে মডরিচের কাছে পাস দেন। মডরিচ বল জালে জড়িয়ে দিলে এগিয়ে যায় রিয়াল। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া রিয়াল বিরতির পর ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। করিম বেঞ্জেমার নেওয়া শট বক্সের ভেতর ইয়েরে আলভারেজের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে ফরাসি স্ট্রাইকার ফরাসি স্ট্রাইকার বেঞ্জেমা গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচের শেষ সময় যত ঘনিয়ে আসছিল, ততই আক্রমণে ধার বাড়িয়েছে রিয়াল। কিন্তু কাঙ্ক্ষিত সেই মুহূর্ত ধরা দিচ্ছিল না। নির্ধারিত সময়ের শেষ দিকে রাউল গার্সিয়ার হেড বক্সের ভেতর এডের মিলিতাওয়ের হাতে লাগার পর রেফারি বিলবাওয়ের পেনাল্টির সংকেত দেন। ভিএআরের শরণাপন্ন হওয়ার পর মিলিতাওকে লাল কার্ড দেখানো হলে রিয়াল দশ জনের দলে পরিণত হয়। গার্সিয়ার নেওয়া স্পট কিক দারুণ দক্ষতায় থিবো কুর্তোয়া প্রতিহত করলে বিলবাও গোলের ভালো সুযোগ হাতছাড়া করলে একজনের কম দল নিয়েও শিরোপা জয়ের আনন্দে ভাসে রিয়াল।