১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৫৯ এ পা মুহাম্মদ আজহারউদ্দিনের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 17

পুবের কলম, ওয়েবডেস্কঃ মঙ্গলবার ৫৯ বছরে পা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিন। হায়দরাবাদের বাড়িতেই নিজের জন্মদিন সেলিব্রেশন করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। শুভেচ্ছা জানিয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন ক্রিকেটাররাও। প্রসঙ্গত, ১৯৮৯ সালে কপিল দেবের হাত থেকে ভারতীয় দলের নেতৃত্ব যায় আজহারউদ্দিনের হাতে। মহেন্দ্র সিং ধোনির আগে তিনি ছিলেন ভারতের সর্বাধিক সফল অধিনায়ক। কোনির সাফল্যের পর একদিনের ক্রিকেটে ভারতের সফল অধিনায়ক এর তালিকায় দুই নম্বরে মুহাম্মদ আজহারউদ্দিন। তার উল্লেখযোগ্য কৃতিত্ব টেস্ট অভিষেকের পর পর তিনটি ম্যাচে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটকে। ইডেন গার্ডেন্স ছিল আজহারউদ্দিনের সব থেকে ফেভারিট মাঠ। ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়ে পড়ার পর ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে যান তিনি। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছিল।

১৯৮৬ সালে তিনি অর্জুন পুরস্কার পুরস্কৃত হন। ঠিক তার দুবছর পরেই পদ্মশ্রী পান আজহার। ১৯৯১ সালে উইজডেন ক্রিকেটার অফ দা ইয়ারও হন তিনি। নিজের একটা আলাদা ব্যাটিং স্টাইল তৈরি করে ফেলেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। তার কব্জির মোচড় এখনও ছুঁয়ে যায় ভারতীয় ক্রিকেটদের দর্শকদের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫৯ এ পা মুহাম্মদ আজহারউদ্দিনের

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ মঙ্গলবার ৫৯ বছরে পা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিন। হায়দরাবাদের বাড়িতেই নিজের জন্মদিন সেলিব্রেশন করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। শুভেচ্ছা জানিয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন ক্রিকেটাররাও। প্রসঙ্গত, ১৯৮৯ সালে কপিল দেবের হাত থেকে ভারতীয় দলের নেতৃত্ব যায় আজহারউদ্দিনের হাতে। মহেন্দ্র সিং ধোনির আগে তিনি ছিলেন ভারতের সর্বাধিক সফল অধিনায়ক। কোনির সাফল্যের পর একদিনের ক্রিকেটে ভারতের সফল অধিনায়ক এর তালিকায় দুই নম্বরে মুহাম্মদ আজহারউদ্দিন। তার উল্লেখযোগ্য কৃতিত্ব টেস্ট অভিষেকের পর পর তিনটি ম্যাচে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটকে। ইডেন গার্ডেন্স ছিল আজহারউদ্দিনের সব থেকে ফেভারিট মাঠ। ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়ে পড়ার পর ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে যান তিনি। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছিল।

১৯৮৬ সালে তিনি অর্জুন পুরস্কার পুরস্কৃত হন। ঠিক তার দুবছর পরেই পদ্মশ্রী পান আজহার। ১৯৯১ সালে উইজডেন ক্রিকেটার অফ দা ইয়ারও হন তিনি। নিজের একটা আলাদা ব্যাটিং স্টাইল তৈরি করে ফেলেছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। তার কব্জির মোচড় এখনও ছুঁয়ে যায় ভারতীয় ক্রিকেটদের দর্শকদের।