১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জয় হবে ইউক্রেনেরই, দেশের নাগরিককে হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান প্রেসিডেন্ট জেলেনস্কির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • / 96

পুবের কলম, ওয়েবডেস্কঃ ইউক্রেনের ওপর প্রবল শক্তি দিয়ে আক্রমণ চালাতে আগ্রাসী রাশিয়া। বৃহস্পতিবার ভোরবেলায় অভিযান শুরু ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার দেশের প্রত্যেক নাগরিককে হাতে অস্ত্র তুলে নেওয়ার নির্দেশ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনীর মোকাবিলায় সর্বশক্তি দিয়ে আহ্বান জানালেন প্রেসিডেন্ট।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, হামলা শুরু হওয়ার পর প্রেসিডেন্ট জেলেনস্কি এক ট্যুইট বার্তায় জনগণের প্রতি এই আহ্বান জানান। তিনি বলেন, দেশ রক্ষায় যারাই এগিয়ে আসতে প্রস্তুত, তাদের হাতেই অস্ত্র তুলে দেওয়া হবে শেষ পর্যন্ত জয় হবে ইউক্রেনেরই।

আরও পড়ুন: Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

জেলেনস্কি বলেন, ‘রাশিয়া বিশ্বাসঘাতকের মতো আমাদের দেশে হামলা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি যেভাবে হামলা চালিয়েছিল। রাশিয়াও সেই জঘন্য খেলায় মেতেছে। ইউক্রেন নিজেকে রক্ষা করবে। নিজের স্বাধীনতা সার্বভৌমত্বে ছাড় দেবে না। মস্কো কী ভাবছে তাতে আমার কিছু এসে যায় না।

আরও পড়ুন: Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প

হামলা শুরুর পর জেলেনস্কি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তাঁর দেশে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের অবকাঠামো সীমান্তরক্ষীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ আমেরিকার

জেলেনস্কি আরও জানান, তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বার বার কথা চেষ্টা করলেও পুতিনের থেকে কোনও সাড়া মিলেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জয় হবে ইউক্রেনেরই, দেশের নাগরিককে হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান প্রেসিডেন্ট জেলেনস্কির

আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ইউক্রেনের ওপর প্রবল শক্তি দিয়ে আক্রমণ চালাতে আগ্রাসী রাশিয়া। বৃহস্পতিবার ভোরবেলায় অভিযান শুরু ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার দেশের প্রত্যেক নাগরিককে হাতে অস্ত্র তুলে নেওয়ার নির্দেশ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনীর মোকাবিলায় সর্বশক্তি দিয়ে আহ্বান জানালেন প্রেসিডেন্ট।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, হামলা শুরু হওয়ার পর প্রেসিডেন্ট জেলেনস্কি এক ট্যুইট বার্তায় জনগণের প্রতি এই আহ্বান জানান। তিনি বলেন, দেশ রক্ষায় যারাই এগিয়ে আসতে প্রস্তুত, তাদের হাতেই অস্ত্র তুলে দেওয়া হবে শেষ পর্যন্ত জয় হবে ইউক্রেনেরই।

আরও পড়ুন: Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

জেলেনস্কি বলেন, ‘রাশিয়া বিশ্বাসঘাতকের মতো আমাদের দেশে হামলা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি যেভাবে হামলা চালিয়েছিল। রাশিয়াও সেই জঘন্য খেলায় মেতেছে। ইউক্রেন নিজেকে রক্ষা করবে। নিজের স্বাধীনতা সার্বভৌমত্বে ছাড় দেবে না। মস্কো কী ভাবছে তাতে আমার কিছু এসে যায় না।

আরও পড়ুন: Trump-Putin Alaska Summit: যুদ্ধ বন্ধে রাজি না হলে পুতিনের কঠিন পরিণতি হবে: ট্রাম্প

হামলা শুরুর পর জেলেনস্কি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তাঁর দেশে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের অবকাঠামো সীমান্তরক্ষীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ আমেরিকার

জেলেনস্কি আরও জানান, তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বার বার কথা চেষ্টা করলেও পুতিনের থেকে কোনও সাড়া মিলেছে।