আফগানিস্তানে ভূমিকম্প, কমপক্ষে ২৬ জনের প্রাণহানি, কম্পন উত্তর পূর্ব ভারতেও

- আপডেট : ১৮ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
- / 75
পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তানে ভূমিকম্প। সোমবার সকালে এই ভূমিকম্প হয়। অন্তত ২৬ জনের প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। পর পর দুবার কেঁপে ওঠে এলাকা। প্রথমবার কম্পনের মাত্রা ছিল ৫.৩। ঘন্টা দুয়েক পর ফের কেঁপে ওঠে ওই এলাকা। দ্বিতীয়বার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯। দুটি ভূমিকম্পের উৎসস্থলের মধ্যেও বেশি দূরত্ব ছিল না। প্রথমের ভূমিকম্পের উৎসস্থল ছিল বাদঘিস প্রদেশের রাজধানী কোয়াল-ই-নইয়ের ৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। কোয়াল-ই-নইয়ের দক্ষিণ-পূর্বে ৫০ কিলোমিটার দূরে দ্বিতীয় ভূমিকম্পের উৎসস্থল ছিল।
দেশটির পশ্চিমাঞ্চলের বাদগিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি জানান, ভূমিকম্পের সময় প্রদেশের ক্বাদিস জেলায় ভবনের ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচ মহিলা ও চার শিশু রয়েছে। আহত হয়েছে চারজন। ক্ষতি হয়েছে প্রদেশের মুক্বর জেলাতেও। তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে মূলত ভূমিকম্পের প্রবণতা বেশি। এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।
এর আগে ২০১৫ সালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে প্রায় ২৮০ জনের প্রাণহানি ঘটে। সেই ভূমিকম্পে স্কুল ভবন থেকে বের হতে গিয়ে পদপিষ্ট হয়ে ১২ আফগান কিশোরীর মৃত্যু হয়।
অন্যদিকে সোমবার ভূমিকম্প হয়েছে উত্তর পূর্ব ভারতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫ ও ৩.৮। প্রথম কম্পনটি হয় মাঝরাতে ২.১১ নাগাদ। অপর কম্পনটি হয় ভোররাত ২.৩৯ নাগাদ। এনসিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আসামের কাছাড় জেলায়। কম্পনের গভীরতা ছিল ৩৫ কিলোমিটার জুড়ে। দ্বিতীয় কম্পনের উৎপত্তিস্থল মণিপুরের কাংপোকপি এলাকায় কেন্দ্রস্থল।