০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এক কেজির দাম ১৬ কোটি টাকা, বাজারে আসছে বিশ্বের সবচেয়ে দামী চা, যত পড়বেন ততই অবাক হবেন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 48

 

পুবের কলম ওয়েবডেস্কঃ এক কেজি চায়ের দাম ১৬ কোটি টাকা। কি চমকে উঠলেন তো। না কল্পলোকের গল্প নয়। চলতি বছরের মে মাসেই এই চা বাজারে আসছে। বিশ্বের সবচেয়ে দামী দ্য গোল্ডেন বেঙ্গল চায়ের প্রতি কেজি দাম ১৬ কোটি টাকা।ঐতিহাসিক লন্ডন টি এক্সচেঞ্জের মাধ্যমে এই চা আসতে চলেছে বাংলাদেশের বাজারে।এক কেজির দাম ১৬ কোটি টাকা, বাজারে আসছে বিশ্বের সবচেয়ে দামী চা, যত পড়বেন ততই অবাক হবেন

আরও পড়ুন: এক কাপ চায়ের দাম সাড়ে সাত লক্ষ টাকা! জানেন কি বিশ্বের এই মহার্ঘ চায়ের সাত সতেরো?

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জাপানি চায়ের ভক্ত ছিলেন। আর বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী চায়ের নামকরণের অনুপ্রেরণাও তিনি। দ্য গোল্ডেন বেঙ্গল। সোনার বাংলা। বিশ্বের সবচেয়ে দামী চা। দাম প্রতি কেজিতে ১৪ লাখ পাউন্ড। যা বাংলাদেশি টাকায় এক কেজি দ্য গোল্ডেন বেঙ্গল চায়ের দাম ১৬ কোটি টাকা নির্ধারিত হয়েছে।এক কেজির দাম ১৬ কোটি টাকা, বাজারে আসছে বিশ্বের সবচেয়ে দামী চা, যত পড়বেন ততই অবাক হবেন

বিশ্বের সবচেয়ে দামী চা দ্য গোল্ডেন বেঙ্গল চায়ের প্রকৃত উৎস বাংলাদেশের সিলেট জেলা। ব্ল্যাক টি, কিন্তু স্বচ্ছ পেয়ালায় তার সোনালী উপস্থিতি।যে সোনা খাওয়ার যোগ্য বলে দাবি করা হয়েছে।এক কেজির দাম ১৬ কোটি টাকা, বাজারে আসছে বিশ্বের সবচেয়ে দামী চা, যত পড়বেন ততই অবাক হবেন

দ্য গোল্ডেন বেঙ্গল চা প্রস্তুত করার প্রক্রিয়াটিও বেশ সময়সাপেক্ষ। এর জন্য সময় লেগেছে প্রায় সাড়ে ৪ বছর। ৯০০ কেজি উৎপাদিত চা থেকে মাত্র এক কেজি চা পাতা বাছাই করা হয়। যে চায়ের প্রতি পাতায় আছে ২৪ ক্যারট সোনার প্রলেপ।এক কেজির দাম ১৬ কোটি টাকা, বাজারে আসছে বিশ্বের সবচেয়ে দামী চা, যত পড়বেন ততই অবাক হবেন

বিশ্বের সবচেয়ে দামী চা, দ্য গোল্ডেন বেঙ্গলের ঠিকানা লন্ডনের ১০৩ ব্রিক লেনে অবস্থিত লন্ডন টি এক্সচেঞ্জ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ” আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ” সোনার বাংলার কথা মাথায় রেখেই এই চায়ের নামকরণ করা হয়েছে গোল্ডেন বেঙ্গল।

একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে সারা বিশ্ব থেকে আসা সেরা চায়ের পাতার নিলাম হত এখানে। নয়ের দশকে এই প্রতিষ্ঠান কিনে নেন চা গবেষক আলিউর রহমান। পরবর্তীতে তিনিই প্রতিষ্ঠা করেন লন্ডন টি এক্সচেঞ্জ। বিশ্বের ৪২টি দেশের প্রায় ৯০০ ধরনের প্রিমিয়াম চা পাতা পাওয়া যায় এখানে। এর মধ্যে ৩০০ ধরনের চা সাধারণ মানুষের জন্য। রাণী এলিজাবেথের পছন্দসই চা এর জোগানও দেয় লন্ডন টি এক্সচেঞ্জ।

