১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃত কমপক্ষে ২, আহত ৯০

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 146

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ভয়াবহ ভূমিকম্প জাপানে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন ৯০ জন। জাপানের স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল
৭. ৪।জাপানের এনএইচকে ন্যাশনাল টেলিভিশন জানিয়েছে, দেশটির স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এতেই এসব ক্ষয়ক্ষতি ঘটে।

আরও পড়ুন: প্রবল কম্পনে কেঁপে উঠল নিউজিল্যান্ড, জারি সুনামির সতর্কতা

এনএইচকে আরও জানিয়েছে, দেশটির ফুকুশিমা ও শিরোশিজাও শহরের মধ্যে চলাচল করা একটি বুলেট ট্রেন ভূমিকম্পের কারণে লাইনচ্যুত হয়ে যায়। এছাড়া আরও বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, সুনামির আশঙ্কা

জাপানের আবহাওয়া দফতর জানায়, ভূমিকম্পর উৎপত্তি স্থল ছিল জাপানের উপকূলীয় ফুকুশিমা অঞ্চলের মাটি থেকে ৬০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভোররাতে শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

১১ বছর আগে এই ফুকুশিমাতেই ঘটেছিল আরেক ভয়াবহ ভূমিকম্প, ডেকে এনেছিল পারাণবিক বিপর্যয়।

এবারের মারাত্মক শক্তিশালী ভূমিকম্পটি ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী টোকিওকেও কাঁপিয়ে দিয়ে গেছে। কম্পন এতটাই তীব্র ছিল যে মানুষের দাঁড়িয়ে থাকাও কঠিন ছিল।

ভূমিকম্পের পরপরই উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে এক মিটার পর্যন্ত উঁচু সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃত কমপক্ষে ২, আহত ৯০

আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ভয়াবহ ভূমিকম্প জাপানে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন ৯০ জন। জাপানের স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল
৭. ৪।জাপানের এনএইচকে ন্যাশনাল টেলিভিশন জানিয়েছে, দেশটির স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এতেই এসব ক্ষয়ক্ষতি ঘটে।

আরও পড়ুন: প্রবল কম্পনে কেঁপে উঠল নিউজিল্যান্ড, জারি সুনামির সতর্কতা

এনএইচকে আরও জানিয়েছে, দেশটির ফুকুশিমা ও শিরোশিজাও শহরের মধ্যে চলাচল করা একটি বুলেট ট্রেন ভূমিকম্পের কারণে লাইনচ্যুত হয়ে যায়। এছাড়া আরও বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, সুনামির আশঙ্কা

জাপানের আবহাওয়া দফতর জানায়, ভূমিকম্পর উৎপত্তি স্থল ছিল জাপানের উপকূলীয় ফুকুশিমা অঞ্চলের মাটি থেকে ৬০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভোররাতে শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

১১ বছর আগে এই ফুকুশিমাতেই ঘটেছিল আরেক ভয়াবহ ভূমিকম্প, ডেকে এনেছিল পারাণবিক বিপর্যয়।

এবারের মারাত্মক শক্তিশালী ভূমিকম্পটি ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী টোকিওকেও কাঁপিয়ে দিয়ে গেছে। কম্পন এতটাই তীব্র ছিল যে মানুষের দাঁড়িয়ে থাকাও কঠিন ছিল।

ভূমিকম্পের পরপরই উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে এক মিটার পর্যন্ত উঁচু সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়।