২৬ জানুয়ারির আগে মাও হামলার আশঙ্কা, রাজ্যকে সতর্ক করল আইবি

- আপডেট : ২০ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার
- / 70
পুবের কলম, ওয়েবডেস্কঃ ২৬ জানুয়ারির আগে মাও হামলার আশঙ্কা। রাজ্য ও রেলকে সতর্ক করল আইবি। ঝাড়গ্রাম, খড়গপুর, পুরুলিয়া থেকে ছাড়া ট্রেনে মাও হামলার আশঙ্কা রয়েছে।
ইতিমধ্যেই জঙ্গি হামলার আশঙ্কায় দেশজুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছে। এই নির্দেশ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকছে। দিল্লি পুলিশের তরফ থেকে সর্বত্র নজরদারি চালানো হচ্ছে।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (নতুন দিল্লি) দীপক যাদব বলেছেন, সিসিটিভির নজরদারিতে থাকবে প্রজাতন্ত দিবসের অনুষ্ঠান। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় পুলিশ, বিশেষ সেল, বিশেষ শাখা, ট্রাফিক, সোয়াট (সর্ব-মহিলা বিশেষ অস্ত্র এবং কৌশল) সহ দিল্লি পুলিশের ইউনিট এবং আধাসামরিক বাহিনী ছাড়াও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের দলগুলিও মোতায়েন থাকবে। অতিরিক্ত নজরদারির জন্য সুউচ্চ ভবনে পুলিশ মোতায়েন থাকছে। যে কোনও প্রতিকূল বিমানকে নজরদারি ও মোকাবিলায় একটি এয়ার ডিফেন্স বন্দুকও থাকবে। প্রজাতন্ত দিবসে একমাত্র যারা টিকার দুটি ডোজ নিয়েছেন তারাই উপস্থিত থাকতে পারবে শিশুদের কোনও অনুমতি নেই। এই বছরের অনুষ্ঠানে প্রায় ১৪, হাজার আমন্ত্রিতদের অনুমতি দেওয়া হয়েছে। যার মধ্যে জনসাধারণের জন্য প্রায় ৪০০০টি টিকিট ইস্যু করা হয়েছে।দিল্লি পুলিশ আরও জানিয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়ে গোটা রাজধানীকে। বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। যে কোনও সন্ত্রাস মূলক ব্যবস্থা দেখলেই বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।