 

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এক কেজির দাম ১৬ কোটি টাকা, বাজারে আসছে বিশ্বের সবচেয়ে দামী চা, যত পড়বেন ততই অবাক হবেন

আপডেট : ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ এক কেজি চায়ের দাম ১৬ কোটি টাকা। কি চমকে উঠলেন তো। না কল্পলোকের গল্প নয়। চলতি বছরের মে মাসেই এই চা বাজারে আসছে। বিশ্বের সবচেয়ে দামী দ্য গোল্ডেন বেঙ্গল চায়ের প্রতি কেজি দাম ১৬ কোটি টাকা।ঐতিহাসিক লন্ডন টি এক্সচেঞ্জের মাধ্যমে এই চা আসতে চলেছে বাংলাদেশের বাজারে।এক কেজির দাম ১৬ কোটি টাকা, বাজারে আসছে বিশ্বের সবচেয়ে দামী চা, যত পড়বেন ততই অবাক হবেন

আরও পড়ুন: এক কাপ চায়ের দাম সাড়ে সাত লক্ষ টাকা! জানেন কি বিশ্বের এই মহার্ঘ চায়ের সাত সতেরো?

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জাপানি চায়ের ভক্ত ছিলেন। আর বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী চায়ের নামকরণের অনুপ্রেরণাও তিনি। দ্য গোল্ডেন বেঙ্গল। সোনার বাংলা। বিশ্বের সবচেয়ে দামী চা। দাম প্রতি কেজিতে ১৪ লাখ পাউন্ড। যা বাংলাদেশি টাকায় এক কেজি দ্য গোল্ডেন বেঙ্গল চায়ের দাম ১৬ কোটি টাকা নির্ধারিত হয়েছে।এক কেজির দাম ১৬ কোটি টাকা, বাজারে আসছে বিশ্বের সবচেয়ে দামী চা, যত পড়বেন ততই অবাক হবেন

বিশ্বের সবচেয়ে দামী চা দ্য গোল্ডেন বেঙ্গল চায়ের প্রকৃত উৎস বাংলাদেশের সিলেট জেলা। ব্ল্যাক টি, কিন্তু স্বচ্ছ পেয়ালায় তার সোনালী উপস্থিতি।যে সোনা খাওয়ার যোগ্য বলে দাবি করা হয়েছে।এক কেজির দাম ১৬ কোটি টাকা, বাজারে আসছে বিশ্বের সবচেয়ে দামী চা, যত পড়বেন ততই অবাক হবেন

দ্য গোল্ডেন বেঙ্গল চা প্রস্তুত করার প্রক্রিয়াটিও বেশ সময়সাপেক্ষ। এর জন্য সময় লেগেছে প্রায় সাড়ে ৪ বছর। ৯০০ কেজি উৎপাদিত চা থেকে মাত্র এক কেজি চা পাতা বাছাই করা হয়। যে চায়ের প্রতি পাতায় আছে ২৪ ক্যারট সোনার প্রলেপ।এক কেজির দাম ১৬ কোটি টাকা, বাজারে আসছে বিশ্বের সবচেয়ে দামী চা, যত পড়বেন ততই অবাক হবেন

বিশ্বের সবচেয়ে দামী চা, দ্য গোল্ডেন বেঙ্গলের ঠিকানা লন্ডনের ১০৩ ব্রিক লেনে অবস্থিত লন্ডন টি এক্সচেঞ্জ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ” আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ” সোনার বাংলার কথা মাথায় রেখেই এই চায়ের নামকরণ করা হয়েছে গোল্ডেন বেঙ্গল।

একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে সারা বিশ্ব থেকে আসা সেরা চায়ের পাতার নিলাম হত এখানে। নয়ের দশকে এই প্রতিষ্ঠান কিনে নেন চা গবেষক আলিউর রহমান। পরবর্তীতে তিনিই প্রতিষ্ঠা করেন লন্ডন টি এক্সচেঞ্জ। বিশ্বের ৪২টি দেশের প্রায় ৯০০ ধরনের প্রিমিয়াম চা পাতা পাওয়া যায় এখানে। এর মধ্যে ৩০০ ধরনের চা সাধারণ মানুষের জন্য। রাণী এলিজাবেথের পছন্দসই চা এর জোগানও দেয় লন্ডন টি এক্সচেঞ্জ।