১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বামফ্রন্ট চেয়ারম্যান পদ থেকে সরছেন বিমান বসু, যুগাবসান আলিমুদ্দিনে!

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৫ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 68

পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্য বামফ্রন্টের সাংগঠনিক পদে কি এবার রদবদল? ফ্রন্ট চেয়ারম্যান পদ থেকে সরছেন অশীতিপর বিমান বসু!। আপাতত আলিমুদ্দিনের অন্দরমহলে এখন কান পাতলে এমনটাই ফিসফাস শোনা যাচ্ছে।একটু ফিরে দেখা যাক সেই ১৯৯৭ সালের কথা প্রয়াত হলেন তৎকালীন বামফ্রন্ট চেয়ারম্যান শৈলেন দাশগুপ্ত। এরপর দায়িত্বে আসেন বিমান। সেই শুরু। এরপর ২০০৬ সালে তৎকালীন রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বিশ্বাস প্রয়াত হলেন, এবার রাজ্য সম্পাদেকের দায়িত্ব বর্তালো এই রাজ্যের বামপন্থী রাজনীতির “পিতামহ ভীষ্ম” বিমান বসুর( Biman Bose) ওপর। যোগ্য নেতৃত্বে আলিমুদ্দিনের অন্দরমহল থেকেই চলছিল দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ।

তবে ছন্দপতন হল ২০১১ সালে। ৩৪ বছর পর রাজ্যে ক্ষমতা হারালো বামফ্রন্ট।রাজ্যজুড়ে পরিবর্তনের ঝড়ে খড়কুটোর মত ভেসে গেল লাল পার্টি। ক্ষমতায় এল তৃণমূল কংগ্রেস (Tmc) । মুখ্যমন্ত্রী হলেন মমতা  বন্দ্যোপাধ্যায় । এরপর যতদিন এগিয়েছে রাজ্যে বামফ্রন্টের রক্তিম সূর্য অস্মমিত হয়েছে।কংগ্রেস, আইএসএফ একের পর জোটসঙ্গীর হাত ধরেও ২০২১ এর বিধানসভা নির্বাচনে একটাও আসন পেতে ব্যর্থ হয় বামফ্রন্ট এবং তার জোটসঙ্গীরা।

আরও পড়ুন: ২০২৬-এ বিধানসভা নির্বাচনে কি বামেদের সঙ্গে জোট? Biman Bose-কে চিঠি নওশাদ সিদ্দিকীর

আগে থেকেই  বারংবার রাজ্য বাম নেতৃত্বের বদলের দাবি উঠে আসছিল। নতুন মুখ, তরুণদের সামনে আনার দাবি উঠছিল দলের মধ্যে থেকেই।বিমান ( Biman Bose).এবার তবে কে বিমান বাবুর ( Biman Bose).এবার স্থলাভিষিক্ত হতে চলেছেন? অবশ্যই দৌড়ে এগিয়ে আছেন সূর্যকান্ত মিশ্র ( Suryakanta Mishra) ।আগামী ১৫-১৭ মার্চ কলকাতায়  রয়েছে সিপিআইএমের ( cpim) এর রাজ্য সন্মেলন। সেখানেই এই প্রস্তাব উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বিমান বসুর নেতৃত্বে হাওড়ায় বালিখাল থেকে শান্তি সম্প্রীতির মহামিছিল ঘিরে উত্তেজনা

তবে বিমান বসু ( Biman Bose). মানে নিজেই একটা অধ্যায়। উল্লেখ্য ২০০৬ সালে সিঙ্গুর- নন্দীগ্রাম পর্বে যখন সেইসময়ে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেন আরএসপি ( Rsp)  ফরওয়ার্ড ব্লকের সমস্ত শীর্ষ নেতা, সেই বিদ্রোহ কঠিন হাতে দমন করেন বিমান বসু ( Biman Bose).জোটসঙ্গী হিসেবে কংগ্রেস এবং আইএসএফের হাত ধরা নিয়ে দলের মধ্যে যে বিদ্রোহের বাতাবরণ দেখা যায় তা নেভাতেও বাম রাজনীতির এই “পিতামহ ভীস্মের” ভূমিকা ছিল অনস্বীকার্য।  তাই এই হেন বিমান বসুর ( Biman Bose)উত্তরাধিকার কে হতে চলেছেন এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

আরও পড়ুন: অনুব্রতর কটাক্ষের জবাবে কটাক্ষ বিমানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বামফ্রন্ট চেয়ারম্যান পদ থেকে সরছেন বিমান বসু, যুগাবসান আলিমুদ্দিনে!

