২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নগদে নয় সুদের টাকা, বদলে গেল ডাকঘরের নিয়ম, জানুন বিস্তারিত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ মার্চ ২০২২, বুধবার
  • / 44

পুবের কলম ওয়েবডেস্কঃ ডাকঘরে নানা স্কিমে জমা রাখা টাকার প্রাপ্ত  সুদের অর্থ আর তুলে নেওয়া যাবেনা। এবার সেই সুদের টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।আগামী ১লা এপ্রিল থেকেই চালু হতে চলেছে এই নিয়ম।

 

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

ডাকঘরে বিভিন্ন স্কিমে  টাকা জমা রাখেন অনেকেই। কোন কোন ক্ষেত্রে সেই জমা রাখা অর্থের সুদটাও আগেভাগে তুলে নেন গ্রাহকরা। বিশেষ করে অবসরপ্রাপ্তদের মধ্যে এই প্রবণতা সবসময়ে বেশি দেখা যায়।

আরও পড়ুন: পুড়ে ছাই ফিলিপাইনের ঐতিহাসিক পোস্ট অফিস

 

আরও পড়ুন: মমতার পথে হেঁটে এবার পোস্ট অফিসে-এ বায়ো মেট্রিক হাজিরা

সুদের টাকা সরাসরি চলে যাবে হয় গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। নয়ত সেই অর্থ প্রদান করা হবে চেকের মাধ্যমে। এর জন্য গ্রাহকদের  চলতি মার্চ মাসের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে স্কিমে টাকা রাখা হয়েছে তা সংযুক্ত করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

 

সিনিয়র সিটিজেন সেভিংস, মান্থলি ইনকাম এবং টার্ম ডিপোজিট মূলত পোস্টঅফিসের এই তিনটি স্কিমে যারা টাকা রেখেছেন তাঁদের জন্য এই  সংযুক্তিকরণ বাধ্যতামূলক।

এরজন্য সংশ্লিষ্ট গ্রাহকের বাধ্যতামূলক ভাবে থাকতে হবে সেভিংস অ্যাকাউন্ট।সেটা পোস্টঅফিস ব্যাঙ্ক বা অন্য যে কোন ব্যাঙ্ক হতে পারে।  এইক্ষেত্রে কোন গ্রাহকের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে সেইক্ষেত্রে তাকে পোস্টঅফিস দেবে চেক। সেই চেক অন্যকোন সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে ভাঙাতে হবে।

 

যদিও ডাকবিভাগের দাবি অনেকক্ষত্রেই গ্রাহকরা সুদের টাকা তোলেন না। কেউ কেউ আবারও ত্রৈমাসিক বা ষাণ্মাসিকও টাকা তুলে থাকেন। ডাকবিভাগের আরও বক্তব্য এতদিন এই সুদ থেকে বাড়তি কোন টাকা পেতেননা গ্রাহকরা। কিন্তু এবার থেকে টাকা ব্যাঙ্কে জমা পড়ার ফলে বাড়তি অর্থ সুদ হিসেবে ঢুকবে অ্যাকাউন্টে। এরফলে আর্থিক দিক দিয়ে আগের চেয়ে অনেকবেশি লাভবান হবেন না গ্রাহকরা।

পাশাপাশি এটাও প্রশ্ন উঠছে অবসরপ্রাপ্ত, প্রবীণ নাগরিকরা কি করে এত হ্যাপা সামলাবেন? তবে  ডাকবিভাগের দাবি এর জন্য প্রবীণ গ্রাহকদের কোন সমস্যায় পড়তে হবেনা। ডাকঘরেই মিলবে ফর্ম।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নগদে নয় সুদের টাকা, বদলে গেল ডাকঘরের নিয়ম, জানুন বিস্তারিত

আপডেট : ১৬ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ডাকঘরে নানা স্কিমে জমা রাখা টাকার প্রাপ্ত  সুদের অর্থ আর তুলে নেওয়া যাবেনা। এবার সেই সুদের টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।আগামী ১লা এপ্রিল থেকেই চালু হতে চলেছে এই নিয়ম।

 

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

ডাকঘরে বিভিন্ন স্কিমে  টাকা জমা রাখেন অনেকেই। কোন কোন ক্ষেত্রে সেই জমা রাখা অর্থের সুদটাও আগেভাগে তুলে নেন গ্রাহকরা। বিশেষ করে অবসরপ্রাপ্তদের মধ্যে এই প্রবণতা সবসময়ে বেশি দেখা যায়।

আরও পড়ুন: পুড়ে ছাই ফিলিপাইনের ঐতিহাসিক পোস্ট অফিস

 

আরও পড়ুন: মমতার পথে হেঁটে এবার পোস্ট অফিসে-এ বায়ো মেট্রিক হাজিরা

সুদের টাকা সরাসরি চলে যাবে হয় গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। নয়ত সেই অর্থ প্রদান করা হবে চেকের মাধ্যমে। এর জন্য গ্রাহকদের  চলতি মার্চ মাসের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে স্কিমে টাকা রাখা হয়েছে তা সংযুক্ত করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

 

সিনিয়র সিটিজেন সেভিংস, মান্থলি ইনকাম এবং টার্ম ডিপোজিট মূলত পোস্টঅফিসের এই তিনটি স্কিমে যারা টাকা রেখেছেন তাঁদের জন্য এই  সংযুক্তিকরণ বাধ্যতামূলক।

এরজন্য সংশ্লিষ্ট গ্রাহকের বাধ্যতামূলক ভাবে থাকতে হবে সেভিংস অ্যাকাউন্ট।সেটা পোস্টঅফিস ব্যাঙ্ক বা অন্য যে কোন ব্যাঙ্ক হতে পারে।  এইক্ষেত্রে কোন গ্রাহকের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে সেইক্ষেত্রে তাকে পোস্টঅফিস দেবে চেক। সেই চেক অন্যকোন সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে ভাঙাতে হবে।

 

যদিও ডাকবিভাগের দাবি অনেকক্ষত্রেই গ্রাহকরা সুদের টাকা তোলেন না। কেউ কেউ আবারও ত্রৈমাসিক বা ষাণ্মাসিকও টাকা তুলে থাকেন। ডাকবিভাগের আরও বক্তব্য এতদিন এই সুদ থেকে বাড়তি কোন টাকা পেতেননা গ্রাহকরা। কিন্তু এবার থেকে টাকা ব্যাঙ্কে জমা পড়ার ফলে বাড়তি অর্থ সুদ হিসেবে ঢুকবে অ্যাকাউন্টে। এরফলে আর্থিক দিক দিয়ে আগের চেয়ে অনেকবেশি লাভবান হবেন না গ্রাহকরা।

পাশাপাশি এটাও প্রশ্ন উঠছে অবসরপ্রাপ্ত, প্রবীণ নাগরিকরা কি করে এত হ্যাপা সামলাবেন? তবে  ডাকবিভাগের দাবি এর জন্য প্রবীণ গ্রাহকদের কোন সমস্যায় পড়তে হবেনা। ডাকঘরেই মিলবে ফর্ম।