১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আপনি ছেলে হলে এই মারাত্মক ভুল গুলো একদম করবেন না , তাহলে অকালেই দেখতে হবে সাদা চকচকে টাক

ছবি - প্রতীকী

পুবের কলম ওয়েবডেস্ক :  চুলে শ্যাম্পু করা বা চুলে ময়লা হয়েছে চুল ধোবেন এটাই স্বাভাবিক ,  এটা নতুন ব্যাপার নাকি ?  চুলে শ্যাম্পু লাগান , ঘষুন , ফেনা হলে ধুয়ে ফেলুন ।  বেশির ভাগ ছেলে এটাই করেন  ।  কিন্ত আসলে ব্যাপারটা অত সহজও নয় , আর চুল পরিষ্কার করার সময়ে অজান্তেই মারাত্মক ভুল করে ফেলছেন আপনার । সেই কারণেই অনেক সময় খুব কম বয়সেই চুল উঠে টাক পড়ে যায় অনেকের ।

 

আরও পড়ুন: আগামী অতিমারি আরও ভয়ঙ্কর হবে,  সতর্কবার্তা হু প্রধানের

যে ভুলগুলির কারণে চুল পড়ে টাক হয়, এক নজরে দেখা যাক সেই গুলো কি কি –

আরও পড়ুন: আরও ভয়ংকর রূপ নিয়েছে মোকা, ৩ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা

 

আরও পড়ুন: জোম্যাটো ডেলিভারি বয় আরমানকে প্রহার প্রকাশ্যে

ভিজে চুল আঁচড়ানো:  অনেকেই চুলে শ্যাম্পু করে চুল আঁচড়াতে শুরু করেন ।  কিন্ত এটাই কাল হয়ে দাঁড়াচ্ছে আপনার । আপনার চুল যতই ছোট হোক না কেনও জট পড়বে এটাই স্বাভাবিক ।  কিন্ত ভিজে চুল আঁচড়ানও একদম উচিৎ না ।  ভিজে চুলের গোঁড়া অনেক বেশি নরম থাকে । তখন বেশি টানাটানি করলে চুল বেশি পড়বে। তাই এ বিষয়ে সতর্ক হন । কিছুক্ষণ অপেক্ষা করে তারপর চুল আঁচড়ান ।

 

অত্যাধিক শ্যাম্পু:  ছেলেদের একটা বদভ্যাস রয়েছে প্রায়দিন তাঁরা চুলে শ্যাম্পু করেন ।  ছোট চুল তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই ভাবনায় প্রতিদিন শ্যাম্পু করেলে , তাহলে মারাত্মক ক্ষতি ডেকে আনছেন আপনার । রোজকার ধুলো-ময়লা-তেল পরিষ্কার করতে প্রত্যেকদিন শ্যাম্পু করলে চুল রুক্ষ হয়ে যাবে খুব শীঘ্রই । চুল পড়ার সমস্যা বাড়বে । চুল প্রাণহীন দেখাবে।
শুধু তাই না , গরম জলে শ্যাম্পু করা  ,  কন্ডিশনার না লাগানো ।  অনেক ছেলেই মনে করে যে কন্ডিশনার শুধু মেয়েদের জন্য । আসলে তেমন কিছু নয় । শ্যাম্পু করার পর চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে যায় । সেটা ছেলে-মেয়ে দুই জনের ক্ষেত্রেই । তাই একটা ভাল কন্ডিশনার সকলেরই ব্যবহার করা প্রয়োজন ।

 

 

 

 

 

 

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আপনি ছেলে হলে এই মারাত্মক ভুল গুলো একদম করবেন না , তাহলে অকালেই দেখতে হবে সাদা চকচকে টাক

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক :  চুলে শ্যাম্পু করা বা চুলে ময়লা হয়েছে চুল ধোবেন এটাই স্বাভাবিক ,  এটা নতুন ব্যাপার নাকি ?  চুলে শ্যাম্পু লাগান , ঘষুন , ফেনা হলে ধুয়ে ফেলুন ।  বেশির ভাগ ছেলে এটাই করেন  ।  কিন্ত আসলে ব্যাপারটা অত সহজও নয় , আর চুল পরিষ্কার করার সময়ে অজান্তেই মারাত্মক ভুল করে ফেলছেন আপনার । সেই কারণেই অনেক সময় খুব কম বয়সেই চুল উঠে টাক পড়ে যায় অনেকের ।

 

আরও পড়ুন: আগামী অতিমারি আরও ভয়ঙ্কর হবে,  সতর্কবার্তা হু প্রধানের

যে ভুলগুলির কারণে চুল পড়ে টাক হয়, এক নজরে দেখা যাক সেই গুলো কি কি –

আরও পড়ুন: আরও ভয়ংকর রূপ নিয়েছে মোকা, ৩ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা

 

আরও পড়ুন: জোম্যাটো ডেলিভারি বয় আরমানকে প্রহার প্রকাশ্যে

ভিজে চুল আঁচড়ানো:  অনেকেই চুলে শ্যাম্পু করে চুল আঁচড়াতে শুরু করেন ।  কিন্ত এটাই কাল হয়ে দাঁড়াচ্ছে আপনার । আপনার চুল যতই ছোট হোক না কেনও জট পড়বে এটাই স্বাভাবিক ।  কিন্ত ভিজে চুল আঁচড়ানও একদম উচিৎ না ।  ভিজে চুলের গোঁড়া অনেক বেশি নরম থাকে । তখন বেশি টানাটানি করলে চুল বেশি পড়বে। তাই এ বিষয়ে সতর্ক হন । কিছুক্ষণ অপেক্ষা করে তারপর চুল আঁচড়ান ।

 

অত্যাধিক শ্যাম্পু:  ছেলেদের একটা বদভ্যাস রয়েছে প্রায়দিন তাঁরা চুলে শ্যাম্পু করেন ।  ছোট চুল তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই ভাবনায় প্রতিদিন শ্যাম্পু করেলে , তাহলে মারাত্মক ক্ষতি ডেকে আনছেন আপনার । রোজকার ধুলো-ময়লা-তেল পরিষ্কার করতে প্রত্যেকদিন শ্যাম্পু করলে চুল রুক্ষ হয়ে যাবে খুব শীঘ্রই । চুল পড়ার সমস্যা বাড়বে । চুল প্রাণহীন দেখাবে।
শুধু তাই না , গরম জলে শ্যাম্পু করা  ,  কন্ডিশনার না লাগানো ।  অনেক ছেলেই মনে করে যে কন্ডিশনার শুধু মেয়েদের জন্য । আসলে তেমন কিছু নয় । শ্যাম্পু করার পর চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে যায় । সেটা ছেলে-মেয়ে দুই জনের ক্ষেত্রেই । তাই একটা ভাল কন্ডিশনার সকলেরই ব্যবহার করা প্রয়োজন ।