২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খাল সংস্কারে জোর কলকাতা পুরসভার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 55

পুবের কলম প্রতিবেদকঃ বর্ষায় শহরের জল যন্ত্রণা লাঘব করতে খাল সংস্কারে জোর দিচ্ছে কলকাতা পুরসভা। একইসঙ্গে খাল সংস্কারের সেচ দফতর যাতে আরও দ্রুততার সঙ্গে কাজ করে সে বিষযেüও নজরদারি করা হবে। মেয়র জানান, গতবছর একবার জুন মাসে এবং পরবর্তী সমযেü নভেম্বর মাসে দু’দফায়, শেষ দফতরকে খাল সংস্কারের কথা বলা হযü। কিন্তু এখন পর্যন্ত শহরের একটি মাত্র খালে কাজ শুরু করতে পেরেছে সেচ দফতর। বেশ কযেüকটি খাল সেগুলির সংস্কারের কাজ সরকারি প্রক্রিয়ার মধ্যে আটকে রয়েছে।

 

আরও পড়ুন: জানুয়ারি থেকে ডেঙ্গু অভিযানে নামছে কলকাতা পুরসভা

ফিরহাদ হাকিমের দাবি বাম আমল থেকেই সংগ্রহ এলাকায় জবরদখল হওয়ায়, জেরে খাল থেকে পলি তোলার না কাজ করতে পারছে না সেচদফতর। ফলতো গোটা প্রক্রিয়াটি দীর্ঘতর হয়ে চলেছে। যদিও এদিন নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং, জানিয়েছেন, আগামী বর্ষাযü বেহালা, যাদবপুরের, মানুষকে আর পাঁচ থেকে ছয় দিন জল জমে যন্ত্রণা ভোগ করতে হবে না। তার দাবি লক গেট সংলগ্ন এলাকায়, লিফটিং স্টেশন তৈরি করছে পুরসভা ইতিমধ্যে যা ছটি তৈরি হযেü গিযেüছে। বাকি গুলোর জন্য আর্থিক বরাদ্দ করেছেন মেয়র সেগুলো দ্রুত তৈরি হযেü যাবে। মেযüর আরও জানিয়েছেন, খাল সংস্কারের সেচ দফতরকে সাহায্য করতে প্রস্তুত কলকাতা পুরসভা। জবর দখলকারী এখনো বসে চলেছে তার বেশ কিছু ছবি সেচ দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আদিগঙ্গা  সংস্কারের কাজ শুরু করল কলকাতা পুরসভা

আরও পড়ুন: ইতিহাসে প্রথম পরিবেশবিদ নিয়োগ কলকাতা পুরসভায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খাল সংস্কারে জোর কলকাতা পুরসভার

আপডেট : ৩ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদকঃ বর্ষায় শহরের জল যন্ত্রণা লাঘব করতে খাল সংস্কারে জোর দিচ্ছে কলকাতা পুরসভা। একইসঙ্গে খাল সংস্কারের সেচ দফতর যাতে আরও দ্রুততার সঙ্গে কাজ করে সে বিষযেüও নজরদারি করা হবে। মেয়র জানান, গতবছর একবার জুন মাসে এবং পরবর্তী সমযেü নভেম্বর মাসে দু’দফায়, শেষ দফতরকে খাল সংস্কারের কথা বলা হযü। কিন্তু এখন পর্যন্ত শহরের একটি মাত্র খালে কাজ শুরু করতে পেরেছে সেচ দফতর। বেশ কযেüকটি খাল সেগুলির সংস্কারের কাজ সরকারি প্রক্রিয়ার মধ্যে আটকে রয়েছে।

 

আরও পড়ুন: জানুয়ারি থেকে ডেঙ্গু অভিযানে নামছে কলকাতা পুরসভা

ফিরহাদ হাকিমের দাবি বাম আমল থেকেই সংগ্রহ এলাকায় জবরদখল হওয়ায়, জেরে খাল থেকে পলি তোলার না কাজ করতে পারছে না সেচদফতর। ফলতো গোটা প্রক্রিয়াটি দীর্ঘতর হয়ে চলেছে। যদিও এদিন নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং, জানিয়েছেন, আগামী বর্ষাযü বেহালা, যাদবপুরের, মানুষকে আর পাঁচ থেকে ছয় দিন জল জমে যন্ত্রণা ভোগ করতে হবে না। তার দাবি লক গেট সংলগ্ন এলাকায়, লিফটিং স্টেশন তৈরি করছে পুরসভা ইতিমধ্যে যা ছটি তৈরি হযেü গিযেüছে। বাকি গুলোর জন্য আর্থিক বরাদ্দ করেছেন মেয়র সেগুলো দ্রুত তৈরি হযেü যাবে। মেযüর আরও জানিয়েছেন, খাল সংস্কারের সেচ দফতরকে সাহায্য করতে প্রস্তুত কলকাতা পুরসভা। জবর দখলকারী এখনো বসে চলেছে তার বেশ কিছু ছবি সেচ দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আদিগঙ্গা  সংস্কারের কাজ শুরু করল কলকাতা পুরসভা

আরও পড়ুন: ইতিহাসে প্রথম পরিবেশবিদ নিয়োগ কলকাতা পুরসভায়