০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফিরহাদ হাকিমের উদ্যোগে নয়া বাসরুট পেল মেটিয়াবুরুজ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 83

পুবের কলম প্রতিবেদক: নয়া বাসরুট পেল মেটিয়াবুরুজ। ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বাসরুট চালু হল। মঙ্গলবার পরিবহন দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল এবং মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক মোল্লা উদ্বোধন করেন।

বিধায়ক জানান, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পরিবহন দফতের মন্ত্রী ফিরহাদ হাকিমের সহযোগিতায় নতুন বাসরুট পেলেন মেটিয়াবুরুজের মানুষ। বাসটি মেটিয়াবুরুজ সুপার স্পেশালিট হাসপাতাল থেকে ভায়া সন্তোষপুর হয়ে বেহালা ১৪ নং র্পযন্ত এস-৬৩ রুটে বাস চলাচল করব। এই পরিষেবা চালু হওয়ায় পোশাক শিল্পের জন্য খ্যাত মেটিয়াবুরুজ এবং ডায়মন্ডহারবাররে মানুষ বিপুলভাবে উপকৃত হবেন।

আরও পড়ুন: মেটিয়াবুরুজে নবাব ওয়াজিদ আলি শাহের ইতিহাস দেখাবে ‘নিবিড়’

আরও পড়ুন: হিজাবকে সঙ্গী করে মার্শাল আর্টে দেশের মুখ উজ্জ্বল করতে চান মেটিয়াবুরুজের ইডেন নেসা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিরহাদ হাকিমের উদ্যোগে নয়া বাসরুট পেল মেটিয়াবুরুজ

আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: নয়া বাসরুট পেল মেটিয়াবুরুজ। ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বাসরুট চালু হল। মঙ্গলবার পরিবহন দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল এবং মেটিয়াবুরুজের বিধায়ক আবদুল খালেক মোল্লা উদ্বোধন করেন।

বিধায়ক জানান, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পরিবহন দফতের মন্ত্রী ফিরহাদ হাকিমের সহযোগিতায় নতুন বাসরুট পেলেন মেটিয়াবুরুজের মানুষ। বাসটি মেটিয়াবুরুজ সুপার স্পেশালিট হাসপাতাল থেকে ভায়া সন্তোষপুর হয়ে বেহালা ১৪ নং র্পযন্ত এস-৬৩ রুটে বাস চলাচল করব। এই পরিষেবা চালু হওয়ায় পোশাক শিল্পের জন্য খ্যাত মেটিয়াবুরুজ এবং ডায়মন্ডহারবাররে মানুষ বিপুলভাবে উপকৃত হবেন।

আরও পড়ুন: মেটিয়াবুরুজে নবাব ওয়াজিদ আলি শাহের ইতিহাস দেখাবে ‘নিবিড়’

আরও পড়ুন: হিজাবকে সঙ্গী করে মার্শাল আর্টে দেশের মুখ উজ্জ্বল করতে চান মেটিয়াবুরুজের ইডেন নেসা