০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত হলেন কিংবদন্তী কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ

 

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রয়াত হলেন কিংবদন্তী কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। মৃত্যু কালে বয়স হয়েছিল ৯৭ বছর। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আরও পড়ুন: ‘সাহিত্য, কমিকস জগতের অপূরণীয় ক্ষতি,’ নারায়ণ দেবনাথের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী 

আমাদের ছোটবেলায় ইউটিউব, স্মার্টফোন, ভিডিও গেম ছিলনা। ছিল মা, বাবার হাত ধরে বাংলা সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ।
তখন বাড়িতে আসত আনন্দলোক, নবকল্লোল ওসব তো বড়দের জন্য, আমাদের জন্য আসত শুকতারা, আনন্দমেলা।

আরও পড়ুন: অসুস্থ নারায়ণ দেবনাথকে দেখতে বাসভবনে সস্ত্রীক ধনকড়, প্রবাদপ্রতিম স্রষ্টার চিকিৎসার ভার নেবে রাজভবন, মন্তব্য রাজ্যপালের

শুকতারার পাতায় তখন ওই বিশাল বপু বাঁটুল আর মিচকে পটাশ হাঁদা ভোঁদার সঙ্গে পরিচয় হল। এরপর কিশোর ভারতীর হাত ধরে এল নন্টে-ফন্টে। সেই শুরু একটু বড় হয়ে জানতে পারা ওই কমিকসের স্রষ্টার নাম নারায়ণ দেবনাথ।

জন্ম ১৯২৫ সালে, হাওড়ার শিবপুরে। আদি নিবাস অবিভক্ত বাংলা বর্তমানের বাংলাদেশ হলেও নারায়ণ বাবুর জন্মের আগেই তাঁর পরিবার চলে আসে হাওড়ার শিবপুরের বাড়িতে।

হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায় প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের স্রষ্টা। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তাঁর লেখা ও আঁকা কমিকস ছোট-বড় বাঙালিকে মাতিয়ে রেখেছে। কমিক-স্ট্রিপ ছাড়াও তিনি শিশু-কিশোরদের উপন্যাস অলঙ্করণ করেছেন।

শুকতারা ও কিশোর ভারতী পত্রিকায় বাঁটুল, হাঁদা ভোঁদা, নন্টে- ফন্টে পড়ে বড় হয়েছেন অনেকেই।

বাংলা কমিকসের জগতে নারায়ণ দেবনাথের আগমন ঘটে দেব সাহিত্য কুটিরের সম্পাদকমণ্ডলীর উৎসাহে। তাঁর প্রথম কমিকস হাঁদা ভোঁদা নামটিও তাদের প্রস্তাবিত। সে সময় বাংলা কমিকস বলতে ছিল এক মাত্র প্রতুলচন্দ্র লাহিড়ির আঁকা শেয়াল পন্ডিত, যা তখন যুগান্তরে প্রকাশিত হত। হাঁদা ভোঁদা প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠকদের সমাদর পায় এবং শুকতারা থেকে নিয়মিত প্রকাশিত হতে থাকে।

মুখ্য/ধারাবাহিক কমিক চরিত্র
বাঁটুল দি গ্রেট
হাঁদা ভোঁদা
নন্টে ফন্টে
বাহাদুর বেড়াল
ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায়
ম্যাজিশিয়ান পটলচাঁদ
ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু
কৌশিক রায়
পেটুক মাস্টার বটুকলাল
শুঁটকি আর মুটকী

২০১১ সালে লালমাটি প্রকাশন তাঁর উচ্চমানের ও বিরল কাজগুলি পুনরায় প্রকাশ করে নারায়ণ দেবনাথ সমগ্র ১ম ও ২ খণ্ড হিসেবে। ২০১২ সালে প্রথম বাঁটুল ইংরেজিতে অনুবাদ করা হয়।

সন্মাননা
বঙ্গবিভূষণ ২০১৩

২ সাহিত্য একাডেমি (কেন্দ্রীয় সরকার পুরস্কার) ২০১৩

৩ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ২০১৪

৪ বিদ্যাসাগর পুরস্কার (২০১৬),

৫ পদ্মশ্রী পুরস্কার (২০২১)

