২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রুশ সেনার গোলার আঘাতে এবার নিহত ফক্স নিউজের চিত্রসাংবাদিক পিয়েরে জাকর্জেভস্কি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ মার্চ ২০২২, বুধবার
  • / 23

 

পুবের কলম ওয়েবডেস্কঃ নিউইয়র্ক টাইমসের সাংবাদিকের পর এবার ইউক্রেনে নিহত হলেন ফক্স সংবাদমাধ্যমের চিত্র সাংবাদিক পিয়েরে জাকর্জেভস্কি । একই ঘটনায় তার সহকর্মী বেঞ্জামিন হল আহত হয়েছেন।

আরও পড়ুন: দুই শহরে যুদ্ধ বিরতির মাঝেই চেরনিহিভে ব্যাপক গোলাবর্ষণ রুশ সেনার

 

আরও পড়ুন: কিয়েভঃ উভয় পক্ষের রক্তক্ষয়ী সংগ্রাম, রাশিয়ার ৩৫০০ সেনাকে হত্যা, দাবি ইউক্রেনের  

 

আরও পড়ুন: কিয়েভে ঢুকল রুশ সেনা, নিহত কমপক্ষে ১৩৭ ইউক্রেন সেনা, আহত ৩৬০

সোমবার এই ঘটনা ঘটলেও মঙ্গলবার ফক্স টিভি কর্তৃপক্ষ এই ঘটনা প্রকাশ্যে আনেন মঙ্গলবার। ফক্স নিউজের প্রধান সুজান স্কট জানিয়েছেন পিয়েরে জাকর্জেভস্কি যুদ্ধের ছবি তুলতেন। তিনি আমাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। ফক্স নিউজের জন্য ইরাক ও আফগানিস্তান থেকে শুরু করে সিরিয়াসহ প্রায় প্রতিটি আন্তর্জাতিক ঘটনার ছবি তুলেছেন। একজন সাংবাদিক হিসেবে তার নিষ্ঠা ও মেধা ছিল অতুলনীয়।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো অভিযোগ করেন, রাশিয়ান সেনাদের কামানের গোলায় গাড়িতে আগুন ধরে ইউক্রেনের সাংবাদিক ওলেক্সান্দ্রা কুভশিনোভা ও ফক্স নিউজের চিত্রসাংবাদিক পিয়েরে জাকর্জেভস্কি নিহত হয়েছেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রুশ সেনার গোলার আঘাতে এবার নিহত ফক্স নিউজের চিত্রসাংবাদিক পিয়েরে জাকর্জেভস্কি

আপডেট : ১৬ মার্চ ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ নিউইয়র্ক টাইমসের সাংবাদিকের পর এবার ইউক্রেনে নিহত হলেন ফক্স সংবাদমাধ্যমের চিত্র সাংবাদিক পিয়েরে জাকর্জেভস্কি । একই ঘটনায় তার সহকর্মী বেঞ্জামিন হল আহত হয়েছেন।

আরও পড়ুন: দুই শহরে যুদ্ধ বিরতির মাঝেই চেরনিহিভে ব্যাপক গোলাবর্ষণ রুশ সেনার

 

আরও পড়ুন: কিয়েভঃ উভয় পক্ষের রক্তক্ষয়ী সংগ্রাম, রাশিয়ার ৩৫০০ সেনাকে হত্যা, দাবি ইউক্রেনের  

 

আরও পড়ুন: কিয়েভে ঢুকল রুশ সেনা, নিহত কমপক্ষে ১৩৭ ইউক্রেন সেনা, আহত ৩৬০

সোমবার এই ঘটনা ঘটলেও মঙ্গলবার ফক্স টিভি কর্তৃপক্ষ এই ঘটনা প্রকাশ্যে আনেন মঙ্গলবার। ফক্স নিউজের প্রধান সুজান স্কট জানিয়েছেন পিয়েরে জাকর্জেভস্কি যুদ্ধের ছবি তুলতেন। তিনি আমাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। ফক্স নিউজের জন্য ইরাক ও আফগানিস্তান থেকে শুরু করে সিরিয়াসহ প্রায় প্রতিটি আন্তর্জাতিক ঘটনার ছবি তুলেছেন। একজন সাংবাদিক হিসেবে তার নিষ্ঠা ও মেধা ছিল অতুলনীয়।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো অভিযোগ করেন, রাশিয়ান সেনাদের কামানের গোলায় গাড়িতে আগুন ধরে ইউক্রেনের সাংবাদিক ওলেক্সান্দ্রা কুভশিনোভা ও ফক্স নিউজের চিত্রসাংবাদিক পিয়েরে জাকর্জেভস্কি নিহত হয়েছেন।