২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্ট্র্যান্ডজা বক্সিং টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত নিখাত জারিন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • / 39

পুবের কলম, ওয়েব ডেস্ক : বুলগেরিয়ার সোফিয়ায় অনুষ্ঠিত হতে চলা স্ট্র্যান্ডজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টের জন্য ভারতের তরুণ প্রতিভাবান মহিলা বক্সার নিখাত জারিনকে নির্বাচিত করা হয়েছে। সোফিয়ায় আগামী ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। একা নিখাত জারিন নয়, তিনি ছাড়াও নীতু, অনামিকা, শিক্ষা, মীনা রানি, পারভিন, অঞ্জলি তুষার, অরুন্ধতী চৌধুরী, সুইটি ও নন্দিনীর মতো ক্রীড়াবিদকে বেছে নেওয়া হয়েছে ভারতের মহিলা দলে। নিখাত জারিন ৫২ কেজি বিভাগে দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এর আগে এই টুর্নামেন্টে ২০১৯ সালে সবাইকে চমকে সোনার পদক জিতেছিলেন জারিন।

দুইবারের এশিয়ান চ্যাম্পিয়ন পূজা রানী (৮১ কেজি), যিনি সম্প্রতি তার বাবাকে হারিয়েছেন এবং  বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রাক্তন পদকজয়ী সোনিয়া লাথার (৫৭ কেজি) এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় পরে ভারতের মহিলা দলের সদস্য ১০-এ নেমে গিয়েছে। এর মাঝে, ভারতের ৬ জন পুরুষ বক্সার চোটের কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন। তাঁরা হলেন গোবিন্দ (৪৮ কেজি), অঙ্কিত (৫১ কেজি), রাজিন্দর সিং (৫৪ কেজি), দলবীর সিং (৬৩.৫ কেজি), রোহিত টোকাস (৭১ কেজি) এবং গৌরব চৌহান (৯২ কেজি)। সোফিয়ায় আয়োজিত হতে চলা এই টুর্নামেন্টে মহিলা দলের পাশাপাশি পুরুষ দলের অংশগ্রহণের যাবতীয় খরচ সরকার বহন করবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।ভারতীয় দলের পাশাপাশি, মহিলা দলের জন্য পাঁচজন এবং পুরুষ দলের জন্য চারজন সাপোর্ট স্টাফ বুলগেরিয়ায় যাবেন। এমনকি তাদের খরচও বহন করবে সরকার।

আরও পড়ুন: হজ: প্রস্তুত সাড়ে চার লক্ষ কামরা

আরও পড়ুন: বিশ্বকাপে এখনই ভারতকে বয়কটের পথে হাঁটতে রাজি নয় পাকিস্তান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্ট্র্যান্ডজা বক্সিং টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত নিখাত জারিন

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক : বুলগেরিয়ার সোফিয়ায় অনুষ্ঠিত হতে চলা স্ট্র্যান্ডজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টের জন্য ভারতের তরুণ প্রতিভাবান মহিলা বক্সার নিখাত জারিনকে নির্বাচিত করা হয়েছে। সোফিয়ায় আগামী ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। একা নিখাত জারিন নয়, তিনি ছাড়াও নীতু, অনামিকা, শিক্ষা, মীনা রানি, পারভিন, অঞ্জলি তুষার, অরুন্ধতী চৌধুরী, সুইটি ও নন্দিনীর মতো ক্রীড়াবিদকে বেছে নেওয়া হয়েছে ভারতের মহিলা দলে। নিখাত জারিন ৫২ কেজি বিভাগে দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এর আগে এই টুর্নামেন্টে ২০১৯ সালে সবাইকে চমকে সোনার পদক জিতেছিলেন জারিন।

দুইবারের এশিয়ান চ্যাম্পিয়ন পূজা রানী (৮১ কেজি), যিনি সম্প্রতি তার বাবাকে হারিয়েছেন এবং  বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রাক্তন পদকজয়ী সোনিয়া লাথার (৫৭ কেজি) এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় পরে ভারতের মহিলা দলের সদস্য ১০-এ নেমে গিয়েছে। এর মাঝে, ভারতের ৬ জন পুরুষ বক্সার চোটের কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন। তাঁরা হলেন গোবিন্দ (৪৮ কেজি), অঙ্কিত (৫১ কেজি), রাজিন্দর সিং (৫৪ কেজি), দলবীর সিং (৬৩.৫ কেজি), রোহিত টোকাস (৭১ কেজি) এবং গৌরব চৌহান (৯২ কেজি)। সোফিয়ায় আয়োজিত হতে চলা এই টুর্নামেন্টে মহিলা দলের পাশাপাশি পুরুষ দলের অংশগ্রহণের যাবতীয় খরচ সরকার বহন করবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।ভারতীয় দলের পাশাপাশি, মহিলা দলের জন্য পাঁচজন এবং পুরুষ দলের জন্য চারজন সাপোর্ট স্টাফ বুলগেরিয়ায় যাবেন। এমনকি তাদের খরচও বহন করবে সরকার।

আরও পড়ুন: হজ: প্রস্তুত সাড়ে চার লক্ষ কামরা

আরও পড়ুন: বিশ্বকাপে এখনই ভারতকে বয়কটের পথে হাঁটতে রাজি নয় পাকিস্তান