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত হলেন কিংবদন্তী কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ

আপডেট : ১৮ জানুয়ারী ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রয়াত হলেন কিংবদন্তী কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। মৃত্যু কালে বয়স হয়েছিল ৯৭ বছর। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আরও পড়ুন: ‘সাহিত্য, কমিকস জগতের অপূরণীয় ক্ষতি,’ নারায়ণ দেবনাথের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী 

আমাদের ছোটবেলায় ইউটিউব, স্মার্টফোন, ভিডিও গেম ছিলনা। ছিল মা, বাবার হাত ধরে বাংলা সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ।
তখন বাড়িতে আসত আনন্দলোক, নবকল্লোল ওসব তো বড়দের জন্য, আমাদের জন্য আসত শুকতারা, আনন্দমেলা।

আরও পড়ুন: অসুস্থ নারায়ণ দেবনাথকে দেখতে বাসভবনে সস্ত্রীক ধনকড়, প্রবাদপ্রতিম স্রষ্টার চিকিৎসার ভার নেবে রাজভবন, মন্তব্য রাজ্যপালের

শুকতারার পাতায় তখন ওই বিশাল বপু বাঁটুল আর মিচকে পটাশ হাঁদা ভোঁদার সঙ্গে পরিচয় হল। এরপর কিশোর ভারতীর হাত ধরে এল নন্টে-ফন্টে। সেই শুরু একটু বড় হয়ে জানতে পারা ওই কমিকসের স্রষ্টার নাম নারায়ণ দেবনাথ।

জন্ম ১৯২৫ সালে, হাওড়ার শিবপুরে। আদি নিবাস অবিভক্ত বাংলা বর্তমানের বাংলাদেশ হলেও নারায়ণ বাবুর জন্মের আগেই তাঁর পরিবার চলে আসে হাওড়ার শিবপুরের বাড়িতে।

হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায় প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের স্রষ্টা। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তাঁর লেখা ও আঁকা কমিকস ছোট-বড় বাঙালিকে মাতিয়ে রেখেছে। কমিক-স্ট্রিপ ছাড়াও তিনি শিশু-কিশোরদের উপন্যাস অলঙ্করণ করেছেন।

শুকতারা ও কিশোর ভারতী পত্রিকায় বাঁটুল, হাঁদা ভোঁদা, নন্টে- ফন্টে পড়ে বড় হয়েছেন অনেকেই।

বাংলা কমিকসের জগতে নারায়ণ দেবনাথের আগমন ঘটে দেব সাহিত্য কুটিরের সম্পাদকমণ্ডলীর উৎসাহে। তাঁর প্রথম কমিকস হাঁদা ভোঁদা নামটিও তাদের প্রস্তাবিত। সে সময় বাংলা কমিকস বলতে ছিল এক মাত্র প্রতুলচন্দ্র লাহিড়ির আঁকা শেয়াল পন্ডিত, যা তখন যুগান্তরে প্রকাশিত হত। হাঁদা ভোঁদা প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠকদের সমাদর পায় এবং শুকতারা থেকে নিয়মিত প্রকাশিত হতে থাকে।

মুখ্য/ধারাবাহিক কমিক চরিত্র
বাঁটুল দি গ্রেট
হাঁদা ভোঁদা
নন্টে ফন্টে
বাহাদুর বেড়াল
ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায়
ম্যাজিশিয়ান পটলচাঁদ
ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু
কৌশিক রায়
পেটুক মাস্টার বটুকলাল
শুঁটকি আর মুটকী

২০১১ সালে লালমাটি প্রকাশন তাঁর উচ্চমানের ও বিরল কাজগুলি পুনরায় প্রকাশ করে নারায়ণ দেবনাথ সমগ্র ১ম ও ২ খণ্ড হিসেবে। ২০১২ সালে প্রথম বাঁটুল ইংরেজিতে অনুবাদ করা হয়।

সন্মাননা
বঙ্গবিভূষণ ২০১৩

২ সাহিত্য একাডেমি (কেন্দ্রীয় সরকার পুরস্কার) ২০১৩

৩ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ২০১৪

৪ বিদ্যাসাগর পুরস্কার (২০১৬),

৫ পদ্মশ্রী পুরস্কার (২০২১)