২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

Hijab Row:হিজাব বিতর্কের জের, অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা করা হল বেলাগাভির প্যারামেডিক্যাল কলেজে

পুবের কলম ওয়েবডেস্কঃ কর্নাটকের উদুপীর কলেজ থেকে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছিল তা গড়িয়েছে আদালতের দরজা পর্যন্ত।ইতিমধ্যেই ষষ্ঠদিনের শুনানি সম্পন্ন হয়েছে।তার মাঝেই  এবার বেলাগাভিতে বিজয়া ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেসে হিজাব ইস্যুতে ঘোষণা করা হল অনির্দিষ্ট কালের জন্য ছুটি।

উল্লেখ্য গত তিনদিন ধরেই মুসলিম ছাত্রীরা হিজাব এবং বুরকা পড়ে আসছিলেন। কিন্তু অভিযোগ কলেজ কর্তৃপক্ষ তাদের ওই ছাত্রীদের বাধ্য করছেন হিজাব এবং বুরকা খুলে ক্লাসে প্রবেশ করতে। এই নিয়ে বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত র‍য়েছে বেলাগাভির বিজয়া ইনস্টিটিউট  অফ প্যারামেডিক্যাল সায়েন্সেসের পরিবেশ।এমতাবস্থায় বেলাগাভির ডেপুটি কমিশনার কলেজ কর্তৃপক্ষ কে  পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজয়া ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স  বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন: হিজাবকাণ্ড: চাকরিতে যোগ দিলেন না পারভীন, ৩ লক্ষ বেতনে চাকরির প্রস্তাব ঝাড়খণ্ড সরকারের

শনিবারেও মুসলিম ছাত্রীরা কলেজে হিজাব এবং বুরকা পরেই আসেন।এর পরেই   অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।অভিভাবকরাও এই ছাত্রীদের সমর্থনে তাদের পাশে দাঁড়িয়েছেন। ক্লাসরুমের মধ্যে ছাত্রীদের হিজাব পরার অনুমতি দেওয়া হোক এমনটাই বলেছেন তাঁরা।

আরও পড়ুন: MGNREGA ভেঙে ফেলার অভিযোগ রাহুল গান্ধীর, মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ

উল্লেখ্য দিন দুই আগে বিজয়া ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সে মুসলিম  ছাত্রীদের ক্লাসে হিজাব পরতে দেওয়ার  সমর্থনে তাদের পাশে থাকার জন্য আটক করা হয়।  বেলাগাভির পুলিশ কমিশনার বোরালিঙ্গাইয়া বলেছেন যে একদল যুবক যারা হিজাব পরা ছাত্রীদের সমর্থনে আন্দোলন  করার পাশাপাশি  ক্যাম্পাসে  বিশৃঙ্খলা তৈরি করছিল।  সেই কারণে তাদের আটক করা হয়। যদিও পরে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: ভারত কোনও ইসলামিক দেশ নয়: হিজাবকাণ্ডে নীতীশের পাশে গিরিরাজ

 

 

সর্বধিক পাঠিত

গ্যাংস্টার দুবের জীবনী নিয়ে ওয়েব সিরিজ, ‘সামাজিক মর্যাদা ক্ষুণ্ন’ হওয়ার আশঙ্কায় হাইকোর্টে স্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Hijab Row:হিজাব বিতর্কের জের, অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা করা হল বেলাগাভির প্যারামেডিক্যাল কলেজে

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ কর্নাটকের উদুপীর কলেজ থেকে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছিল তা গড়িয়েছে আদালতের দরজা পর্যন্ত।ইতিমধ্যেই ষষ্ঠদিনের শুনানি সম্পন্ন হয়েছে।তার মাঝেই  এবার বেলাগাভিতে বিজয়া ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেসে হিজাব ইস্যুতে ঘোষণা করা হল অনির্দিষ্ট কালের জন্য ছুটি।

উল্লেখ্য গত তিনদিন ধরেই মুসলিম ছাত্রীরা হিজাব এবং বুরকা পড়ে আসছিলেন। কিন্তু অভিযোগ কলেজ কর্তৃপক্ষ তাদের ওই ছাত্রীদের বাধ্য করছেন হিজাব এবং বুরকা খুলে ক্লাসে প্রবেশ করতে। এই নিয়ে বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত র‍য়েছে বেলাগাভির বিজয়া ইনস্টিটিউট  অফ প্যারামেডিক্যাল সায়েন্সেসের পরিবেশ।এমতাবস্থায় বেলাগাভির ডেপুটি কমিশনার কলেজ কর্তৃপক্ষ কে  পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজয়া ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স  বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন: হিজাবকাণ্ড: চাকরিতে যোগ দিলেন না পারভীন, ৩ লক্ষ বেতনে চাকরির প্রস্তাব ঝাড়খণ্ড সরকারের

শনিবারেও মুসলিম ছাত্রীরা কলেজে হিজাব এবং বুরকা পরেই আসেন।এর পরেই   অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।অভিভাবকরাও এই ছাত্রীদের সমর্থনে তাদের পাশে দাঁড়িয়েছেন। ক্লাসরুমের মধ্যে ছাত্রীদের হিজাব পরার অনুমতি দেওয়া হোক এমনটাই বলেছেন তাঁরা।

আরও পড়ুন: MGNREGA ভেঙে ফেলার অভিযোগ রাহুল গান্ধীর, মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ

উল্লেখ্য দিন দুই আগে বিজয়া ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সে মুসলিম  ছাত্রীদের ক্লাসে হিজাব পরতে দেওয়ার  সমর্থনে তাদের পাশে থাকার জন্য আটক করা হয়।  বেলাগাভির পুলিশ কমিশনার বোরালিঙ্গাইয়া বলেছেন যে একদল যুবক যারা হিজাব পরা ছাত্রীদের সমর্থনে আন্দোলন  করার পাশাপাশি  ক্যাম্পাসে  বিশৃঙ্খলা তৈরি করছিল।  সেই কারণে তাদের আটক করা হয়। যদিও পরে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: ভারত কোনও ইসলামিক দেশ নয়: হিজাবকাণ্ডে নীতীশের পাশে গিরিরাজ