২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাঠে ধূমপান করে শাস্তির কবলে আফগান ক্রিকেটার মুহাম্মদ শেহজাদ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
  • / 35

পুবের কলম, ওয়েবডেস্কঃ মাঠেই ধূমপান করে শাস্তির কবলে পড়লেন আফগানিস্তান ব্যাটসম্যান মুহাম্মদ শেহজাদ। ঘটনাটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের। সেখানে দেখা গেছে ম্যাচের মধ্যেই কোন একটি সময়ে কিছুটা বিরতি ছিল। সেই সময় মাঠে প্রবেশ করেন শেহজাদ। তিনি ব্যাট করছিলেন না। কোনও একটি কারণে ড্রেসিং রুমের বাইরে বেরিয়ে আসেন তিনি।

মাঠের মধ্যে ধূমপান করতে শুরু করেন। সেই ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তে। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ অভিযোগ করেন মাঠের মধ্যে ধূমপান করা ঘোরতর অপরাধ। সেটা কি  মুহাম্মদ শেহজাদ জানতেন না? আর তিনি যদি না জেনে থাকেন তাহলে তার দলের কর্মকর্তারা তাকে এ ব্যাপারে অবহিত কেন করেননি? এটি ক্রিকেটীয় নিয়মের ২.২০ আর্টিকেলে পড়ে। নিয়ম অনুযায়ী তিনি ক্রিকেটের স্পিরিট নষ্ট করেছেন। তাই এই বাংলাদেশ ক্রিকেট লিগে এই আফগান ক্রিকেটার শাস্তির মুখে পড়তে চলেছেন। আইসিসিতে তার যা অবস্থান, তা থাকে তার বেশ কিছুটা নম্বর কাটা যাবে।

আরও পড়ুন: ভারতের জার্সি গায়ে মাঠে জাতীয় সঙ্গীত গাওয়াই সেরা মুহূর্ত: ঝুলন

আরও পড়ুন: মাঠে নয়,রাস্তায় লাঙল বলদ দিয়ে হাল চাষ করে ধানের চারা রোপন! অভিনব প্রতিবাদে হইচই এলাকায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাঠে ধূমপান করে শাস্তির কবলে আফগান ক্রিকেটার মুহাম্মদ শেহজাদ

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ মাঠেই ধূমপান করে শাস্তির কবলে পড়লেন আফগানিস্তান ব্যাটসম্যান মুহাম্মদ শেহজাদ। ঘটনাটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের। সেখানে দেখা গেছে ম্যাচের মধ্যেই কোন একটি সময়ে কিছুটা বিরতি ছিল। সেই সময় মাঠে প্রবেশ করেন শেহজাদ। তিনি ব্যাট করছিলেন না। কোনও একটি কারণে ড্রেসিং রুমের বাইরে বেরিয়ে আসেন তিনি।

মাঠের মধ্যে ধূমপান করতে শুরু করেন। সেই ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তে। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ অভিযোগ করেন মাঠের মধ্যে ধূমপান করা ঘোরতর অপরাধ। সেটা কি  মুহাম্মদ শেহজাদ জানতেন না? আর তিনি যদি না জেনে থাকেন তাহলে তার দলের কর্মকর্তারা তাকে এ ব্যাপারে অবহিত কেন করেননি? এটি ক্রিকেটীয় নিয়মের ২.২০ আর্টিকেলে পড়ে। নিয়ম অনুযায়ী তিনি ক্রিকেটের স্পিরিট নষ্ট করেছেন। তাই এই বাংলাদেশ ক্রিকেট লিগে এই আফগান ক্রিকেটার শাস্তির মুখে পড়তে চলেছেন। আইসিসিতে তার যা অবস্থান, তা থাকে তার বেশ কিছুটা নম্বর কাটা যাবে।

আরও পড়ুন: ভারতের জার্সি গায়ে মাঠে জাতীয় সঙ্গীত গাওয়াই সেরা মুহূর্ত: ঝুলন

আরও পড়ুন: মাঠে নয়,রাস্তায় লাঙল বলদ দিয়ে হাল চাষ করে ধানের চারা রোপন! অভিনব প্রতিবাদে হইচই এলাকায়।