২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গান্ধি হত্যার দিনেই শিবরাজের পুলিশের সামনেই ‘গডসে জিন্দাবাদ’ স্লোগান

মাসুদ আলি
  • আপডেট : ৩০ জানুয়ারী ২০২২, রবিবার
  • / 52

পুবের কলম ওয়েবডেস্ক : রবিবার ছিল মহাত্মা গান্ধীর হত্যা বার্ষিকি।এদিন হিন্দু মহাসভা গান্ধির খুনি নাথুরাম গডসে এবং গান্ধি হত্যার বিচারের সহ-অভিযুক্ত নারায়ণ আপ্তেকে শ্রদ্ধা জানায়। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে পুলিশের সামনে তারা গডসে জিন্দাবাদ স্লোগান দেয়।

হিন্দু মহাসভার জাতীয় সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ গোয়ালিয়র থেকে ফোনে সংবাদ মাধ্যমকে জানান, ‘আমরা পাকলিস্তান যাতে ভারতের সঙ্গে ফের জুড়ে যায়, ভারত যাতে ফের অখণ্ড হয় তাঁর জন্য আমরা ভারত মাতার ‘আরতি’ করেছি।১৯৪৮ সালের ৩০ জানুয়ারী গডসে ও আপ্তেকে গ্রেফতার করা হয়। আমাদের ক্ষোভ সে কারণেই। সে কারণেই আমরা ৩০ জানুয়ারি ‘গডসে আপতে স্মৃতি দিবস’ হিসাবে পালন করে আসছি। ‘রোববার জাতির পিতার ৭৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে গোটা দেশ।তখন হিন্দু মহাসভা দাবি করছে সম্মান জানাতে হবে গডসেকে। ভারত রত্ন হবে গান্ধির খুনি গডসেকে।

আরও পড়ুন: তাজমহলে উরস বন্ধের দাবিতে কোর্টে হিন্দু মহাসভা

গোয়ালিয়রের দৌলতগঞ্জ এলাকায় মহাসভার অফিসে অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ভরদ্বাজ দাবি করেন যে হিন্দু মহাসভা স্বাধীনতা সংগ্রামে বিশাল অবদান রেখেছে।

আরও পড়ুন: মিরাটের নাম বদলে রখা হবে নাথুরাম গডসে নগর, ইস্তেহার প্রকাশ করে জানাল হিন্দু  মহাসভা

মহাসভার এই নেতা বলেন,”মানুষকে এই বিশ্বাসে বিভ্রান্ত করা উচিত নয় যে ভারত স্বাধীনতা পেয়েছে চরকার কারণে।গত নভেম্বরে, হিন্দু মহাসভা বলেছিল যে তারা হরিয়ানার আম্বালা কেন্দ্রীয় কারাগার থেকে আনা মাটি ব্যবহার করে নাথুরাম গডসের একটি মূর্তি তৈরি করবে। এই আম্বালায় ১৯৪৯ সালে ফাঁসি দেওয়া হয়েছিল।২০১৭ এর নভেম্বরে গোয়ালিয়র জেলা কর্তৃপক্ষ গডসের আবক্ষ মূর্তি বাজেয়াপ্ত করেছিল।

আরও পড়ুন: বাপুকে হত্যার অস্ত্র গডসেকে জোগাড় করে দিয়েছিলেন সাভারকার বিস্ফোরক মন্তব্য তুষার গান্ধির   

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গান্ধি হত্যার দিনেই শিবরাজের পুলিশের সামনেই ‘গডসে জিন্দাবাদ’ স্লোগান

আপডেট : ৩০ জানুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : রবিবার ছিল মহাত্মা গান্ধীর হত্যা বার্ষিকি।এদিন হিন্দু মহাসভা গান্ধির খুনি নাথুরাম গডসে এবং গান্ধি হত্যার বিচারের সহ-অভিযুক্ত নারায়ণ আপ্তেকে শ্রদ্ধা জানায়। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে পুলিশের সামনে তারা গডসে জিন্দাবাদ স্লোগান দেয়।

হিন্দু মহাসভার জাতীয় সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ গোয়ালিয়র থেকে ফোনে সংবাদ মাধ্যমকে জানান, ‘আমরা পাকলিস্তান যাতে ভারতের সঙ্গে ফের জুড়ে যায়, ভারত যাতে ফের অখণ্ড হয় তাঁর জন্য আমরা ভারত মাতার ‘আরতি’ করেছি।১৯৪৮ সালের ৩০ জানুয়ারী গডসে ও আপ্তেকে গ্রেফতার করা হয়। আমাদের ক্ষোভ সে কারণেই। সে কারণেই আমরা ৩০ জানুয়ারি ‘গডসে আপতে স্মৃতি দিবস’ হিসাবে পালন করে আসছি। ‘রোববার জাতির পিতার ৭৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে গোটা দেশ।তখন হিন্দু মহাসভা দাবি করছে সম্মান জানাতে হবে গডসেকে। ভারত রত্ন হবে গান্ধির খুনি গডসেকে।

আরও পড়ুন: তাজমহলে উরস বন্ধের দাবিতে কোর্টে হিন্দু মহাসভা

গোয়ালিয়রের দৌলতগঞ্জ এলাকায় মহাসভার অফিসে অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ভরদ্বাজ দাবি করেন যে হিন্দু মহাসভা স্বাধীনতা সংগ্রামে বিশাল অবদান রেখেছে।

আরও পড়ুন: মিরাটের নাম বদলে রখা হবে নাথুরাম গডসে নগর, ইস্তেহার প্রকাশ করে জানাল হিন্দু  মহাসভা

মহাসভার এই নেতা বলেন,”মানুষকে এই বিশ্বাসে বিভ্রান্ত করা উচিত নয় যে ভারত স্বাধীনতা পেয়েছে চরকার কারণে।গত নভেম্বরে, হিন্দু মহাসভা বলেছিল যে তারা হরিয়ানার আম্বালা কেন্দ্রীয় কারাগার থেকে আনা মাটি ব্যবহার করে নাথুরাম গডসের একটি মূর্তি তৈরি করবে। এই আম্বালায় ১৯৪৯ সালে ফাঁসি দেওয়া হয়েছিল।২০১৭ এর নভেম্বরে গোয়ালিয়র জেলা কর্তৃপক্ষ গডসের আবক্ষ মূর্তি বাজেয়াপ্ত করেছিল।

আরও পড়ুন: বাপুকে হত্যার অস্ত্র গডসেকে জোগাড় করে দিয়েছিলেন সাভারকার বিস্ফোরক মন্তব্য তুষার গান্ধির