২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন-রোমানিয়া সীমান্তে ফিল্ড হাসপাতাল তুরস্কের

ইমামা খাতুন
  • আপডেট : ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 75

পুবের কলম ওয়েবডেস্ক : যুদ্ধে আহত ব্যক্তি এবং উদ্বাস্তুদের চিকিৎসা সেবা দিতে ইউক্রেন ও রোমানিয়ার সীমান্তে ফিল্ড হাসপাতাল নির্মাণ করেছে তুরস্ক। রোমানিয়ার উত্তরাঞ্চলীয় শহর সুচেভার সিরেট সীমান্ত বরাবর এই হাসপাতালে বহু মানুষ ফ্রিতে চিকিৎসা পাচ্ছেন। প্রথমে এই কেন্দ্রেই ইউক্রেন থেকে তুর্কি নাগরিকদের উদ্ধার করে এনে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিল তুরস্ক। আর এখন সেখানে বাস অথবা ট্রেনে করে আসা ইউক্রেনীয় শরণার্থী এবং যুদ্ধে আহতদের সেবা দেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন: Bangladesh exports ship: তুরস্কে জাহাজ রফতানি বাংলাদেশের

হাসপাতালটির ইনচার্জ ডা. ইমরাহ আর্ল বলেন, গত সাতদিন দু’জন ইমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞ, দু’জন ইমার্জেন্সি মেডিক্যাল টেকনেশিয়ান এবং ছয় জন স্বাস্থ্যসেবক দায়িত্ব পালন করছেন। আর্ল বলেন, ঠান্ডা আবহাওয়ায় দীর্ঘ ভ্রমণের কারণে চিকিৎসকরা উপরের শ্বাসযন্ত্রে সংক্রমণসহ নানা ধরনের সমস্যায় ভুগতে থাকা শরণার্থীদের পাচ্ছেন। তিনি আরও জানান, বোমা বর্ষণে আহতদেরও তারা সেবা দিচ্ছেন। আর্ল বলেন, ‍‌‌‌‌‌‌’এটি এই অঞ্চলের একমাত্র ফিল্ড হাসপাতাল। তুরস্কের সরকারি হাসপাতালে যে ধরনের সেবা দেওয়া হয় আমরাও ঠিক একই ধরনের সেবা দিতে পারি। সব সরঞ্জামসহ ছয় শয্যা বিশিষ্ট একটি জরুরি ইউনিট এবং আট শয্যা বিশিষ্ট একটি জরুরি পর্যবেক্ষণ ইউনিট রয়েছে আমাদের’।

আরও পড়ুন: Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক

 

আরও পড়ুন: ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউক্রেন-রোমানিয়া সীমান্তে ফিল্ড হাসপাতাল তুরস্কের

আপডেট : ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : যুদ্ধে আহত ব্যক্তি এবং উদ্বাস্তুদের চিকিৎসা সেবা দিতে ইউক্রেন ও রোমানিয়ার সীমান্তে ফিল্ড হাসপাতাল নির্মাণ করেছে তুরস্ক। রোমানিয়ার উত্তরাঞ্চলীয় শহর সুচেভার সিরেট সীমান্ত বরাবর এই হাসপাতালে বহু মানুষ ফ্রিতে চিকিৎসা পাচ্ছেন। প্রথমে এই কেন্দ্রেই ইউক্রেন থেকে তুর্কি নাগরিকদের উদ্ধার করে এনে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিল তুরস্ক। আর এখন সেখানে বাস অথবা ট্রেনে করে আসা ইউক্রেনীয় শরণার্থী এবং যুদ্ধে আহতদের সেবা দেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন: Bangladesh exports ship: তুরস্কে জাহাজ রফতানি বাংলাদেশের

হাসপাতালটির ইনচার্জ ডা. ইমরাহ আর্ল বলেন, গত সাতদিন দু’জন ইমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞ, দু’জন ইমার্জেন্সি মেডিক্যাল টেকনেশিয়ান এবং ছয় জন স্বাস্থ্যসেবক দায়িত্ব পালন করছেন। আর্ল বলেন, ঠান্ডা আবহাওয়ায় দীর্ঘ ভ্রমণের কারণে চিকিৎসকরা উপরের শ্বাসযন্ত্রে সংক্রমণসহ নানা ধরনের সমস্যায় ভুগতে থাকা শরণার্থীদের পাচ্ছেন। তিনি আরও জানান, বোমা বর্ষণে আহতদেরও তারা সেবা দিচ্ছেন। আর্ল বলেন, ‍‌‌‌‌‌‌’এটি এই অঞ্চলের একমাত্র ফিল্ড হাসপাতাল। তুরস্কের সরকারি হাসপাতালে যে ধরনের সেবা দেওয়া হয় আমরাও ঠিক একই ধরনের সেবা দিতে পারি। সব সরঞ্জামসহ ছয় শয্যা বিশিষ্ট একটি জরুরি ইউনিট এবং আট শয্যা বিশিষ্ট একটি জরুরি পর্যবেক্ষণ ইউনিট রয়েছে আমাদের’।

আরও পড়ুন: Trump-Putin Alaska Summit: ইউক্রেন নিয়ে পুতিন- ট্রাম্প বৈঠক

 

আরও পড়ুন: ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো