২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কে এই হিজাবি র‍্যাপার ! বিস্তারিত জানতে এক নজরে দেখে নিন

ইমামা খাতুন
  • আপডেট : ২ মার্চ ২০২২, বুধবার
  • / 195

পুবের কলম ওয়েবডেস্ক: সম্প্রতি হিজাব ইস্যুতে উত্তাল হয়েছিল গোটা দেশ । হিজাব পরিহিতা ছাত্রীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিলনা বহু শিক্ষা প্রতিষ্ঠানে । ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে সেই অর্থে এই প্রথম এমন ঘটনা ঘটল। শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্মের সঙ্গে মুসলিম মেয়েরা হিজাবে মাথা এবং বুক ঢাকতে পারবে কিনা তা এখন রায়ের অপেক্ষা। মূল স্রোতের মিডিয়া হিজাবকে পশ্চাৎগামীতার প্রতীক হিসাবে দেখতে চেয়েছে। এমন পরিস্থিতিতে হিজাব পরে Rap গান গাইতে দেখা গেল পাকিস্তানি মহিলা Rapper ইভা বি কে ।

ইভা বি হলেন পাকিস্তানের প্রথম হিপ হপ Rapper । হিপ হপ নাম শুনলেই আমাদের মনে আসে কানের দুল, নাকের বালি , লাল চুল , গলায় চেইন, পরনে টি-শার্ট, স্নিকার্স, কিংবা শরীর দেখানো খাটো পোশাক, হাতে রিং। কিন্ত এবারের ঘটনা একটু আলাদা । এবার সরাসরি হিজাব পরেই গান গাইলেন পাকিস্তানের প্রথম মহিলা হিপ হপ Rapper ইভা বি । সমাজ , পেশার কথা তোয়াক্কা না করেই বহু পুরানো এই প্রথা ভেঙ্গে হিজাব পরেই র্যাপ গেয়ে ঝর তুললেন এই মহিলা Rapper । আর সেই নিয়েই প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা ।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

সম্প্রতি ‘কানা ইয়ারি’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি । আর সেই গান ইউটিউবে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে নজর কেড়েছে বিশ্বব্যাপী । দীর্ঘদিন এই Rapper জগতে বিরতি নিয়ে আবার গান গেয়ে নজির গড়লেন তিনি ।নিজের পরিবারের চাপে Rap করা বন্ধ করলেও সমর্থন পেয়েছিলো নিজের মায়ের । কিন্ত শর্ত ছিল হিজাব পরে গান গাইতে হবে তাকে । এ পর্যন্ত ইউটিউবে গানটির ভিউ দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লাখের বেশি।
সংবাদ মাধ্যমে তিনি জানান – আমি বুরকা , হিজাব পরেই গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি । এমনকি এই ভাবে গান গাইলে আমি ভালভাবে গান গাইতে পারি । ভালো পারফরমেন্স হয়

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

আরও পড়ুন: পাকিস্তানকে তুলোধনা করল ইসরাইল

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কে এই হিজাবি র‍্যাপার ! বিস্তারিত জানতে এক নজরে দেখে নিন

আপডেট : ২ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: সম্প্রতি হিজাব ইস্যুতে উত্তাল হয়েছিল গোটা দেশ । হিজাব পরিহিতা ছাত্রীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিলনা বহু শিক্ষা প্রতিষ্ঠানে । ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে সেই অর্থে এই প্রথম এমন ঘটনা ঘটল। শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্মের সঙ্গে মুসলিম মেয়েরা হিজাবে মাথা এবং বুক ঢাকতে পারবে কিনা তা এখন রায়ের অপেক্ষা। মূল স্রোতের মিডিয়া হিজাবকে পশ্চাৎগামীতার প্রতীক হিসাবে দেখতে চেয়েছে। এমন পরিস্থিতিতে হিজাব পরে Rap গান গাইতে দেখা গেল পাকিস্তানি মহিলা Rapper ইভা বি কে ।

ইভা বি হলেন পাকিস্তানের প্রথম হিপ হপ Rapper । হিপ হপ নাম শুনলেই আমাদের মনে আসে কানের দুল, নাকের বালি , লাল চুল , গলায় চেইন, পরনে টি-শার্ট, স্নিকার্স, কিংবা শরীর দেখানো খাটো পোশাক, হাতে রিং। কিন্ত এবারের ঘটনা একটু আলাদা । এবার সরাসরি হিজাব পরেই গান গাইলেন পাকিস্তানের প্রথম মহিলা হিপ হপ Rapper ইভা বি । সমাজ , পেশার কথা তোয়াক্কা না করেই বহু পুরানো এই প্রথা ভেঙ্গে হিজাব পরেই র্যাপ গেয়ে ঝর তুললেন এই মহিলা Rapper । আর সেই নিয়েই প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা ।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

সম্প্রতি ‘কানা ইয়ারি’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি । আর সেই গান ইউটিউবে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে নজর কেড়েছে বিশ্বব্যাপী । দীর্ঘদিন এই Rapper জগতে বিরতি নিয়ে আবার গান গেয়ে নজির গড়লেন তিনি ।নিজের পরিবারের চাপে Rap করা বন্ধ করলেও সমর্থন পেয়েছিলো নিজের মায়ের । কিন্ত শর্ত ছিল হিজাব পরে গান গাইতে হবে তাকে । এ পর্যন্ত ইউটিউবে গানটির ভিউ দাঁড়িয়েছে ১ কোটি ৫০ লাখের বেশি।
সংবাদ মাধ্যমে তিনি জানান – আমি বুরকা , হিজাব পরেই গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি । এমনকি এই ভাবে গান গাইলে আমি ভালভাবে গান গাইতে পারি । ভালো পারফরমেন্স হয়

আরও পড়ুন: Donald Trump-Shehbaz Sharif: শাহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

আরও পড়ুন: পাকিস্তানকে তুলোধনা করল ইসরাইল