০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনীতির স্বার্থে হিন্দুত্ববাদ কে ব্যবহার করছে বিজেপি” সরব উদ্ধব

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ” রাজনীতির স্বার্থে হিন্দুত্ববাদ কে ব্যবহার করছে বিজেপি” শিবসেনা প্রতিষ্ঠাতা তথা বাল থ্যাকারের ৯৬ তম জন্মদিবসে এইভাবেই তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন তাঁর জেষ্ঠ্যপুত্র তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

এখানেই শেষ নয় উদ্ধব আরও বলেন বিজেপির সঙ্গে জোট করে ২৫ বছর নষ্ট করেছে শিবসেনা। চাঁছাছোলা ভাষায় উদ্ধব বলেন ” আমরা বিজেপি ছেড়েছি কিন্তু হিন্দুত্ব নয়, বিজেপি হিন্দুত্বের সমার্থক নয়,আমরা হিন্দুত্বের জন্য ক্ষমতা চেয়েছিলাম। আমরা ক্ষমতা পাওয়ার জন্য হিন্দুত্বকে ব্যবহার করিনি।’’

আরও পড়ুন: নীতীশের ডেপুটি সম্রাট-বিজয়, ১৯ মন্ত্রীর মধ্যে ১০ মন্ত্রীই বিজেপির

২০১৯ সালেই বিজেপির হাত ছেড়েছিল শিবসেনা। তারপর গড়িয়েছে অনেক জল। কিন্তু বিজেপির ওপর যে শিবসেনার ক্ষোভ এতটুকু প্রশমিত হয়নি তার প্রমাণ আরও একবার মিলল।

আরও পড়ুন: ৭ রাজ্যের ৮ উপনির্বাচনে বিজেপির পরাজয় ৬ আসনে

উল্লেখ্য  ২৩ জানুয়ারি  ছিল  বাল থ্যাকারের জন্মদিবস। দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল  বক্তব্যে এই ভাবে  তোপ দাগেন উদ্ধব।

 

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘জয় শ্রী রাম’ বলাতে চাপ, বিজেপির রাজ্যে নির্যাতনের শিকার কাশ্মীরি ব্যবসায়ীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজনীতির স্বার্থে হিন্দুত্ববাদ কে ব্যবহার করছে বিজেপি” সরব উদ্ধব

আপডেট : ২৪ জানুয়ারী ২০২২, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ” রাজনীতির স্বার্থে হিন্দুত্ববাদ কে ব্যবহার করছে বিজেপি” শিবসেনা প্রতিষ্ঠাতা তথা বাল থ্যাকারের ৯৬ তম জন্মদিবসে এইভাবেই তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন তাঁর জেষ্ঠ্যপুত্র তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

এখানেই শেষ নয় উদ্ধব আরও বলেন বিজেপির সঙ্গে জোট করে ২৫ বছর নষ্ট করেছে শিবসেনা। চাঁছাছোলা ভাষায় উদ্ধব বলেন ” আমরা বিজেপি ছেড়েছি কিন্তু হিন্দুত্ব নয়, বিজেপি হিন্দুত্বের সমার্থক নয়,আমরা হিন্দুত্বের জন্য ক্ষমতা চেয়েছিলাম। আমরা ক্ষমতা পাওয়ার জন্য হিন্দুত্বকে ব্যবহার করিনি।’’

আরও পড়ুন: নীতীশের ডেপুটি সম্রাট-বিজয়, ১৯ মন্ত্রীর মধ্যে ১০ মন্ত্রীই বিজেপির

২০১৯ সালেই বিজেপির হাত ছেড়েছিল শিবসেনা। তারপর গড়িয়েছে অনেক জল। কিন্তু বিজেপির ওপর যে শিবসেনার ক্ষোভ এতটুকু প্রশমিত হয়নি তার প্রমাণ আরও একবার মিলল।

আরও পড়ুন: ৭ রাজ্যের ৮ উপনির্বাচনে বিজেপির পরাজয় ৬ আসনে

উল্লেখ্য  ২৩ জানুয়ারি  ছিল  বাল থ্যাকারের জন্মদিবস। দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল  বক্তব্যে এই ভাবে  তোপ দাগেন উদ্ধব।