০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পুতিন-লুকাশেঙ্কো বৈঠক, যুদ্ধের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ মার্চ ২০২২, শনিবার
  • / 86

পুবের কলম, ওয়েবডেস্কঃ ইউক্রেনে হামলার পর কয়েক হাজার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে। ইরানকে টপকে রাশিয়া হয়ে গিয়েছে বিশ্বের শীর্ষ নিষেধাজ্ঞা প্রাপ্ত রাষ্ট্র। এই বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখতে রাজি নন পুতিন। তিনি বলছেন, নিষেধাজ্ঞার কারণে এখন রাশিয়ার সামনে বহু ক্ষেত্রে উন্নয়নের বিশাল দ্বার উন্মুক্ত হয়েছে। চলমান যুদ্ধে পুরোপুরি রাশিয়ার পক্ষ নিয়েছে বেলারুশ।

ফলে নিষেধাজ্ঞার ভাগ নিয়েছে বেলারুশও। শুক্রবার ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন বেলারুশের প্রসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে। চলমান নিষেধাজ্ঞা, ভবিষ্যতে করণীয়, যুদ্ধের সার্বিক পরিস্থিতি ইত্যাদি ছিল এ বৈঠকের মূল আলোচ্য বিষয়। বৈঠক শুরুর আগে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, ‍‌‌‌’সাম্প্রতিক বছরগুলোয় যখনই পশ্চিমা বিশ্ব কোনও খাতে আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, আমরা সেই খাতেই নতুন সক্ষমতা অর্জন করেছি। পুরনোকে পেছনে ফেলে দিয়ে প্রযুক্তিকে আমরা নতুন পর্যায়ে নিয়ে গেছি। বর্তমানে আরোপিত নিষেধাজ্ঞাও রাশিয়ার জন্য স্থানীয় প্রযুক্তি ও অর্থনৈতিক খাতের উন্নয়নের একটি সুযোগ।’

আরও পড়ুন: পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ‍‌‌‌‌‌‌রাশিয়া ও বেলারুশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, সক্ষমতা অর্জন করবে এবং আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে আরও সুযোগ পাবে। এতে করে শেষ পর্যায়ে গিয়ে দুই দেশই সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন তিনি। একই সুরে কথা বলেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো। তিনি বলেন, নিষেধাজ্ঞার পরও অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে যা প্রয়োজন, তার সবই আমাদের কাছে রয়েছে।

আরও পড়ুন: রক্তাক্ত সিরিয়া, দু’দিনে মৃত হাজারেরও বেশি

পশ্চিমাদের সাহায্য ছাড়াই অর্থনীতিকে সচল রাখার কথা বলেন তিনি।

আরও পড়ুন: ট্রাম্পের গাজা খালির প্রস্তাবকে ‘কেলেঙ্কারি’ আখ্যা জার্মানির 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুতিন-লুকাশেঙ্কো বৈঠক, যুদ্ধের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা  

আপডেট : ১২ মার্চ ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ইউক্রেনে হামলার পর কয়েক হাজার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে। ইরানকে টপকে রাশিয়া হয়ে গিয়েছে বিশ্বের শীর্ষ নিষেধাজ্ঞা প্রাপ্ত রাষ্ট্র। এই বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখতে রাজি নন পুতিন। তিনি বলছেন, নিষেধাজ্ঞার কারণে এখন রাশিয়ার সামনে বহু ক্ষেত্রে উন্নয়নের বিশাল দ্বার উন্মুক্ত হয়েছে। চলমান যুদ্ধে পুরোপুরি রাশিয়ার পক্ষ নিয়েছে বেলারুশ।

ফলে নিষেধাজ্ঞার ভাগ নিয়েছে বেলারুশও। শুক্রবার ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন বেলারুশের প্রসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে। চলমান নিষেধাজ্ঞা, ভবিষ্যতে করণীয়, যুদ্ধের সার্বিক পরিস্থিতি ইত্যাদি ছিল এ বৈঠকের মূল আলোচ্য বিষয়। বৈঠক শুরুর আগে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, ‍‌‌‌’সাম্প্রতিক বছরগুলোয় যখনই পশ্চিমা বিশ্ব কোনও খাতে আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, আমরা সেই খাতেই নতুন সক্ষমতা অর্জন করেছি। পুরনোকে পেছনে ফেলে দিয়ে প্রযুক্তিকে আমরা নতুন পর্যায়ে নিয়ে গেছি। বর্তমানে আরোপিত নিষেধাজ্ঞাও রাশিয়ার জন্য স্থানীয় প্রযুক্তি ও অর্থনৈতিক খাতের উন্নয়নের একটি সুযোগ।’

আরও পড়ুন: পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ‍‌‌‌‌‌‌রাশিয়া ও বেলারুশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, সক্ষমতা অর্জন করবে এবং আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে আরও সুযোগ পাবে। এতে করে শেষ পর্যায়ে গিয়ে দুই দেশই সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন তিনি। একই সুরে কথা বলেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো। তিনি বলেন, নিষেধাজ্ঞার পরও অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে যা প্রয়োজন, তার সবই আমাদের কাছে রয়েছে।

আরও পড়ুন: রক্তাক্ত সিরিয়া, দু’দিনে মৃত হাজারেরও বেশি

পশ্চিমাদের সাহায্য ছাড়াই অর্থনীতিকে সচল রাখার কথা বলেন তিনি।

আরও পড়ুন: ট্রাম্পের গাজা খালির প্রস্তাবকে ‘কেলেঙ্কারি’ আখ্যা জার্মানির