আপডেট : ২৫ জানুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্য বামফ্রন্টের সাংগঠনিক পদে কি এবার রদবদল? ফ্রন্ট চেয়ারম্যান পদ থেকে সরছেন অশীতিপর বিমান বসু!। আপাতত আলিমুদ্দিনের অন্দরমহলে এখন কান পাতলে এমনটাই ফিসফাস শোনা যাচ্ছে।একটু ফিরে দেখা যাক সেই ১৯৯৭ সালের কথা প্রয়াত হলেন তৎকালীন বামফ্রন্ট চেয়ারম্যান শৈলেন দাশগুপ্ত। এরপর দায়িত্বে আসেন বিমান। সেই শুরু। এরপর ২০০৬ সালে তৎকালীন রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বিশ্বাস প্রয়াত হলেন, এবার রাজ্য সম্পাদেকের দায়িত্ব বর্তালো এই রাজ্যের বামপন্থী রাজনীতির “পিতামহ ভীষ্ম” বিমান বসুর( Biman Bose) ওপর। যোগ্য নেতৃত্বে আলিমুদ্দিনের অন্দরমহল থেকেই চলছিল দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ।

তবে ছন্দপতন হল ২০১১ সালে। ৩৪ বছর পর রাজ্যে ক্ষমতা হারালো বামফ্রন্ট।রাজ্যজুড়ে পরিবর্তনের ঝড়ে খড়কুটোর মত ভেসে গেল লাল পার্টি। ক্ষমতায় এল তৃণমূল কংগ্রেস (Tmc) । মুখ্যমন্ত্রী হলেন মমতা  বন্দ্যোপাধ্যায় । এরপর যতদিন এগিয়েছে রাজ্যে বামফ্রন্টের রক্তিম সূর্য অস্মমিত হয়েছে।কংগ্রেস, আইএসএফ একের পর জোটসঙ্গীর হাত ধরেও ২০২১ এর বিধানসভা নির্বাচনে একটাও আসন পেতে ব্যর্থ হয় বামফ্রন্ট এবং তার জোটসঙ্গীরা।

আরও পড়ুন: ২০২৬-এ বিধানসভা নির্বাচনে কি বামেদের সঙ্গে জোট? Biman Bose-কে চিঠি নওশাদ সিদ্দিকীর

আগে থেকেই  বারংবার রাজ্য বাম নেতৃত্বের বদলের দাবি উঠে আসছিল। নতুন মুখ, তরুণদের সামনে আনার দাবি উঠছিল দলের মধ্যে থেকেই।বিমান ( Biman Bose).এবার তবে কে বিমান বাবুর ( Biman Bose).এবার স্থলাভিষিক্ত হতে চলেছেন? অবশ্যই দৌড়ে এগিয়ে আছেন সূর্যকান্ত মিশ্র ( Suryakanta Mishra) ।আগামী ১৫-১৭ মার্চ কলকাতায়  রয়েছে সিপিআইএমের ( cpim) এর রাজ্য সন্মেলন। সেখানেই এই প্রস্তাব উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বিমান বসুর নেতৃত্বে হাওড়ায় বালিখাল থেকে শান্তি সম্প্রীতির মহামিছিল ঘিরে উত্তেজনা

তবে বিমান বসু ( Biman Bose). মানে নিজেই একটা অধ্যায়। উল্লেখ্য ২০০৬ সালে সিঙ্গুর- নন্দীগ্রাম পর্বে যখন সেইসময়ে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেন আরএসপি ( Rsp)  ফরওয়ার্ড ব্লকের সমস্ত শীর্ষ নেতা, সেই বিদ্রোহ কঠিন হাতে দমন করেন বিমান বসু ( Biman Bose).জোটসঙ্গী হিসেবে কংগ্রেস এবং আইএসএফের হাত ধরা নিয়ে দলের মধ্যে যে বিদ্রোহের বাতাবরণ দেখা যায় তা নেভাতেও বাম রাজনীতির এই “পিতামহ ভীস্মের” ভূমিকা ছিল অনস্বীকার্য।  তাই এই হেন বিমান বসুর ( Biman Bose)উত্তরাধিকার কে হতে চলেছেন এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

আরও পড়ুন: অনুব্রতর কটাক্ষের জবাবে কটাক্ষ বিমানের