০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জয় শ্রীরাম বললে সস্তায় পাব? বিজেপিকে কটাক্ষ কুণালের

সুস্মিতা
  • আপডেট : ১১ জুলাই ২০২১, রবিবার
  • / 21

পুবের কলম ওয়েব ডেস্ক: রবিবার কাঁকুড়গাছিতে শাসকদলের একটি কর্মসূচি ছিল। কুণাল ঘোষ ছাড়াও মন্ত্রী সাধন পাণ্ডে-সহ অন্যান্যরা ছিলেন সেখানে। রবিবার হঠাৎই সভাস্থল সংলগ্ন পেট্রল পাম্পে হাজির হন কুণালবাবু। সেখানে গিয়ে প্রশ্নের সুরে বলেন, “আমি হিন্দু, জয় শ্রীরাম বলতে রাজি আছি, সেক্ষেত্রে কি একটু সস্তায় পেট্রল দেওয়া যাবে?” এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান পাম্প কর্মীরা। তবে তাঁরা সাফ জানান যে, পেট্রলের দাম সকলের জন্যই সমান। এরপর সভামঞ্চ থেকে বিজেপির কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে কুণাল ঘোষ বলেন, “যাঁরা বিজেপিকে ভোট দিলেন, তাঁরা জয় শ্রীরাম বললেও সস্তায় পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস পাবেন না। বিজেপি বরাবর মানুষকে ভুল বুঝিয়েছে। মানুষের পাশে দাঁড়ায়নি।”
তিন জ্বালানির জ্বালায় নাজেহাল জনতা। মূলবৃদ্ধির জন্য বারবার মোদি সরকারকে দুষছে তৃণমূল। এই পরিস্থিতিতে সরাসরি পেট্রল পাম্পে গিয়ে অভিনব ভাবে বিজেপি সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জয় শ্রীরাম বললে সস্তায় পাব? বিজেপিকে কটাক্ষ কুণালের

আপডেট : ১১ জুলাই ২০২১, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: রবিবার কাঁকুড়গাছিতে শাসকদলের একটি কর্মসূচি ছিল। কুণাল ঘোষ ছাড়াও মন্ত্রী সাধন পাণ্ডে-সহ অন্যান্যরা ছিলেন সেখানে। রবিবার হঠাৎই সভাস্থল সংলগ্ন পেট্রল পাম্পে হাজির হন কুণালবাবু। সেখানে গিয়ে প্রশ্নের সুরে বলেন, “আমি হিন্দু, জয় শ্রীরাম বলতে রাজি আছি, সেক্ষেত্রে কি একটু সস্তায় পেট্রল দেওয়া যাবে?” এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক হয়ে যান পাম্প কর্মীরা। তবে তাঁরা সাফ জানান যে, পেট্রলের দাম সকলের জন্যই সমান। এরপর সভামঞ্চ থেকে বিজেপির কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে কুণাল ঘোষ বলেন, “যাঁরা বিজেপিকে ভোট দিলেন, তাঁরা জয় শ্রীরাম বললেও সস্তায় পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস পাবেন না। বিজেপি বরাবর মানুষকে ভুল বুঝিয়েছে। মানুষের পাশে দাঁড়ায়নি।”
তিন জ্বালানির জ্বালায় নাজেহাল জনতা। মূলবৃদ্ধির জন্য বারবার মোদি সরকারকে দুষছে তৃণমূল। এই পরিস্থিতিতে সরাসরি পেট্রল পাম্পে গিয়ে অভিনব ভাবে বিজেপি সরকারকে আক্রমণ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ।